Ancient Indian History – Gupta Empire MCQ
প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্নোত্তর পর্বে আপনাদের জন্য গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস প্রশ্নোত্তর দেওয়া হল। Ancient Indian History থেকে আমরা Chapter wise Question Answer সিরিজ শুরু করেছি। এই পর্বে তাই আপনাদের জন্য থাকছে Gupta Age MCQ Question Answer.
Ancient History Gupta Empire MCQ In Bengali
1➤ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ সমুদ্রগুপ্ত
ⓓ কুমার গুপ্ত
2➤ শ্রীগুপ্ত কোন উপাধি গ্রহন করেন-
ⓑ কবিরাজ
ⓒ মহারাজা
ⓓ মহারাজাধিরাজ
3➤ শ্রীগুপ্তের পুত্রের নাম কি ?
ⓑ কুমার গুপ্ত
ⓒ প্রথম চন্দ্রগুপ্ত
ⓓ ঘটোৎকচগুপ্ত
4➤ ৩২০ খ্রিঃ গুপ্তাব্দের সূচনা করেন-
ⓑ প্রথম চন্দ্রগুপ্ত
ⓒ সমুদ্রগুপ্ত
ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
5➤ প্রথম চন্দ্রগুপ্তের সময় মগধের রাজা ছিলেন-
ⓑ অশোক
ⓒ বিম্বিসার
ⓓ সুন্দরবর্মন
6➤ ভিনসেন্ট স্মিথ কাকে ‘ভারতের নেপোলিয়ান’ আখ্যা দিয়েছেন-
ⓑ শ্রীগুপ্ত
ⓒ সমুদ্রগুপ্ত
ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
7➤ ‘কবিরাজ’ ও ‘বিক্রমাঙ্ক’ কার উপাধি ?
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ প্রথম চন্দ্রগুপ্ত
ⓓ শ্রীগুপ্ত
8➤ সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিলেন ?
ⓑ জৈন ধর্ম
ⓒ বৈদিক ধর্ম
ⓓ বৈষ্ণব ধর্ম
9➤ কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহন করেন ?
ⓑ স্কন্দগুপ্ত
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ কুমার গুপ্ত
10➤ সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি ?
ⓑ বীরসেন
ⓒ হরিসেন
ⓓ নাগসেন
11➤ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
ⓑ বসুবন্ধু
ⓒ শ্রীগুপ্ত
ⓓ হরিসেন
12➤ এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার বর্ণনা আছে ?
ⓑ স্কন্দগুপ্ত
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ শ্রীগুপ্ত
13➤ সেইলোনিস কার রাজসভায় এসেছিলেন ?
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ সমুদ্রগুপ্ত
ⓓ স্কন্দগুপ্ত
14➤ বিরসেন কার সেনাপতি ছিলেন-
ⓑ সমুদ্রগুপ্ত
ⓒ কুমারগুপ্ত
ⓓ স্কন্দগুপ্ত
15➤ ‘শকারি’ ও ‘বিক্রমাদিত্য’ উপাধি কে গ্রহন করেছিলেন ?
ⓑ কুমারগুপ্ত
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ স্কন্দগুপ্ত
16➤ প্রথম গুপ্তরাজা যিনি রৌপ্যমুদ্রা প্রচলন করেন ?
ⓑ সমুদ্রগুপ্ত
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ শ্রীগুপ্ত
17➤ চীনদেশীয় পরিব্রাজক ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?
ⓑ সমুদ্রগুপ্ত
ⓒ কুমারগুপ্ত
ⓓ জীবিত গুপ্ত
18➤ ফা-হিয়েন-এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী ?
ⓑ ফো-কুও-কি
ⓒ ভারত ভ্রমণ
ⓓ ভারত বৃত্তান্ত
19➤ ‘নবরত্ন’ কার রাজসভায় উপস্থিত ছিল-
ⓑ জীবিত গুপ্ত
ⓒ সমুদ্রগুপ্ত
ⓓ কুমার গুপ্ত
20➤ কোন গুপ্ত সম্রাটের সময়কালে সংস্কৃত সাহিত্য খ্যাতির শিখরে পৌছায় ?
ⓑ কুমার গুপ্ত
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ সমুদ্রগুপ্ত