আধুনিক ভারতের ইতিহাস MCQ | Part – 3 | Modern Indian History Question Answer

Table of Contents

 Modern Indian History MCQ Question Answer

Modern Indian History 3
Indian History MCQ In Bengali | Modern Indian History MCQ In Bengali

আধুনিক ভারতের ইতিহাস প্রশ্নোত্তর। এর আগের পর্বে আমরা Modern Indian History MCQ প্রশ্নোত্তর দিয়েছি। আজকের পর্বে আপনাদের সহযোগিতার জন্য থাকছে আরও ২০ টি আধুনিক ভারতের ইতিহাস MCQ Question Answer। আশা করি আমাদের দেওয়া প্রতিটি প্রশ্ন উত্তর পর্ব আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। নিচে Modern History Question Answer In Bengali দেওয়া হল।

MCQ on Modern Indian History 

 . ভারত সরকারের  ১৯৩৫ সালের আইন অনুসারে ভারতবর্ষ তখন কটি প্রদেশে বিভক্ত ছিল

(A) এগারোটি

(B) বারোটি 

(C) তেরোটি 

(D) চৌদ্দটি

 উত্তর: এগারোটি

 

. শ্রী অরবিন্দ ঘোষ যে ইংরেজি দৈনিকের সম্পাদক ছিলেনসেটির নাম কি?

(A) বন্দেমাতরম 

(B) দৈনিক সমাচার 

(C) ভারত দর্পণ 

(D) যুগান্তর

উত্তর:বন্দেমাতরম 

 

. কে বাংলার এডমন্ড বার্ক নামে পরিচিত?

(A) আশুতোষ মুখার্জী 

(B) বিপিনচন্দ্র পাল

(C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তর: বিপিনচন্দ্র পাল

 

. ঢাকার যে নবাব বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন তার নাম কি

(A) নবাব সলিমুল্লাহ 

(B) নবাব ওয়াজেদ আলী 

(C) হাফিজ আব্দুল মজিদ 

(D) শেখ আব্দুল্লাহ

উত্তর: নবাব সলিমুল্লাহ 

 

. সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন?

 (A) জহরলাল নেহেরু 

(B) রমেশচন্দ্র দত্ত 

(C) ভি ডি সাভারকার

(D) বালগঙ্গাধর তিলক

উত্তর: ভি ডি সাভারকার

 

. বঙ্গভঙ্গ আন্দোলনে ব্রিটিশ দ্রব্য বর্জনের ডাক প্রথম কে দিয়েছিলেন

(A) মহাত্মা গান্ধী 

(B) কৃষ্ণকুমার মিত্র

(C)  চিত্তরঞ্জন দাস

(D) মহামতি গোখলে 

উত্তর: কৃষ্ণকুমার মিত্র

 

. সিপাহী বিদ্রোহের সময় দিল্লিতে কোন মোগল সম্রাট ছিলেন?

(A)  দ্বিতীয় বাহাদুর শাহ 

(B) দ্বিতীয় আকবর শাহ 

(C) ফারুকশিয়ার 

(D) প্রথম বাহাদুর শাহ

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ 

 

. সরকারিভাবে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন কত খ্রিস্টাব্দে হয়?

(A) ১৮৩৫ খ্রিষ্টাব্দ

(B) ১৮৮৫ খ্রিষ্টাব্দ

(C) ১৮৪০ খ্রিষ্টাব্দ

(D) ১৮৫১ খ্রিষ্টাব্দ

উত্তর: ১৮৩৫ খ্রিষ্টাব্দ

 

. দ্বীপান্তর থেকে মুক্তিলাভের পর বারীন্দ্রকুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদনা করেন?

(A)  মুক্তিসূর্য 

(B)  বিজলী 

(C) দিবারাত্রি 

(D) সংবাদ কৌমুদী

উত্তর: বিজলী

 

১০. কাকোরি ষড়যন্ত্র মামলা দায় ১৯২৭  সালের ২১ ডিসেম্বর কাকে ফাঁসি দেওয়া হয়?

(A) ঠাকুর রোশন সিং

(B) রাজগুরু

(C) ভগৎ সিং 

(D) সূর্য সেন

উত্তর: ঠাকুর রোশন সিং

 

১১. সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন

(A) একজন 

(B) দুইজন 

(C)  তিনজন 

(D) কেউ ছিলেন না

উত্তর: কেউ ছিলেন না

 

১২. কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসে কে স্বরাজ এর ঘোষণা করেছিলেন?

(A) বালগঙ্গাধর তিলক

(B) নেতাজী সুভাষ বসু

(C) দাদাভাই নওরোজি 

(D) মহাত্মা গান্ধী

উত্তর: দাদাভাই নওরোজি 

 

১৩. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?

 (A) স্বদেশ 

(B) প্রবাসী 

(C) দেশ 

(D)বিজলী

উত্তর: প্রবাসী

 

১৪. সশস্ত্র গণঅভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হলে বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় কোথায় চলে যান?

(A) সিঙ্গাপুর 

(B) জাপান 

(C) মেক্সিকো 

(D) রাশিয়া

উত্তর: মেক্সিকো 

 

১৫. কুখ্যাত পুলিশ কমিশনা টেগার্ট কে হত্যা করতে গিয়ে কোন বিপ্লবী নিহত হন?

(A) গণেশ ঘোষ 

(B) অনন্ত সিং  

(C) রাজগুরু

(D) অনুজা সেন 

উত্তর: অনুজা সেন 

 

১৬. জাতীয়তাবাদী নেতা আন্দামানের নামশহীদ দ্বীপস্বরাজ দ্বীপদিয়েছিলেন?

 (A) লালা লাজপত রায়

(B)  সুভাষচন্দ্র বসু 

(C) বালগঙ্গাধর তিলক

(D) জহরলাল নেহেরু

উত্তর: সুভাষচন্দ্র বোস 

 

১৭. নিচের কেভারতের লৌহমানবনামে পরিচিত ছিলেন?

(A) দাদাভাই নওরোজি 

(B) তিলক

(C) সর্দার  প্যাটেল

(D) সুভাষচন্দ্র বসু

উত্তর: সর্দার  প্যাটেল

 

১৮. কে প্রথম ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং ভারতবাসীর অভিযোগগুলি ব্রিটিশ কর্তৃপক্ষকে জানিয়ে ছিলেন?

 (A) দাদাভাই নওরোজি 

(B)তিলক

(C) রাজা রামমোহন রায়

(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

উত্তর: রাজা রামমোহন রায়

 

১৯. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?

(A) ১৮৫৭ সালে

(B) ১৮৭৭ সালে

(C) ১৮৭৯ সালে

(D) ১৯০২ সালে

উত্তর: ১৮৫৭ সালে

 

২০. All India Trade Union Congress  প্রতিষ্ঠিত হয়

(A) ১৯১৯

(B) ১৯২০

(C) ১৯২৫

(D) ১৯০০

উত্তর: ১৯২০
Previous..                        Next..              

Leave a Comment