Indian Economy GK Question Answer In Bengali
Indian Economy – Five Year Plan Question Answer – এই পর্বে ভারতের অর্থনীতির উপর থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনার বেশ কিছু জিকে প্রশ্নোত্তর দেওয়া হল। Economics এর এই GK Question Answer গুলি Competitive Exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি অর্থনীতির এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে।
Five Year Plan GK Question Answer In Bengali
1➤ নিচের কোনটির ক্ষেত্রে কর ছাড় মঞ্জুর হয় না?
ⓑ ইন্দিরা বিকাশ পত্র
ⓒ জাতীয় সঞ্চয় প্রকল্প
ⓓ জনগণের ভবিষ্যৎ নিধি
2➤ অ্যাডহক ট্রেজারি বিল ব্যবস্থা কত সালে বিলুপ্ত করা হয়?
ⓑ 31 মার্চ, 1996
ⓒ 1 এপ্রিল, 1992
ⓓ 1 এপ্রিল, 1995
3➤ সেবি (SEBI) গঠিত হয় কত সালে?
ⓑ 1992
ⓒ 1988
ⓓ 1990
4➤ অ্যাডহক ট্রেজারি বিলের পরিবর্তে ওয়েস এবং মিনস অ্যাডভান্স ব্যবস্থা চালু হয় কত সালে?
ⓑ 1 এপ্রিল, 1998
ⓒ 1 এপ্রিল, 1997
ⓓ 1 এপ্রিল, 1996
5➤ বিশ্ব অর্থনৈতিক ফোরামের দ্বারা প্রকাশিত অর্থনৈতিক উন্নয়নের প্রতিবেদনে ভারতের স্থান হল-
ⓑ 31 তম
ⓒ 33 তম
ⓓ 36 তম
6➤ মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রক কোন দিনটিকে বালিকা দিবস হিসেবে ঘোষণা করেছে?
ⓑ 9 জুলাই
ⓒ 9 অক্টোবর
ⓓ 9 ডিসেম্বর
7➤ ইন্টারনেট গভর্মেন্ট ফোরাম অনুযায়ী ভারত পৃথিবীর ___বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী দেশ?
ⓑ চতুর্থ
ⓒ ষষ্ঠ
ⓓ দশম
8➤ শহরের গরিবদের গৃহনির্মাণের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ দানের উপর সরকার সুদের উপর কত শতাংশ ভর্তুকি মঞ্জুর করেছে একাদশতম পরিকল্পনায়?
ⓑ 7.5%
ⓒ 10%
ⓓ 12.5%
9➤ একাদশতম পরিকল্পনায় দেশজ খনিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে?
ⓑ 33%
ⓒ 29%
ⓓ 26%
10➤ গ্রামের মহিলারা মহিলা সমৃদ্ধি যোজনার সুবিধা পাবে যদি তারা একাউন্ট খোলে-
ⓑ বাণিজ্যিক ব্যাংকে
ⓒ গ্রামীন বিকাশ ব্যাংকে
ⓓ সবগুলির যে-কোন একটিতে
11➤ যে হারে ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ককে টাকা ধার দেয় বা জমা দেয় তাকে বলে-
ⓑ রেপোরেট
ⓒ সুদের হার
ⓓ ব্যাঙ্ক রেট
12➤ অর্থনৈতিক পরিকল্পনা আছে ____ তালিকা
ⓑ রাজ্য
ⓒ যুগ্ম
ⓓ কোন তালিকায় নেই
13➤ মধ্যবর্তী বাণিজ্য বলতে বোঝায়?
ⓑ ঘোড়দৌড়
ⓒ কর
ⓓ সরকারি ব্যয়
14➤ জাতীয় আয়- এর সবচেয়ে বড় উৎস হল-
ⓑ কৃষি
ⓒ শিল্প
ⓓ বাণিজ্য
15➤ কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম?
ⓑ গুজরাট
ⓒ কেরল
ⓓ গোয়া
16➤ ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফান্ড গঠিত হয়-
ⓑ 1997
ⓒ 1995
ⓓ 1992
17➤ সরকার অর্থনৈতিক মন্দার প্রভাব কমাতে ফিসক্যাল প্যাকেজে সেন ভ্যাট এর হার 14% থেকে কমিয়ে করেছে-
ⓑ 10%
ⓒ 8%
ⓓ 6%
18➤ ” Pure Banking, Nothing Else “- কোন ব্যাঙ্কের স্লোগান
ⓑ HDFC
ⓒ SBI
ⓓ UTI
19➤ ভারতের কোন রাজ্য কেন্দ্রীয় সরকারের পথে পাঁচ দিনে সপ্তাহ ধারণা গ্রহণ করেছে?
ⓑ রাজস্থান
ⓒ তামিলনাড়ু
ⓓ কেরল
20➤ পানিপথ তৈল শোধনাগার গড়ে উঠেছে ____ এর দ্বারা
ⓑ বেসরকারি ক্ষেত্র
ⓒ জয়েন্ট ক্ষেত্র
ⓓ সমবায় ক্ষেত্র