অ্যাসিড, ক্ষারক, অক্সাইড | Chemistry Question Answer In Bengali

Table of Contents

 Chemistry MCQ GK Question Answer

 

Chemistry GK Question Answer
Chemistry GK | MCQ Question Answer

Chemistry MCQ GK on Acid, base, salt and Oxide. আমাদের এই পর্বের বিষয় হলো অ্যাসিড, ক্ষারক, লবণ এবং অক্সাইডের উপর থেকে জিকে প্রশ্নোত্তর। আপনারা জানেন যে আমরা সকল বিষয়ে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর দিয়ে থাকি। এই পর্বে তাই Chemistry এর Acid and Base এর উপর থেকে Important Question Answer দেওয়া হল। 

Chemistry GK Question Answer In Bengali

                         

1➤ হিরাকোষের সংকেত কি?

ⓐ Fe2S
ⓑ Fe2O3
ⓒ FeCI3
ⓓ FeSO4

➤ FeSO4


2➤ নিচের কোনটি জল শোষণ করতে পারে?

ⓐ লঘু HCI
ⓑ গাঢ় HCI
ⓒ লঘু H2SO4
ⓓ গাঢ় H2SO4

➤ গাঢ় H2SO4


3➤ তিন আয়তন ঘন HCI- এর সাথে কয় আয়তন ঘন HNO3 দিয়ে অ্যাকোয়া রিজিয়া তৈরি হয়

ⓐ এক আয়তন
ⓑ দুই আয়তন
ⓒ তিন আয়তন
ⓓ চার আয়তন

➤ এক আয়তন


4➤ কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র?

ⓐ লঘু অ্যাসিড
ⓑ গাঢ় অ্যাসিড
ⓒ তরল অ্যাসিড
ⓓ কঠিন অ্যাসিড

➤ লঘু অ্যাসিড


5➤ প্রশম দ্রবণের PH কত?

ⓐ 8
ⓑ 5
ⓒ 6
ⓓ কোনটাই নয়

➤ কোনটাই নয়


6➤ ক্ষারীয় দ্রবণের PH কত?

ⓐ 7 এর বেশি
ⓑ 7 এর কম
ⓒ 7
ⓓ কোনটাই নয়

➤ 7 এর বেশি


7➤ হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহীতা কত?

ⓐ 2
ⓑ 1
ⓒ 3
ⓓ 4

➤ 1


8➤ লেবুতে থাকে নিচের কোন অ্যাসিড?

ⓐ ফরমিক অ্যাসিড
ⓑ সাইট্রিক অ্যাসিড
ⓒ ল্যাকটিক অ্যাসিড
ⓓ ম্যালিক অ্যাসিড

➤ সাইট্রিক অ্যাসিড


9➤ KNO3 নিম্নের কোন ধরনের লবণ?

ⓐ নর্ম্যাল লবণ
ⓑ বেসিক লবন
ⓒ বাই লবন
ⓓ কোনটাই নয়

➤ নর্ম্যাল লবণ


10➤ কোন যুগের বিজ্ঞানীরা HNO3-কে বলতেন অ্যাকোয়া ফরটিস?

ⓐ ভিক্টোরিয়ান যুগ
ⓑ নিউটন যুগ
ⓒ অ্যালকেমী যুগ
ⓓ চসার যুগ

➤ অ্যালকেমী যুগ


11➤ বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে নিচের কোনটি মেশানো হয়?

ⓐ মিথাইল অরেঞ্জ
ⓑ লিটমাস
ⓒ ফেনলপথ্যালিন
ⓓ মিথাইল রেড

➤ ফেনলপথ্যালিন


12➤ রসায়নের রাজা নিচের কোন পদার্থকে বলা হয়?

ⓐ HCI
ⓑ H2SO4
ⓒ HNO3
ⓓ H3PO4

➤ H2SO4


13➤ HCI প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী?

ⓐ প্রিস্টলী
ⓑ ল্যাভয়সিয়ে
ⓒ ক্যাভেন্ডিস
ⓓ পাউলিং

➤ প্রিস্টলী


14➤ প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জ- এর বর্ণ কেমন?

ⓐ লাল
ⓑ কমলা
ⓒ হলুদ
ⓓ বর্ণহীন

➤ কমলা


15➤ নিচের কোনটি হাইড্রোনিয়াম আয়ন?

ⓐ H3O-
ⓑ OH-
ⓒ H3O+
ⓓ H+

➤ H3O+


16➤ KHCO3 নিচের কোন ধরনের লবণ?

ⓐ শমিত লবণ
ⓑ বাই লবণ
ⓒ অ্যাসিড লবণ
ⓓ ক্ষারীয় লবণ

➤ অ্যাসিড লবণ


17➤ চিলি সল্ট পিটার এর সংকেত নিম্নলিখিত কোনটি?

ⓐ NaNO3
ⓑ Na2SO4
ⓒ NaCI
ⓓ Na2CO3

➤ NaNO3


18➤ চিলি সল্টপিটার কোন মহাদেশের সবচেয়ে বেশি পাওয়া যায়?

ⓐ দক্ষিণ আমেরিকা
ⓑ উত্তর আমেরিকা
ⓒ এশিয়া
ⓓ ইউরোপ

➤ দক্ষিণ আমেরিকা


19➤ NH3 আমাদের শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি করে?

ⓐ ফুসফুস
ⓑ কিডনি
ⓒ হার্ট
ⓓ চোখ

➤ চোখ


20➤ BF3 কি ধরনের অ্যাসিড ?

ⓐ ল্যুইস অ্যাসিড
ⓑ সাব অ্যাসিড
ⓒ নর্ম্যাল অ্যাসিড
ⓓ ফ্লোরিক অ্যাসিড

➤ ল্যুইস অ্যাসিড


Leave a Comment