গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস MCQ প্রশ্নোত্তর | Part – 2

Table of Contents

 Gupta Dynasty MCQ Question Answer In Bengali

Gupta Age MCQ

Gupta Period MCQ In Bengali | Ancient History | History GK

    

Ancient Indian History : আগের পর্বে প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুপ্ত যুগের ইতিহাস প্রশ্নোত্তর পর্ব ১ দেওয়া হয়েছে। এই পর্বে Gupta Period MCQ Question Answer পর্ব ২ দেওয়া হল। History Chapter Wise পর্বে আমরা ইতিহাসের সকল বিষয়ে Question Answer দিয়ে দেওয়া হবে। আপনারা আমাদের Website প্রতিদিন ভিসিট করুন এবং শেয়ার করুন। 

Ancient Indian History – Gupta Dynasty MCQ 


1➤ কুমারগুপ্তের উপাধি হল-

ⓐ কবিরাজ
ⓑ মহারাজা
ⓒ শকারি
ⓓ মহেন্দ্রাদিত্য

➤ মহেন্দ্রাদিত্য


2➤ নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন-

ⓐ কুমারগুপ্ত
ⓑ সমুদ্রগুপ্ত
ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓓ শ্রীগুপ্ত

➤ কুমারগুপ্ত


3➤ কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ?

ⓐ সমুদ্রগুপ্ত
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ শ্রীগুপ্ত
ⓓ স্কন্দগুপ্ত

➤ স্কন্দগুপ্ত


4➤ ‘ভারতের রক্ষাকারী’ রাজা কাকে বলা হয় ?

ⓐ শ্রীগুপ্ত
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ স্কন্দগুপ্ত
ⓓ মিহিরকুল

➤ স্কন্দগুপ্ত


5➤ বিশাখদত্ত রচিত নাটক ‘দেবীচন্দ্রগুপ্তম’ থেকে কী জানা যায় ?

ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓑ রামগুপ্ত
ⓒ স্কন্দগুপ্ত
ⓓ সমুদ্রগুপ্ত

➤ রামগুপ্ত


6➤ গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাটের নাম কী ?

ⓐ সমুদ্রগুপ্ত
ⓑ স্কন্দগুপ্ত
ⓒ রামগুপ্ত
ⓓ দ্বিতীয় জীবিত গুপ্ত

➤ দ্বিতীয় জীবিত গুপ্ত


7➤ বুদ্ধচরিতের রচয়িতা কে ?

ⓐ অশ্বঘোষ
ⓑ কালিদাস
ⓒ ভাস
ⓓ নাগসেন

➤ অশ্বঘোষ


8➤ হিন্দুধর্মে প্রথম ‘সতী’র ধারণার উদ্ভব হয় কোন যুগে ?

ⓐ মৌর্য যুগে
ⓑ কুশান যুগে
ⓒ সঙ্গম যুগে
ⓓ সঙ্গম যুগে

➤ কুশান যুগে


9➤ ভারত অভিযানকারী শ্বেত হূন শাখাটির নেতৃত্ব দেন-

ⓐ মিহিরকুল
ⓑ তোমরান
ⓒ মিরান
ⓓ বালাদিশ

➤ তোমরান


10➤ ভগবৎ গীতা কোন যুগে রচিত হয়-

ⓐ গুপ্ত যুগে
ⓑ কুশান যুগে
ⓒ মৌর্য যুগে
ⓓ সঙ্গম যুগে

➤ কুশান যুগে



11➤ বানভট্ট ছিলেন গুপ্তযুগের একজন বিখাত-

ⓐ লেখক
ⓑ আইনজ্ঞ
ⓒ চিকিৎসক
ⓓ সেনাপতি

➤ চিকিৎসক


12➤ Nishka, এক ধরণের মুদ্রা যা ব্যবহৃত হত যে যুগে, তা হল-

ⓐ গুপ্ত
ⓑ বাহমনি
ⓒ পল্লব
ⓓ মৌর্য

➤ গুপ্ত


13➤ ‘উজ্জয়িনী’ কার রাজধানী ?

ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ সমুদ্রগুপ্ত
ⓓ কুমারগুপ্ত

➤ দ্বিতীয় চন্দ্রগুপ্ত


14➤ কে সাম্রাজ্য বিস্তারের জন্য ‘দিগ্বীজয়’ শুরু করেছিলেন-

ⓐ অশোক
ⓑ কনিষ্ক
ⓒ সমুদ্রগুপ্ত
ⓓ স্কন্দগুপ্ত

➤ সমুদ্রগুপ্ত


15➤ অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি ?

ⓐ গুপ্ত যুগ
ⓑ বৈদিক যুগ
ⓒ কুশান যুগ
ⓓ কোনটিই নয় নয়

➤ গুপ্ত যুগ


16➤ কোন গুপ্ত সম্রাট একজন ভালো বীণা বাদক ছিলেন ?

ⓐ শ্রী গুপ্ত
ⓑ প্রথম কুমারগুপ্ত
ⓒ সমুদ্রগুপ্ত
ⓓ প্রথম চন্দ্রগুপ্ত

➤ সমুদ্রগুপ্ত


17➤ দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ও উত্তরসূরি কে ?

ⓐ শ্রীগুপ্ত
ⓑ রামগুপ্ত
ⓒ পুরুগুপ্ত
ⓓ কুমারগুপ্ত

➤ কুমারগুপ্ত


18➤ কোন গুপ্ত রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ?

ⓐ কুমারগুপ্ত
ⓑ পুরুগুপ্ত
ⓒ রামগুপ্ত
ⓓ শ্রীগুপ্ত

➤ কুমারগুপ্ত


19➤ গুপ্তবংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র” নামে পরিচিত ছিলেন ?

ⓐ সমুদ্রগুপ্ত
ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ⓒ কুমারগুপ্ত
ⓓ স্কন্ধগুপ্ত

➤ সমুদ্রগুপ্ত


20➤ দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল ?

ⓐ যুদ্ধজয়
ⓑ ধর্ম বিজয়
ⓒ দিগ্বিজয়
ⓓ কোনটিই নয়

➤ ধর্ম বিজয়


Leave a Comment