পরবর্তী মৌর্য যুগ ও পূর্ব গুপ্তযুগের ইতিহাস MCQ প্রশ্নোত্তর

Table of Contents

 Later Mauryan Age and Pre-Gupta Age 

Ancient Indian History MCQ In Bengali | Post Mauryan Period MCQ

 

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্নোত্তর : আমরা আপনাদের পরীক্ষা গুলির সফলতার জন্য ইতিহাসের উপর থেকে Chapter wise Question Answer সিরিজ শুরু করেছি। এই পর্বে আপনাদের জন্য থাকছে বেশ কিছু Ancient Indian History এর উপর থেকে MCQ Question Answer. Post Mauryan Age এই Question Answer গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। 
                               

Post Mauryan Period and Pre-Gupta Period MCQ



1➤ কোন বংশ মৌর্য সাম্রাজ্যের পতনের পরই মগধের শাসন ক্ষমতা অধিকার করেছিলো ?

ⓐ সাতবাহন
ⓑ সুঙ্গ
ⓒ নন্দ
ⓓ নন্দ

➤ সুঙ্গ


2➤ শুঙ্গরাজ বংশের প্রতিষ্ঠাতা হলেন-

ⓐ পুষ্যমিত্র
ⓑ অগ্নিমিত্র
ⓒ দেবভূতি
ⓓ বাসুদেব

➤ পুষ্যমিত্র


3➤ হাতিগুম্ফা শিলালেখ থেকে কোন রাজার পরিছ্য় পাওয়া যায় ?

ⓐ অশোক
ⓑ বাসুদেব
ⓒ বিন্দুসার
ⓓ খারবেল

➤ খারবেল


4➤ কলিঙ্গ রাজ খারবেল কোন ধর্ম গ্রহন করেন ?

ⓐ শৈব ধর্ম
ⓑ বৌদ্ধ ধর্ম
ⓒ জৈন ধর্ম
ⓓ হিন্দু ধর্ম

➤ জৈন ধর্ম


5➤ অন্ধ্রভৃত্য এবং অন্ধ্রজাতীয় কোন রাজবংশের অপ্র নাম ?

ⓐ চেদি বংশ
ⓑ সাতবাহন বংশ
ⓒ চোল বংশ
ⓓ চের বংশ

➤ সাতবাহন বংশ


6➤ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন-

ⓐ শিমুক
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ পুলুমায়ী
ⓓ গৌতমীপুত্র সাতকর্নী

➤ শিমুক


7➤ সাতবাহন শাসকদের রাজধানী হল-

ⓐ কলিঙ্গ
ⓑ বৈশালী
ⓒ পৈথান বা প্রতিষ্ঠান
ⓓ মগধ

➤ পৈথান বা প্রতিষ্ঠান


8➤ শিমুকের পর সাতবাহন সিংহাসনে বসেন-

ⓐ রাজা কৃষ্ণ
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ গৌতমীপুত্র সাতকর্নী
ⓓ পুলুমায়ী

➤ রাজা কৃষ্ণ


9➤ ‘দক্ষিণাপতি অপ্রতিহতচক্র’- এটি কার উপাধি ?

ⓐ রাজা কৃষ্ণ
ⓑ গৌতমীপুত্র সাতকর্নী
ⓒ পুলুমায়ী
ⓓ প্রথম সাতকর্নী

➤ গৌতমীপুত্র সাতকর্নী



10➤ সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক হলেন-

ⓐ প্রথম সাতকর্নী
ⓑ রাজা কৃষ্ণ
ⓒ গৌতমীপুত্র সাতকর্নী
ⓓ শিমুক

➤ গৌতমীপুত্র সাতকর্নী


11➤ অমরাবতী স্তুপ কে নির্মাণ করেন ?

ⓐ গৌতমীপুত্র সাতকর্নী
ⓑ রাজা কৃষ্ণ
ⓒ প্রথম সাতকর্নী
ⓓ পুলুমায়ী

➤ পুলুমায়ী


12➤ ‘একব্রাহ্মন’, ‘শক-যবন-পল্লব-নিসূদন’- এগুলি কার উপাধি ?

ⓐ বিন্দুসার
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ গৌতমীপুত্র সাতকর্নী
ⓓ শিমুক

➤ গৌতমীপুত্র সাতকর্নী


13➤ নাসিক প্রশস্তি কে রচনা করেন ?

ⓐ গৌতমীপুত্র সাতকর্নী
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ গৌতমি বলশ্রী
ⓓ শিমুক

➤ গৌতমি বলশ্রী


14➤ নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত হয়েছে ?

ⓐ গৌতমি বলশ্রী
ⓑ প্রথম সাতকর্নী
ⓒ গৌতমীপুত্র সাতকর্নী
ⓓ পুলুমায়ী

➤ গৌতমীপুত্র সাতকর্নী


15➤ নাসিক প্রশস্তিতে কাকে ‘তিন সমুদ্রের সম্রাট’ বলা হয়েছে-

ⓐ গৌতমীপুত্র সাতকর্নী
ⓑ বিন্দুসার
ⓒ অশোক
ⓓ প্রথম সাতকর্নী

➤ গৌতমীপুত্র সাতকর্নী


16➤ “গাঁথা সপ্তসতী” গ্রন্থটি কার লেখা ?

ⓐ প্রথম সাতকর্নী
ⓑ গুণাঢ্য
ⓒ রাজা হল
ⓓ বিন্দুসার

➤ রাজা হল


17➤ “বৃহৎকথা”গ্রন্থটি কার লেখা ?

ⓐ রাজা হল
ⓑ গুণাঢ্য
ⓒ সন্ধ্যাকর নন্দী
ⓓ কালিদাস

➤ গুণাঢ্য


18➤ সাতবাহন বংশের শেষ সম্রাট হলেন-

ⓐ পুলুমায়ী
ⓑ চতুর্থ পুলুমায়ী
ⓒ রাজা হল
ⓓ শিমুক

➤ চতুর্থ পুলুমায়ী


19➤ সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি ?

ⓐ তাম্রলিপ্ত
ⓑ কান্ডালা
ⓒ সোপারা
ⓓ কালিকট

➤ সোপারা


20➤ ব্যাকট্রিয় গ্রিকদের রাজধানী হল-

ⓐ কলিঙ্গ
ⓑ পৈথান
ⓒ পৈথান
ⓓ বৈশালী

➤ পৈথান

Leave a Comment