Modern Indian History MCQ Question Answer
আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে আপনাদের জন্য Important MCQ নিয়ে এসেছি। WBCS, PSC, UPSC, SSC, CGL, GD, WBP, RAIL, ICDS, PRIMARY, UGC NET, SET, GROUP D Exam এর জন্য Modern Indian History MCQ পর্ব ১ আপনাদের জন্য। আধুনিক ভারতের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য চেষ্টা করছি। নিচে modern Indian History Question Answer গুলি দেখে নিন। আপনারা যদি Pdf পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।
MCQ on Modern Indian History
১. “অনুশীলন সমিতির” প্রতিষ্ঠাতা কে?
(A) সূর্যসেন
(B) বাঘাযতিন
(C) সতীশচন্দ্রবসু
(D) যতীন্দ্রনাথদাস
উত্তর: সতীশচন্দ্র বসু
২. বিখ্যাত আই এন এবিচার দিল্লির লালকেল্লায় কবে শুরু হয়েছিল?
(A) ১৯৪৪সালে
(B) ১৯৪৫সালে
(C) ১৯৪৬সালে
(D) ১৯৪৭সালে
উত্তর: ১৯৪৫সালে
৩. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কতবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন?
(A) একবার
(B) সাতবার
(C) তিনবার
(D) একবারওনা
উত্তর: সাতবার
৪. কার নেতৃত্বে মেদিনীপুরে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল?
(A) সূর্যসেন
(B) সতীশসামন্ত
(C) জ্যোতিষচন্দ্রঘোষ
(D) যতীন্দ্রমোহনসেনগুপ্ত
উত্তর: সতীশ সামন্ত
৫. ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
(A) মোহম্মদআলি জিন্না
(B) লিয়াকাৎআলি
(C) স্যারসৈয়দ আহমদ খান
(D) আবুলকালাম আজাদ
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান
৬. আনন্দমঠ অনুসরণ করে স্থাপিত বিপ্লবী সংগঠন “ভবানী মন্দির“-এর প্রতিষ্ঠাতা কেছিলেন?
(A) যতীন্দ্রনাথমুখোপাধ্যায়
(B) অরবিন্দঘোষ
(C) সূর্যসেন
(D)কবিকাজী নজরুল ইসলাম
উত্তর: অরবিন্দ ঘোষ
৭. বাংলার একটি বিপ্লবী সংগঠন বঙ্কিমচন্দ্রের “আনন্দমঠ” অনুসরণ করে স্থাপিত হয় –সেটির কি নাম ছিল?
(A) আনন্দমঠ
(B) দেশমাতৃকা
(C) ভবানীমন্দির
(D) পাঠকআদর্শ
উত্তর: ভবানী মন্দির
৮. ভারতের সর্বাঙ্গীন স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্টে “ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স অ্যাক্ট” পাশ হয় কবে?
(A) এপ্রিল১৯৪৭
(B) জুন১৯৪৭
(C) জুলাই১৯৪৭
(D) আগস্ট১৯৪৭
উত্তর: আগস্ট ১৯৪৭
৯. “সারা ভারত কিষান সভা” কবে সংঘটিত হয়েছিল?
(A) ১৯৩৬খ্রিস্টাব্দে
(B) ১৯২১খ্রিস্টাব্দে
(C) ১৯৩০খ্রিস্টাব্দে
(D) ১৯৩৮খ্রিস্টাব্দে
উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দে
১০. কার শাসনকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয়?
(A) লর্ডকার্জন
(B) লর্ডকর্নওয়ালিস
(C) লর্ডক্যানিং
(D) লর্ডডালহৌসি
উত্তর: লর্ডডালহৌসি
১১. ১৮৮৫ সালে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন?
(A) ১৪১
(B) ১০৪
(C) ৭২
(D) ৬৪
উত্তর: ৭২
১২. নিচেরকোন নেতা নরমপন্থী ছিলেন না?
(A) সুরেন্দ্রনাথবন্দ্যোপাধ্যায়
(B) মহাত্মাগান্ধী
(C) দাদাভাইনওরোজি
(D) গোখলে
উত্তর: মহাত্মা গান্ধী
১৩. কোন সালে গান্ধীজী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
(A) ১৯২৪সালে
(B) ১৮৮৫সালে
(C) ১৮৮৮সালে
(D) ১৯১১ সালে
উত্তর: ১৯২৪ সালে
১৪. বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে মাস্টারমশাই নামে কে পরিচিত ছিলেন?
(A) সুরেন্দ্রনাথব্যানার্জি
(B) জ্যোতিষচন্দ্রঘোষ
(C) আনন্দমোহনবসু
(D) চিত্তরঞ্জনদাস
উত্তর: জ্যোতিষচন্দ্র ঘোষ
১৫. “সংবাদ প্রভাকর” এর প্রতিষ্ঠাতা কেছিলেন?
(A) ঈশ্বর গুপ্ত
(B) ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর
(C) মতিলাল
(D) অশ্বিনীকুমার দত্ত
উত্তর: ঈশ্বরগুপ্ত
১৬. বিহারের সিপাহী বিদ্রোহে বিদ্রোহীদের কে নেতৃত্ব দেন?
(A) মঙ্গলপান্ডে
(B) কুনওয়ারসিং
(C) তাতিয়াটোপি
(D) নানাসাহেব
উত্তর: কুনওয়ার সিং
১৭. মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান নামে পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয় কত সালে?
(A) ১৯৩৮
B) ১৯৩৯
(C) ১৯৪০
(D) ১৯৪২
উত্তর: ১৯৪০
১৮. জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি কে দীপ্ত কণ্ঠেঘোষণা করেন?
A) মহাত্মাগান্ধী
(B) মতিলালনেহেরু
(C) জওহরলালনেহেরু
(D) সর্দারপ্যাটেল
উত্তর: জওহরলাল নেহেরু
১৯. ব্রিটিশ যুগের ভারতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়েরমধ্যে পৃথক নির্বাচন প্রথা কোন আইনে স্বীকৃত হয়?
(A) মর্লে–মিন্টো আইন
(B) রয়েলটাইটেল আইন
(C) রাওলাটআইন
(D) ভারতসরকার আইন
উত্তর: মর্লে–মিন্টো আইন
২০. কাকে হত্যা করার অভিযোগের বৈকুণ্ঠ মুকুলকেফাঁসি দেওয়া হয়?
(A) বিশ্বাসঘাতকরাজসাক্ষী নরেন গোঁসাই
(B) বিশ্বাসঘাতক রাজসাক্ষী ফণি ঘোষ
(C) জেলাপরিদর্শক সিমসন
(D) জেনারেলডায়ার
উত্তর: বিশ্বাসঘাতক রাজসাক্ষী ফণি ঘোষ