চোল রাজ বংশের ইতিহাস প্রশ্ন ও উত্তর
Competitive Exam এর জন্য প্রাচীন ভারতের ইতিহাস থেকে চোল বংশের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ Question Answer দেওয়া হলো। Chola Dynasty MCQ Question Answer Part – 1 তে অনেক গুলো গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে দেখে নিতে পারেন।
Chol Period MCQ In Bengali
1. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন ?
কারিকল
প্রথম নরসিংহ বর্মন
রাজা অপরাজিত পল্লব
তৃতীয় গোবিন্দ
Answer: কারিকল
2. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
কারিকল
বিজয়ালয়
প্রথম রাজেন্দ্র চোল
রাজরাজ চোল
Answer: বিজয়ালয়
3. বিজয়ালয় কোন রাজাদের সামন্ত ছিলেন ?
শুঙ্গ রাজা
পাল রাজা
সেন রাজা
পল্লব রাজা
Answer: পল্লব রাজা
4. চোলদের প্রথম রাজধানী হল–
তাঞ্জোর
গঙ্গইকোণ্ড
বাতাপি
পল্লব
Answer: তাঞ্জোর
5. ‘মাদুরাইকোন্ড‘ উপাধি কে গ্রহন করেন ?
প্রথম রাজেন্দ্র চোল
বিজয়ালয়
আদিত্য (১ম)
প্রথম পরান্তক
Answer: প্রথম পরান্তক
6. ‘আরুমোলিবর্মণ‘ নামে কোন চোল রাজা পরিচিত ছিলেন–
বিজয়ালয়
প্রথম রাজেন্দ্র চোল
প্রথম রাজরাজ
আদিত্য (১ম)
Answer: প্রথম রাজরাজ
7. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন ?
প্রথম রাজেন্দ্র চোল
প্রথম রাজরাজ
বিজয়ালয়
আদিত্য (১ম)
Answer: প্রথম রাজরাজ
8. চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
প্রথম রাজেন্দ্র চোল
অপরাজিত
বিজয়ালয়
প্রথম রাজরাজ
Answer: প্রথম রাজেন্দ্র চোল
9. প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠিয়েছিলেন ?
প্রথম রাজরাজ
বিজয়ালয়
প্রথম রাজেন্দ্র চোল
রাজাধিরাজ
Answer: প্রথম রাজেন্দ্র চোল
10. কোন চোল রাজ ‘গঙ্গইকোন্দ’ নামে পরিচিত–
প্রথম আদিত্য
প্রথম রাজেন্দ্র চোল
রাজাধিরাজ
প্রথম পরন্তক
Answer: প্রথম রাজেন্দ্র চোল
11. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ?
রাজাধিরাজ
প্রথম পরন্তক
প্রথম রাজেন্দ্র চোল
রাজ রাজ
Answer: প্রথম রাজেন্দ্র চোল
12. চোলের শাসক যিনি গঙ্গাকে বশীভূত করেছিলেন এবং ‘গঙ্গাইকোন্ড চোলপুরম‘ উপাধি লাভ করেছিলেন–
প্রথম পরন্তক
প্রথম রাজেন্দ্র চোল
রাজাধিরাজ
কুলোতঙ্গা
Answer: প্রথম রাজেন্দ্র চোল
13. ‘গঙ্গাইকোন্ড চোলপুরম‘ কোন নদীর তীরে অবস্থিত–
গঙ্গা
রাভি
ইরাবতী
কাবেরী
Answer: কাবেরী
14. কোন চোল শাসক বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিনত করেন ?
প্রথম রাজেন্দ্র চোল
রাজাধিরাজ চোল
কুলোতঙ্গা
রাজরাজ চোল
Answer: প্রথম রাজেন্দ্র চোল
15. তাঞ্জোর শিলালিপি ও তিরুমালাই শিলালিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় ?
অশোক
প্রথম রাজেন্দ্র চোল
ধর্মপাল
বিজয়ালয়
Answer: প্রথম রাজেন্দ্র চোল