General Knowledge Question and Answer In Bengali
সকল প্রকার জিকে প্রশ্নোত্তর, GK Quiz, GK Mock Test, GK Pdf পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করুন। এই পর্বে আপনাদের জন্য বেশ কয়েকটি GK Question Answer দেওয়া হল।
GK Question Answer In Bengali
১. নিম্নলিখিত কোন দেশ কার্পাস শিল্পে শ্রেষ্ঠ?
(a) জাপান
(b) ভারত
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) মালয়েশিয়া
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
২. কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
(a) প্রথম
(b) তৃতীয়
(c) পঞ্চম
(d) সপ্তম
উত্তর: তৃতীয়
৩. ‘চুক্কার‘ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) লং টেনিস
(b) দাবা
(c) গলফ
(d) পোলো
উত্তর: পোলো
৪. ‘বাংকার‘ শব্দটি কোন খেলার সঙ্গে সংশ্লিষ্ট?
(a) ক্যারাটে
(b)পোলো
(c) গলফ
(d) ব্যাডমিন্টন
উত্তর: গলফ
৫. সিংঘানিয়া ট্রফি কোন খেলার পুরস্কার –এর নাম?
(a) তাস
(b) এয়ার রেসিং
(c) বিলিয়ার্ডস
(d) হকি
উত্তর: তাস
৬. কোন খেলায় ‘ক্যালকাটা কাপ‘ দেওয়া হয়?
(a) টেনিস
(b) ভলিবল
(c) রাগবি
(d) খো খো
উত্তর: রাগবি
৭. নিম্নলিখিত কোন খেলার সঙ্গে ‘ফেডারেশন কাপ‘ সংযুক্ত নয়?
(a) বাস্কেটবল
(b) তীরন্দাজ
(c) কবাডি
(d) ব্যাডমিন্টন
উত্তর: ব্যাডমিন্টন
৮. রাষ্ট্রসঙ্ঘের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়?
(a) ২ বছর
(b) ৩ বছর
(c) ৫ বছর
(d) ১০ বছর
উত্তর: ২ বছর
৯. বাইবেল অনুসারে যীশুখ্রীষ্ট কত খ্রিস্টাব্দে ক্রুশবিদ্ধ হন?
(a) ১৫
(b) ২১
(c) ২৯
(d) ৩৭
উত্তর: ২৯
১০. ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশক লাইন কোনটি?
(a) ম্যাজিনো লাইন
(b) রেডক্লিফ লাইন
(c) রেডফ্লিফ বোয়েদাদ লাইন
(d) সিগপ্রিড লাইন
উত্তর: রেডক্লিফ লাইন
১১. পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা নির্দেশক লাইন কে কি বলে?
(a) ম্যাজিনো লাইন
(b) ডুরাল্ড লাইন
(c) রেডফ্লিফ বোয়েদাদ লাইন
(d) বারলেভ লাইন
উত্তর: ডুরাল্ড লাইন
১২. কোন অঞ্চলকে ‘ভারতের খনিজ ভান্ডার‘ বলা হয়?
(a) ছোটনাগপুর মালভূমি
(b) দাক্ষিণাত্যের মালভূমি
(c) পামির মালভূমি
(d) কোনোটিই নয়
উত্তর: ছোটনাগপুর মালভূমি
১৩. মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়?
(a) ফুসফুস
(b) পাকস্থলী
(c) বৃক্ক
(d) যকৃৎ
উত্তর: যকৃৎ
১৪. অক্সোনিমিটার দিয়ে কি পরিমাপ করা হয়?
(a) উদ্ভিদের বৃদ্ধি
(b) পত্ররন্ধ্র
(c) উষ্ণতা
(d) জলস্রোত
উত্তর: উদ্ভিদের বৃদ্ধি
১৫. রক্তে অবস্থিত নিম্নলিখিত কোন উপাদানটি শ্বাসকার্যের হার নিয়ন্ত্রণ করে?
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) কার্বন ডাইঅক্সাইড
(d) নাইট্রোজেন
উত্তর: কার্বন ডাইঅক্সাইড
১৬. সিগারেটের লাইটারে কোন গ্যাস ভরা হয়?
(a) মিথেন
(b) অক্সি–অ্যাসিটিলিন
(c) বিউটেন
(d) প্রোপেন
উত্তর: বিউটেন
১৭. লিয়েন্ডার পেজ নিম্নলিখিত কার সঙ্গে জুটি তৈরি করে খেলেননি?
(a) মার্টিনা জ্যাম
(b) সানিয়া মির্জা
(c) লিস্ট রেমন্ড
(d) মার্টিনা নাভ্রাতিলোভা
উত্তর: সানিয়া মির্জা
১৮. বিশ্বকাপ ফুটবল কবে শুরু হয়?
(a) ১৯২৮ খ্রিষ্টাব্দ
(b) ১৯৩০ খ্রিষ্টাব্দ
(c) ১৯৩৪ খ্রিষ্টাব্দ
(d) ১৯৩৬ খ্রিষ্টাব্দ
উত্তর: ১৯৩০ খ্রিষ্টাব্দ
১৯. বুনিয়াদি শিক্ষার পাঠক্রম রচনা করে জাকির হোসেন কমিটি, কত খ্রিস্টাব্দে হয়?
(a) ১৯৪৭
(b) ১৯৪৯
(c) ১৯৫০
(d) ১৯৫২
উত্তর: ১৯৪৭
২০. শ্রেণিকক্ষের ‘মনিটর‘ নির্বাচনের সবচেয়ে বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি?
(a) ভোট গ্রহণ
(b) বয়স্কের মাপকাঠি
(c) নামের আদ্যক্ষর
(d) মেধা তালিকা
উত্তর: ভোট গ্রহণ