Post Mauryan Period and Pre-Gupta Period MCQ In Bengali
1➤ ব্যাকট্রিয় গ্রিকরা কি নামে পরিচিত ছিল-
ⓑ শক
ⓒ কুশান
ⓓ চের
2➤ প্রথম ব্যাকট্রিয় গ্রিক রাজা যিনি ভারত আক্রমণ করেন-
ⓑ ডিমেট্রিয়াস
ⓒ কনফুসিয়াস
ⓓ ম্যাসকট
3➤ মিনান্দার কার নিকট বৌদ্ধ ধর্ম গ্রহন করেন-
ⓑ সায়ম্ব
ⓒ নাগসেন
ⓓ বুদ্ধদেব
4➤ ‘মিলিন্দপানহো’- গ্রন্থটির রচয়িতা হলেন-
ⓑ মিনান্দার
ⓒ বসুমিত্র
ⓓ হেলিওডোরাস
5➤ সর্বপ্রথম সোনার মুদ্রা প্রচলন করেন-
ⓑ শক’রা
ⓒ ব্যাকট্রিয় গ্রিকরা
ⓓ মৌর্যগন
6➤ ৫৭ খ্রিঃ পূঃ কে ‘বিক্রম সম্বাত’ ক্যালেন্ডার চালু করেন ?
ⓑ বিক্রমাদিত্য
ⓒ কনিস্ক
ⓓ নাগসেন
7➤ বৃহৎ সংস্কৃত শিলিলিপি ‘জুনাগর শিলালিপি’ থেকে কোন রাজার পরিচয় পাওয়া যায়-
ⓑ বিক্রমাদিত্য
ⓒ রুদ্রদামন
ⓓ তৃতীয় রুদ্রসিংহ
8➤ কে কাথিয়াবাড়ে সুদর্শন হ্রদ পুনঃনির্মাণ করেন-
ⓑ তৃতীয় রুদ্রসিংহ
ⓒ বিক্রমাদিত্য
ⓓ মানসিংহ
9➤ পার্থিয়ান/পল্লবরা কোথা থেকে ভারতে আসেন ?
ⓑ জাপান
ⓒ ইরান
ⓓ মিশর
10➤ গান্ধার শিল্পের পৃষ্ঠপোষক হলেন-
ⓑ কুশানরা
ⓒ শক’রা
ⓓ পল্লবরা
11➤ গান্ধার শিল্পরীতি হল- ‘গ্রীক, রোমান ও ভারতীয় শিল্পের সমন্বয়’ একথা কে বলেছেন ?
ⓑ রমেশ চন্দ্র মজুমদার
ⓒ দয়ারাম সাহানি
ⓓ ডি. ডি. কোশাম্বী
12➤ কুষান রা কোন জাতির শাখা ?
ⓑ শক
ⓒ আন্সি
ⓓ ইউ-চি
13➤ কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
ⓑ কুজুল কদফিসেস
ⓒ গৌতমি বলশ্রী
ⓓ কণিষ্ক
14➤ কণিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন-
ⓑ বৌদ্ধ ধর্ম
ⓒ শৈব ধর্ম
ⓓ বইদিক ধর্ম
15➤ শকাব্দ কে প্রবর্তন করেন ?
ⓑ ভদ্রবাহু
ⓒ কণিষ্ক
ⓓ চরক
16➤ কনিষ্ক কবে শকাব্দ প্রবর্তন করেন ?
ⓑ ৭২ খ্রিষ্টাব্দ
ⓒ ৭৬ খ্রিষ্টাব্দ
ⓓ ৭৮ খ্রিষ্টাব্দ
17➤ চরক কোন সম্রাটের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ?
ⓑ নাগানন্দ
ⓒ কনিষ্ক
ⓓ কোনটিই নয়
18➤ ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ?
ⓑ কনিস্ক
ⓒ ভীমা
ⓓ রুদ্রদমন
19➤ ভিনসেন্ট স্মিথ কাকে ‘দ্বিতীয় আকবর’ বলে অভিহিত করেছেন-
ⓑ অশোক
ⓒ মিনান্দার
ⓓ বিন্দুসার
20➤ কার সময়কালে বৌদ্ধরা হীনযান ও মহাযান দুটি ভাগে ভগ হয়ে যায়-
ⓑ অশোক
ⓒ কালাশোক
ⓓ কণিষ্ক