Later Mauryan Age and Pre-Gupta Age
Post Mauryan Period and Pre-Gupta Period MCQ
1➤ কোন বংশ মৌর্য সাম্রাজ্যের পতনের পরই মগধের শাসন ক্ষমতা অধিকার করেছিলো ?
ⓑ সুঙ্গ
ⓒ নন্দ
ⓓ নন্দ
2➤ শুঙ্গরাজ বংশের প্রতিষ্ঠাতা হলেন-
ⓑ অগ্নিমিত্র
ⓒ দেবভূতি
ⓓ বাসুদেব
3➤ হাতিগুম্ফা শিলালেখ থেকে কোন রাজার পরিছ্য় পাওয়া যায় ?
ⓑ বাসুদেব
ⓒ বিন্দুসার
ⓓ খারবেল
4➤ কলিঙ্গ রাজ খারবেল কোন ধর্ম গ্রহন করেন ?
ⓑ বৌদ্ধ ধর্ম
ⓒ জৈন ধর্ম
ⓓ হিন্দু ধর্ম
5➤ অন্ধ্রভৃত্য এবং অন্ধ্রজাতীয় কোন রাজবংশের অপ্র নাম ?
ⓑ সাতবাহন বংশ
ⓒ চোল বংশ
ⓓ চের বংশ
6➤ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন-
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ পুলুমায়ী
ⓓ গৌতমীপুত্র সাতকর্নী
7➤ সাতবাহন শাসকদের রাজধানী হল-
ⓑ বৈশালী
ⓒ পৈথান বা প্রতিষ্ঠান
ⓓ মগধ
8➤ শিমুকের পর সাতবাহন সিংহাসনে বসেন-
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ গৌতমীপুত্র সাতকর্নী
ⓓ পুলুমায়ী
9➤ ‘দক্ষিণাপতি অপ্রতিহতচক্র’- এটি কার উপাধি ?
ⓑ গৌতমীপুত্র সাতকর্নী
ⓒ পুলুমায়ী
ⓓ প্রথম সাতকর্নী
10➤ সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক হলেন-
ⓑ রাজা কৃষ্ণ
ⓒ গৌতমীপুত্র সাতকর্নী
ⓓ শিমুক
11➤ অমরাবতী স্তুপ কে নির্মাণ করেন ?
ⓑ রাজা কৃষ্ণ
ⓒ প্রথম সাতকর্নী
ⓓ পুলুমায়ী
12➤ ‘একব্রাহ্মন’, ‘শক-যবন-পল্লব-নিসূদন’- এগুলি কার উপাধি ?
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ গৌতমীপুত্র সাতকর্নী
ⓓ শিমুক
13➤ নাসিক প্রশস্তি কে রচনা করেন ?
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ গৌতমি বলশ্রী
ⓓ শিমুক
14➤ নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত হয়েছে ?
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ গৌতমীপুত্র সাতকর্নী
ⓓ পুলুমায়ী
15➤ নাসিক প্রশস্তিতে কাকে ‘তিন সমুদ্রের সম্রাট’ বলা হয়েছে-
ⓑ বিন্দুসার
ⓒ অশোক
ⓓ প্রথম সাতকর্নী
16➤ “গাঁথা সপ্তসতী” গ্রন্থটি কার লেখা ?
ⓑ গুণাঢ্য
ⓒ রাজা হল
ⓓ বিন্দুসার
17➤ “বৃহৎকথা”গ্রন্থটি কার লেখা ?
ⓑ গুণাঢ্য
ⓒ সন্ধ্যাকর নন্দী
ⓓ কালিদাস
18➤ সাতবাহন বংশের শেষ সম্রাট হলেন-
ⓑ চতুর্থ পুলুমায়ী
ⓒ রাজা হল
ⓓ শিমুক
19➤ সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি ?
ⓑ কান্ডালা
ⓒ সোপারা
ⓓ কালিকট
20➤ ব্যাকট্রিয় গ্রিকদের রাজধানী হল-
ⓑ পৈথান
ⓒ পৈথান
ⓓ বৈশালী