Chola Empire Question and Answer In Bengali
Indian History Chola King and their dynasty Most Important MCQ Question Answer In Bengali Part – 2. প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর পর্বে চোল সাম্রাজ্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি দেওয়া হলো।
Ancient History Chola Empire
16. কোন চোল রাজা পাণ্ড্য, কেরল ও সিংহলের বিদ্রোহ দমন করেন ?
প্রথম রাজেন্দ্র চোল
বিজয়ালয়
রাজাধিরাজ
প্রথম আদিত্য
Answer: রাজাধিরাজ
17. কোলাপুরের জৈন মন্দির কে পুড়িয়ে দিয়েছিলেন–
প্রথম রাজেন্দ্র চোল
বিজয়ালয়
অগ্নিমিত্র
রাজাধিরাজ
Answer: রাজাধিরাজ
18. চোল স্থাপত্যরীতি কি নামে পরিচিত ?
তাঞ্জোর শিল্পরীতি
দ্রাবিড় শিল্পরীতি
গোপুরম শিল্পরীতি
চোল শিল্পরীতি
Answer: দ্রাবিড় শিল্পরীতি
19. কোন বংশের শাসকদের নৌবাহিনী সুমাত্রা এবং মালয় উপদ্বীপ জয় করেছিলেন–
গুপ্ত
চোল
গঙ্গা
শুঙ্গ
Answer: চোল
20. চোলা বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন ?
কারিকল
বিজয়ালয়া
প্রথম রাজা–রাজ
কোনটিই নয়
Answer: প্রথম রাজা–রাজ
21. কোন রাজবংশের রাজা ইলোরা শ্রীলঙ্কা জয় করেছিলেন–
চোল
পান্ডুয়া
চেরা
শুঙ্গ
Answer: চোল
22. চোল প্রশাসনের ‘নগরম’ বলতে কোন পরিষদকে বোঝান হত–
শহর
ব্যবসায়ী
নাগরিক
প্রদেশ
Answer: ব্যবসায়ী
23. চোল প্রশাসনে প্রদেশ গুলিকে কি বলা হত ?
নাড়ু
মণ্ডলম্
কুরম
তনকুরম
Answer: মণ্ডলম্
24. চোল প্রশাসনে জেলা গুলিকে কি বলা হত ?
মণ্ডলম্
তনকুরম
কুরম
নাড়ু
Answer: নাড়ু
25. চোল প্রশাসনে গ্রাম গুলিকে কি বলা হত ?
তনকুরম
কুরম
মণ্ডলম্
নাড়ু
Answer: কুরম
26. বিখ্যাত নটরাজ মূর্তির স্রষ্টা কারা ?
চোল
শক
কুশান
হুন
Answer: চোল
27. নটরাজ মূর্তি কোন দেবতার নৃত্যরত মূর্তি ?
ইন্দ্র
অগ্নি
রুদ্র
শিব
Answer: শিব
28. তামিল ভাষায় রামায়ণ রচনা করেন–
বাল্মীকি
ব্যাসদেব
কম্বন
জীমূতবাহন
Answer: কম্বন
29. চোলরা কোন ধর্মের অনুরাগী ছিলেন–
জৈন ধর্ম
বৌদ্ধ ধর্ম
বৈদিক ধর্ম
শৈব ধর্ম
Answer: শৈব ধর্ম
30. চোল সাম্রাজ্যে করদাতা গ্রামবাসীদের সভাকে বলা হত–
উর
সভা
নগরম
কোট্টম
Answer: উর