Jainism MCQ Question Answer
বন্ধুগণ,
এর আগের পর্বে আমরা জৈন ধর্ম ও জৈন ধর্মের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি জৈন ধর্ম ও জৈন ধর্মের ইতিহাসের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল দেখে নিন।
জৈনধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQs History of Jainism)
1.জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন?
(A) ২০ জন
(B)২৩ জন
(C)২৫ জন
(D)২৪ জন
২৪ জন
2.জৈন ধর্মের 24 তম তীর্থঙ্কর কে ছিলেন?
(A) আদিনাথ
(B)মালিনাথ
(C)পার্শ্বনাথ
(D)মহাবীর
মহাবীর
3.জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন
(A) মহাবীর
(B)ঋষভদেব
(C)ভদ্রবাহু
(D)মহাবীর
ঋষভদেব
4.মহাবীর এর প্রতীক কি ছিল ?
(A) সিংহ
(B)হাতি
(C)মাছ
(D)সর্প
সিংহ
5.ঋষভ দেবের প্রতীক কি ছিল ?
(A) সিংহ
(B)হাতি
(C)সাপ
(D)ষাঁড়
ষাঁড়
6.জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয় ?
(A) মালিনাথ
(B) মহাবীর
(C) পার্শ্বনাথ
(D)আদিনাথ
মহাবীর
7.জৈন ধর্মের 23 তম তীর্থঙ্কর কে ছিলেন ?
(A) বাসুদেব
(B)পার্শ্বনাথ
(C)আদিনাথ
(D) মহাবীর
পার্শ্বনাথ
8.মহাবীরের বাবা ও মায়ের নাম কি?
(A) রাহুল ও মহামায়া
(B)শুদ্ধোধন ও মায়াদেবী
(C)সিদ্ধার্থ ও ত্রিশলা
(D)কোনটিই নয়
সিদ্ধার্থ ও ত্রিশলা
9.পার্শ্বনাথ বা পরেশনাথের প্রতীক কি ছিল ?
(A) ফণা তলা সাপ
(B)ষাঁড়
(C)সিংহ
(D)বাঘ
ফণা তলা সাপ
10.মহাবীর কোথায় দেহত্যাগ করেন?
(A) বৈশালী
(B)পাবা
(C)পাটুলিপুত্র
(D)পাটনা
পাবা
11.জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন ?
(A) লোপামুদ্রা
(B)অপালা
(C)মালিনাথ
(D)পার্শ্বনাথ
মালিনাথ
12. জৈন ধর্মে “সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান” এই তিনটিকে একত্রে কি বলা হয় ?
(A) ত্রিশক্তি
(B)ত্রিরত্ন
(C)ত্রিধর্ম
(D)ত্রিসূত্র
ত্রিরত্ন
13.অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র এই চারটি ভাগে কোন শাস্ত্র বিভক্ত ?
(A) হিন্দু
(B)জৈন
(C)বৌদ্ধ
(D) ১৭৯৫
জৈন
14.কল্পসূত্র কী ?
(A) জৈন গ্রন্থ
(B)হিন্দু গ্রন্থ
(C)পার্শী গ্রন্থ
(D)বৌদ্ধ গ্রন্থ
জৈন গ্রন্থ
15.জৈনদের দুটি সম্প্রদায়ের নাম কি ?
(A) দিগম্বর ও শ্বেতাম্বর
(B)দিগম্বর ও পীতাম্বর
(C)পীতাম্বর ও শ্বেতাম্বর
(D)কোনোটাই নয়
দিগম্বর ও শ্বেতাম্বর
16.মহাবীর 540 খ্রীঃ পূর্বাব্দে কোথায় জন্মগ্রহণ করেন ?
(A) তক্ষশীলা
(B)পাটলিপুত্র
(C)পাভাপুরীতে
(D)বিহারের বৈশালী নগরের কুন্ডগ্রামে
বিহারের বৈশালী নগরের কুন্ডগ্রামে
17.জৈন সাহিত্য কোন ভাষায় লেখা ?
(A) অর্ধ মাগধী বা প্রাকৃত
(B)অর্ধ প্রাকৃত
(C)সৌরসেনী
(D)মাগধী
অর্ধ মাগধী বা প্রাকৃত
18.মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ?
(A) গোসাল
(B)ঋষভ
(C)পার্শ্বনাথ
(D)গৌতম
গোসাল
19.জৈন ধর্ম কত সালে বিস্তার লাভ করে ?
(A) খ্রীঃ পূঃ সপ্তম শতকে
(B)খ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে
(C)খ্রীঃ পূঃ অষ্টম শতকে
(D)খ্রীঃ পূঃ পঞ্চম শতকে
যখ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে✔
20.জৈন ধর্মে ধর্ম গুরুদের কি বলা হয়?
(A) সাধক
(B)সঙ্গ
(C)তীর্থঙ্কর
(D)গুরু
তীর্থঙ্কর