তড়িৎ ও তড়িৎ প্রবাহী জিকে প্রশ্নোত্তর | Physical Science Question Answer

Table of Contents

 Electricity – Physics MCQ GK In Bengali

Physics GK
Physics GK for Competitive Exam

   

বন্ধুরা, 

এই পর্বে আপনাদের জন্য ভৌত বিজ্ঞানের উপর থেকে তড়িৎ ও তড়িৎ প্রবাহ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে এসেছি। Physic এর এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তাই এই পর্বে দেওয়া Physics MCQ GK Question Answer গুলি আপনাদের Exam এ সাহায্য করবে। 

  

Physics GK Question Answer In Bengali 

1➤ নিম্নলিখিত কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের উপর নির্ভর করে না?

ⓐ বৈদ্যুতিক পাখা
ⓑ টেলিফোন যন্ত্র
ⓒ কার্বন মাইক্রোফোন
ⓓ ডায়নামো

➤ ডায়নামো


2➤ রোধাঙ্ক- এর ব্যবহারিক একক কি?

ⓐ ওহম
ⓑ ওহমসেমি
ⓒ বোল্ট অ্যাম্পিয়ার
ⓓ এর কোন একক নেই

➤ ওহমসেমি


3➤ আর্থ তারের রোধ কেমন?

ⓐ কম
ⓑ বেশি
ⓒ শূন্য
ⓓ মাপ যোগ্য নয়

➤ কম


4➤ বৈদ্যুতিক বর্তনীতে ধারক ব্যবহার করা হয়?

ⓐ বিভব বৃদ্ধির জন্য
ⓑ বিভব হ্রাসের জন্য
ⓒ বৈদ্যুতিক আধান সঞ্জয়ের জন্য
ⓓ বৈদ্যুতিক আধান তৈরীর জন্য

➤ বৈদ্যুতিক আধান সঞ্জয়ের জন্য


5➤ যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাকে বলা হয়-

ⓐ তড়িৎ কোষ
ⓑ ট্রান্সফর্মার
ⓒ ডায়নামো
ⓓ বৈদ্যুতিক মোটর

➤ ডায়নামো


6➤ একই দৈর্ঘ্যের একটি সরু ও মোটা তারের মধ্যে কোনটির রোধ বেশি?

ⓐ সমান
ⓑ সরু তারের
ⓒ মোটা তারের
ⓓ সঠিক বলা যায় না

➤ সরু তারের


7➤ তড়িৎশক্তির একক কি?

ⓐ ওয়াট
ⓑ ওয়াট -ঘন্টা
ⓒ ভোল্ট
ⓓ অ্যাম্পিয়ার

➤ ওয়াট -ঘন্টা


8➤ কোন পরিবাহীর বিভব একটি-

ⓐ তাপীয় অবস্থা
ⓑ চুম্বকীয় অবস্থা
ⓒ তড়িৎচুম্বকীয়
ⓓ তড়িৎ অবস্থা

➤ তড়িৎ অবস্থা


9➤ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ এর-

ⓐ সুপরিবাহী
ⓑ কুপরিবাহী
ⓒ অপরিবাহী
ⓓ অবিশ্লেষ্য

➤ সুপরিবাহী


10➤ সমান্তরাল সমবায়ে তুল্যরোধের মান সমবায়ের সর্বনিম্ন মানের রোধ অপেক্ষা-

ⓐ কম
ⓑ বেশি
ⓒ সমান
ⓓ সঠিক বলা যায় না

➤ কম



11➤ মুক্ত ইলেকট্রন গুলিকে একমুখী করে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে-

ⓐ তড়িৎচুম্বকীয় তরঙ্গ
ⓑ তড়িৎযোজী বন্ধন
ⓒ তড়িৎচালক বল
ⓓ সমযোজী বন্ধন

➤ তড়িৎচালক বল


12➤ SI পদ্ধতিতে প্রবাহমাত্রার একক হল-

ⓐ কুলম্ব
ⓑ জুল
ⓒ ওয়াট
ⓓ অ্যাম্পিয়ার

➤ অ্যাম্পিয়ার


13➤ রোধ-বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ হলে পরিবাহী তাপমাত্রা –

ⓐ কমে
ⓑ একই থাকে
ⓒ বাড়ে
ⓓ সঠিক বলা যায় না

➤ বাড়ে


14➤ তড়িৎকোষে কোন শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়?

ⓐ স্থিতিশক্তি
ⓑ রাসায়নিক শক্তি
ⓒ গতিশক্তি
ⓓ চৌম্বক শক্তি

➤ রাসায়নিক শক্তি


15➤ তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়?

ⓐ ফ্লেমিং -এর বামহস্ত সূত্র
ⓑ চার্লস
ⓒ বয়েল
ⓓ জুলের সূত্র

➤ ফ্লেমিং -এর বামহস্ত সূত্র


Leave a Comment