জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ১ | Biology MCQ In Bengali

Table of Contents

 Life Science Question Answer In Bengali

Biology MCQ | Life Science | Life Science MCQ For Competitive Exam

   

প্রিয় পাঠক, 

আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন বিষয়ে জিকে প্রশ্নোত্তর, জিকে মক টেস্ট, জিকে পিডিএফ দিয়ে থাকি। আপনাদের প্রস্তুতি আরও সুগম করতে আবনাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর সিরিজ। Biology MCQ Question Answer সিরিজে আপনাদের জন্য নতুন নতুন প্রশ্নোত্তর থাকছে। এই প্রশ্নোত্তর গুলি আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় সাহায্য করবে।  জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

Biology Question Answer Part – 1

 

1. এদের মধ্যে কার খাদ্যনালি থাকে না?

[A] কেঁচো

[B] ব্যাং

[C] ফিতাকৃমি

[D] গােলকৃমি

উত্তর : ফিতাকৃমি

 

2. আরশােলার দৃষ্টি হল

[A] একনেত্রদৃষ্টি

[B] দ্বিনেত্রদৃষ্টি

[C] আন্ট্রাসােনিক

[D] পুঞ্জাক্ষি

উত্তর : পুঞ্জাক্ষি

 

3. কোন্ ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রণের বৃদ্ধিতে সাহায্য করে?

[A] ভিটামিনA

[B] ভিটামিনE

[C] ভিটামিনK

[D] ভিটামিনC

উত্তর : ভিটামিনE

4.খাদ্যেভিটামিনডিএর অভাবে কোন রােগ হয়?

[A] স্কার্ভি

[B] বেরিবেরি

[C] রিকেট

[D] রাতকানা

উত্তর : রিকেট

 

5. কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচনবস্তু হল

[A] অ্যামােনিয়া

[B] ইউরিয়া

[C] ইউরিকঅ্যাসিড

[D] অ্যামিনােঅ্যাসিড

উত্তর : ইউরিয়া

 

6. মানুষের রক্তের pH এর মাত্রা হল ?

[A] 7.40

[B] 6.20

[C] 7.00

[D] 10.00

উত্তর : 7.40

7. পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন্ উদ্ভিদে দেখা যায়?

[A] সুন্দরীগাছ

[B] পদ্ম

[C] বাবলা

[D] ফণীমনসা

উত্তর : ফণীমনসা


8. পর্ণকাণ্ড কীসের রূপান্তর?

[A] কাণ্ড

[B] মূল

[C] পাতা

[D] মৃদগতকাণ্ড

উত্তর : কাণ্ড


9. কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয়?

[A] ভিটামিনA

[B] ভিটামিনD

[C] ভিটামিনE

[D] ভিটামিনC

উত্তর : ভিটামিনC

 

10. লজ্জাবতী পাতার চলন চলন কি প্রকারের ?

[A] নিকটিন্যাস্টি

[B] হাইপেন্যাস্টি

[C] সিমােন্যাস্টি

[D] কেমােন্যান্টি

উত্তর : কেমােন্যান্টি

 

11. ভাইরােলজির জনক কাকে বলা হয় ?

[A] আইভানােওস্কি

[B] বেইজিরিঙ্ক

[C] এডওয়ার্ডজেনার

[D] লুইপাস্তুর

উত্তর : বেইজিরিঙ্ক

 

12. উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয় ?

[A] ফ্লোয়েমএর মাধ্যমে

[B] জাইলেমএর মাধ্যমে

[C] কর্টেক্সএর মাধ্যমে

[D] নালিকাবান্ডিল এর মাধ্যমে

উত্তর : জাইলেমএর মাধ্যমে


13. কোশ পর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবচেয়ে বেশি থাকে, সেটি হল

[A] ফসফোলিপিড

[B] স্টেরয়েড

[C] কোলেস্টেরল

[D] কিউটিন

উত্তর : ফসফোলিপিড

 

14. মাইটোসিস শব্দটি কে প্রবর্তন করেন?

[A] ব্ল্যাকম্যান

[B] জে.বি.ফারমার

[C] . ফ্লেমিং

[D] জে. এফ. এন্ডারসন

উত্তর : . ফ্লেমিং

 

15. তরুণাস্থি কোন কোশ দিয়ে গঠিত ?

[A] তাকিট সাইট

[B] পিনাকোসাইট

[C] কড্রোসাইট

[D] কোনােটিইনয়


উত্তর : কড্রোসাইট


Next..

Leave a Comment