চোল সাম্রাজ্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর | Chola Empire MCQ In Bengali | Part – 1

 চোল রাজ বংশের ইতিহাস প্রশ্ন ও উত্তর 

Chol Dynasty Question Answer In Bengali

Competitive Exam এর জন্য প্রাচীন ভারতের ইতিহাস থেকে চোল বংশের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ Question Answer দেওয়া হলো। Chola Dynasty MCQ Question Answer Part – 1 তে অনেক গুলো গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে দেখে নিতে পারেন। 

Chol Period MCQ In Bengali

1. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন ?

কারিকল

প্রথম নরসিংহ বর্মন

রাজা অপরাজিত পল্লব

তৃতীয় গোবিন্দ

Answer:  কারিকল

 

2. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

কারিকল

বিজয়ালয়

প্রথম রাজেন্দ্র চোল

রাজরাজ চোল

Answer:  বিজয়ালয়

 

3. বিজয়ালয় কোন রাজাদের সামন্ত ছিলেন ?

শুঙ্গ রাজা

পাল রাজা

সেন রাজা

পল্লব রাজা

Answer: পল্লব রাজা

 

4. চোলদের প্রথম রাজধানী হল

তাঞ্জোর

গঙ্গইকোণ্ড

বাতাপি

পল্লব

Answer:  তাঞ্জোর

 

5. ‘মাদুরাইকোন্ডউপাধি কে গ্রহন করেন ?

প্রথম রাজেন্দ্র চোল

বিজয়ালয়

আদিত্য (১ম)

প্রথম পরান্তক

Answer:  প্রথম পরান্তক

 

6. ‘আরুমোলিবর্মণনামে কোন চোল রাজা পরিচিত ছিলেন

বিজয়ালয়

প্রথম রাজেন্দ্র চোল

প্রথম রাজরাজ

আদিত্য (১ম)

Answer:  প্রথম রাজরাজ

 

7. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন ?

প্রথম রাজেন্দ্র চোল

প্রথম রাজরাজ

বিজয়ালয়

আদিত্য (১ম)

Answer:  প্রথম রাজরাজ

 

8. চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

প্রথম রাজেন্দ্র চোল

অপরাজিত

বিজয়ালয়

প্রথম রাজরাজ

Answer:  প্রথম রাজেন্দ্র চোল

 

9. প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠিয়েছিলেন ?

প্রথম রাজরাজ

বিজয়ালয়

প্রথম রাজেন্দ্র চোল

রাজাধিরাজ

Answer:  প্রথম রাজেন্দ্র চোল

 

10. কোন চোল রাজগঙ্গইকোন্দ নামে পরিচিত

প্রথম আদিত্য

প্রথম রাজেন্দ্র চোল

রাজাধিরাজ

প্রথম পরন্তক

Answer:  প্রথম রাজেন্দ্র চোল

 

11. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ?

রাজাধিরাজ

প্রথম পরন্তক

প্রথম রাজেন্দ্র চোল

রাজ রাজ

Answer:  প্রথম রাজেন্দ্র চোল

 

12. চোলের শাসক যিনি গঙ্গাকে বশীভূত করেছিলেন এবংগঙ্গাইকোন্ড চোলপুরমউপাধি লাভ করেছিলেন

প্রথম পরন্তক

প্রথম রাজেন্দ্র চোল

রাজাধিরাজ

কুলোতঙ্গা

Answer:  প্রথম রাজেন্দ্র চোল

 

13. ‘গঙ্গাইকোন্ড চোলপুরমকোন নদীর তীরে অবস্থিত

গঙ্গা

রাভি

ইরাবতী

কাবেরী

Answer:  কাবেরী

 

14. কোন চোল শাসক বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিনত করেন ?

প্রথম রাজেন্দ্র চোল

রাজাধিরাজ চোল

কুলোতঙ্গা

রাজরাজ চোল

Answer:  প্রথম রাজেন্দ্র চোল

 

15. তাঞ্জোর শিলালিপি তিরুমালাই শিলালিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় ?

অশোক

প্রথম রাজেন্দ্র চোল

ধর্মপাল

বিজয়ালয়

Answer:  প্রথম রাজেন্দ্র চোল

👉 Read More

Leave a Comment