চোল বংশের ইতিহাস প্রশ্ন ও উত্তর | Chola Dynasty Question Answer Part – 2

Table of Contents

 Chola Empire Question and Answer In Bengali

Chol dynasty
History Question Answer In Bengali

Indian History Chola King and their dynasty Most Important MCQ Question Answer In Bengali Part – 2. প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর পর্বে চোল সাম্রাজ্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি দেওয়া হলো। 

Ancient History Chola Empire

16. কোন চোল রাজা পাণ্ড্য, কেরল সিংহলের বিদ্রোহ দমন করেন ?

প্রথম রাজেন্দ্র চোল

বিজয়ালয়

রাজাধিরাজ

প্রথম আদিত্য

Answer:  রাজাধিরাজ

 

17. কোলাপুরের জৈন মন্দির কে পুড়িয়ে দিয়েছিলেন

প্রথম রাজেন্দ্র চোল

বিজয়ালয়

অগ্নিমিত্র

রাজাধিরাজ

Answer:  রাজাধিরাজ

 

18. চোল স্থাপত্যরীতি কি নামে পরিচিত ?

তাঞ্জোর শিল্পরীতি

দ্রাবিড় শিল্পরীতি

গোপুরম শিল্পরীতি

চোল শিল্পরীতি

Answer:  দ্রাবিড় শিল্পরীতি

 

19. কোন বংশের শাসকদের নৌবাহিনী সুমাত্রা এবং মালয় উপদ্বীপ জয় করেছিলেন

গুপ্ত

চোল

গঙ্গা

শুঙ্গ

Answer:  চোল

 

20. চোলা বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন ?

কারিকল

বিজয়ালয়া

প্রথম রাজারাজ

কোনটিই নয়

Answer:  প্রথম রাজারাজ

 

21. কোন রাজবংশের রাজা ইলোরা শ্রীলঙ্কা জয় করেছিলেন

চোল

পান্ডুয়া

চেরা

শুঙ্গ

Answer:  চোল

 

22. চোল প্রশাসনেরনগরম বলতে কোন পরিষদকে বোঝান হত

শহর

ব্যবসায়ী

নাগরিক

প্রদেশ

Answer:  ব্যবসায়ী

 

23. চোল প্রশাসনে প্রদেশ গুলিকে কি বলা হত ?

নাড়ু

মণ্ডলম্

কুরম

তনকুরম

Answer:  মণ্ডলম্

 

24. চোল প্রশাসনে জেলা গুলিকে কি বলা হত ?

মণ্ডলম্

তনকুরম

কুরম

নাড়ু

Answer:  নাড়ু

 

25. চোল প্রশাসনে গ্রাম গুলিকে কি বলা হত ?

তনকুরম

কুরম

মণ্ডলম্

নাড়ু

Answer:  কুরম

 

26. বিখ্যাত নটরাজ মূর্তির স্রষ্টা কারা ?

চোল

শক

কুশান

হুন

Answer:  চোল

 

27. নটরাজ মূর্তি কোন দেবতার নৃত্যরত মূর্তি ?

ইন্দ্র

অগ্নি

রুদ্র

শিব

Answer: শিব

 

28. তামিল ভাষায় রামায়ণ রচনা করেন

বাল্মীকি

ব্যাসদেব

কম্বন

জীমূতবাহন

Answer:  কম্বন

 

29. চোলরা কোন ধর্মের অনুরাগী ছিলেন

জৈন ধর্ম

বৌদ্ধ ধর্ম

বৈদিক ধর্ম

শৈব ধর্ম

Answer:  শৈব ধর্ম

 

30. চোল সাম্রাজ্যে করদাতা গ্রামবাসীদের সভাকে বলা হত

উর

সভা

নগরম

কোট্টম

Answer:  উর

Leave a Comment