পদার্থ বিজ্ঞান GK MCQ In Bengali Part 3 | Physics GK MCQ

Table of Contents

 Physical Science GK MCQ Question Answer

gkghor.in
Physical Science GK MCQ In Bengali

    

পদার্থ বিজ্ঞানের প্রশ্নোত্তর পর্ব ৩ নিচে দেওয়া হল। আপনাদের আসন্ন Competitive Exam – WBCS, PSC, UPSC, WBP, RRB RAIL, Group D, SSC, ICDS, ইত্যাদি পরীক্ষায় অনেক টা সাহায্য করবে।

Physics GK MCQ In Bengali Part – 3

   . কোন পদ্ধতিতে কোন বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাচ অব্দি তাপ পৌঁছায়?

 

(A) পরিবহন 

(B) পরিচলন 

(C) বিকিরণ 

(D) তাপশূন্য মাধ্যম দিয়ে যায় না

 

উত্তর: বিকিরণ

 

. গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পড়লে আরাম লাগে

 

(A) এরা শরীরের ঘাম বেশি নির্গত করে

(B) হালকা রঙ তাপের ভালো বিচ্ছুরক 

(C) হালকা রঙ তাপের ভালো শোষক

(D) এরা ভালো ঘাম শোষক

 

উত্তর: হালকা রঙ তাপের ভালো বিচ্ছুরক

 

. একটি ধাতব টেবিলের ওপর রাখা গরম কফির কোন পদ্ধতিতে তাপ বর্জন করে?

 

 (A) পরিবহন বিকিরণ 

(B) পরিবহন পরিচালন

(C) পরিচলন বিকিরণ 

(D) পরিবহন,পরিচলন বিকিরণ

 

উত্তর: পরিবহন,পরিচলন বিকিরণ

 

. একটি কাপে রাখা চা 90°C থেকে নামতে 1 মিনিট লাগে। এই চা70°C  থেকে 60°C- নামতে সময় নেবে

 

(A) প্রায় এক মিনিটেরকম সময়

(B) এক মিনিট

(C) প্রায় এক মিনিট 

(D) এক মিনিটের বেশি

 

উত্তর: এক মিনিটেরবেশি

 

. থার্মোফ্লাক্স গরম বা ঠাণ্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে কারণ

 

(A) এর দুটি দেওয়ালের মধ্যে বায়ুর উপস্থিতি যা কিনা তাপের কুপরিবাহী

(B) দেওয়ালের মধ্যে সিলভারের প্রলেপ  

(C) দুটি দেওয়ালের মধ্যে শূন্য মাধ্যমের উপস্থিতি

 (D) (b) (c) এর মিলিত প্রভাব

 

উত্তর:  (b) (c) এর মিলিত প্রভাব

 

.গরমের সময়ে আমরা পাখার তলায় আরাম বোধ করি কারণ

 

(A) আমাদের ঠান্ডা হওয়া প্রবাহ দেয়

(B) বায়ু চলাচলের গতি বাড়ায়, যার ফলে ঘাম বাষ্পায়িত হওয়ার গতি বাড়ায়

(C) পরিচালন প্রবাহ সৃষ্টি করে 

(D) বাতাস তৈরি করে যার ফলে শরীর থেকে তাপ হয়ে প্রবাহিত হয়

 

উত্তর: বায়ু চলাচলের গতি বাড়ায়, যার ফলে ঘাম বাষ্পায়িত হওয়ার গতি বাড়ায়

 

. ঘাম সবচেয়ে বেশি হয়, যখন

 

(A) বায়ু শুষ্ক থাকে উষ্ণতা বেশি হয় 

(B) বায়ু আর্দ্র হয় উষ্ণতা বেশি থাকে

(C)বায়ু আর্দ্র উষ্ণতা কম 

(D) বায়ু শুষ্ক উষ্ণতা কম

 

উত্তর: বায়ু আর্দ্র হয় উষ্ণতা বেশি থাকে

 

. সমুদ্রেস্নান করার পর ঠাণ্ডা লাগে, কারণ

(A) সমুদ্রের নোনা জল স্পর্শ 

(B) শরীর থেকে জল বাস্পায়িত হওয়ার সময় লীন তাপ গ্রহণ করে 

(C) স্থলভাগ  সমুদ্রেরজলের তাপমাত্রার পার্থক্য 

(D) কোনোটিই নয়

 

উত্তর: শরীর থেকে জল বাস্পায়িত হওয়ার

সময় লীন তাপ গ্রহণ করে 

 

. বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা

 

(A) উষ্ণতার প্রভাব মুক্ত

(B) উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায় 

(C) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়

(D) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয়

 

উত্তর: উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায় 

 

১০. হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা কী মাপা হয়?

 

(A) তরলের আপেক্ষিক ঘনত্ব 

(B) দুধের বিশুদ্ধতা 

(C) আপেক্ষিক আর্দ্রতা 

(D) বায়ুমন্ডলের চাপ

 

উত্তর: তরলের আপেক্ষিক ঘনত্ব

 

১১. জলের স্ফুটনাঙ্ক

 

(A)সবসময় 100°C

(B) বায়ুমন্ডলের চাপের উপর নির্ভর করে

(C) পাত্রের উপাদানের উপর নির্ভর করে

(D) আপেক্ষিক আদ্রতার উপর নির্ভর করে

 

উত্তর::বায়ুমন্ডলের চাপের উপর নির্ভর করে

 

১২. ইউরোপ করে ঢাকনা কাঁচের তৈরি করা হয় কারণ

 

(A)কাচের মধ্য দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায়,কিন্তু তা বিকিরিত হয়ে বাইরে আসতে পারে না 

 

(B)কাচের মধ্য দিয়ে কি খাদ্য রান্না হচ্ছে দেখা যায়

(C)  কারণ কাচ বিকিরিত তাপ গ্রহণ করে না, ফলে সে ক্ষেত্রে শক্তির ক্ষয় হয়না

(D) কারণ কাজ তাপের সুপরিবাহী এবং সস্তা

 

উত্তর: কাচের মধ্য দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায়,কিন্তু তা বিকিরিতহয়ে বাইরে আসতে পারে না 

 

১৩. বটমলীর পরীক্ষায় ঘরের উষ্ণতা 5°C  হলে পরীক্ষা টি সফল হবে কি?

 

(A) না, হবে না

(B) হ্যাঁ,হবে 

(C) উষ্ণতার উপর নির্ভর করে না

(D) কোনোটিই নয়

 

উত্তর: হ্যাঁ,হবে

 

১৪. জলকে কিভাবে 100°C- এর কম উষ্ণতায়ফোটানো সম্ভব

 

(A) জলের উপরের চাপ বাড়িয়ে

(B) বায়ুশূন্য স্থানে 

(C) জলের উপরের চাপ কমিয়ে 

(D) রাসায়নিক পদার্থ যোগ করে 

উত্তর: জলের উপরের চাপ কমিয়ে

 

১৫. বিশুদ্ধ জল লবণ জল এদের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি?

 

(A) দুটি সমান 

(B) নির্দিষ্ট করে বলা যায় না

(C) লবণ জল 

(D) বিশুদ্ধ জল

 

উত্তর:  লবণ জল 

 

১৬একেবারে শূন্যস্থানে তরলের স্ফুটনাঙ্ক কি হবে?

 

(A) বাড়বে

(B) কমবে 

(C) একেবারে শূন্যস্থানে তরল যেকোনো উষ্ণতাতেই ফুটতে থাকে

(D) কোনোটিই নয়

 

উত্তর: একেবারে শূন্যস্থানে তরল যেকোনো উষ্ণতাতেই ফুটতে থাকে

 

১৭.খনিগর্ভেজলের স্ফুটনাঙ্ক কেমন হয়?

 

(A) বাড়ে 

(B) কমে

(C)  একই থাকে

 

 Ans : ?


১৮. ফুটন্ত জলের ছেঁকা লাগার তুলনায় বাস্পের ছেঁকা বেশী বিপদজনক কারণ

 

(A)বাতাস চামড়ার ভিতরে ঢুকে যায়

(B) বাষ্পের উষ্ণতা বেশি হয় 

(C) ফুটন্ত জলের তুলনায় বাস্পে বেশি তাপ থাকে 

(D) বাষ্পের চাপ বেশি হয়

 

উত্তর: ফুটন্ত জলের তুলনায় বাস্পে বেশি তাপ থাকে

 

১৯. হিমমিশ্রের উষ্ণতা কত?

 

(A) -10°C

(B) -23°C

(C) -1°C

(D) -0°C

 

উত্তর: -23°C

 

২০. অপদ্রব্য মেশানো হলে পদার্থের গলনাঙ্ক

 

(A) একই থাকে 

(B) বেড়ে যায় 

(C) কমে যায় 

(D) কোনটাই নয়

 

উত্তর: কমে যায়




Previous..                        Next..             

Leave a Comment