পরবর্তী মৌর্য যুগ ও পূর্ব গুপ্তযুগের ইতিহাস MCQ Question Answer | Part 2

Later Mauryan Period MCQ | History GK 

 

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্নোত্তর : আমরা আপনাদের পরীক্ষা গুলির সফলতার জন্য ইতিহাসের উপর থেকে Chapter wise Question Answer সিরিজ শুরু করেছি। এই পর্বে আপনাদের জন্য থাকছে বেশ কিছু Ancient Indian History এর উপর থেকে MCQ Question Answer. Post Mauryan Age এই Question Answer গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে।

Post Mauryan Period and Pre-Gupta Period MCQ In Bengali

1➤ ব্যাকট্রিয় গ্রিকরা কি নামে পরিচিত ছিল-

ⓐ যবন
ⓑ শক
ⓒ কুশান
ⓓ চের

➤ যবন


2➤ প্রথম ব্যাকট্রিয় গ্রিক রাজা যিনি ভারত আক্রমণ করেন-

ⓐ মিনান্দার
ⓑ ডিমেট্রিয়াস
ⓒ কনফুসিয়াস
ⓓ ম্যাসকট

➤ ডিমেট্রিয়াস


3➤ মিনান্দার কার নিকট বৌদ্ধ ধর্ম গ্রহন করেন-

ⓐ ভদ্রবাহু
ⓑ সায়ম্ব
ⓒ নাগসেন
ⓓ বুদ্ধদেব

➤ নাগসেন


4➤ ‘মিলিন্দপানহো’- গ্রন্থটির রচয়িতা হলেন-

ⓐ নাগসেন
ⓑ মিনান্দার
ⓒ বসুমিত্র
ⓓ হেলিওডোরাস

➤ নাগসেন


5➤ সর্বপ্রথম সোনার মুদ্রা প্রচলন করেন-

ⓐ কুশানরা
ⓑ শক’রা
ⓒ ব্যাকট্রিয় গ্রিকরা
ⓓ মৌর্যগন

➤ ব্যাকট্রিয় গ্রিকরা


6➤ ৫৭ খ্রিঃ পূঃ কে ‘বিক্রম সম্বাত’ ক্যালেন্ডার চালু করেন ?

ⓐ রুদ্রদামন
ⓑ বিক্রমাদিত্য
ⓒ কনিস্ক
ⓓ নাগসেন

➤ বিক্রমাদিত্য


7➤ বৃহৎ সংস্কৃত শিলিলিপি ‘জুনাগর শিলালিপি’ থেকে কোন রাজার পরিচয় পাওয়া যায়-

ⓐ কনিস্ক
ⓑ বিক্রমাদিত্য
ⓒ রুদ্রদামন
ⓓ তৃতীয় রুদ্রসিংহ

➤ রুদ্রদামন


8➤ কে কাথিয়াবাড়ে সুদর্শন হ্রদ পুনঃনির্মাণ করেন-

ⓐ রুদ্রদামন
ⓑ তৃতীয় রুদ্রসিংহ
ⓒ বিক্রমাদিত্য
ⓓ মানসিংহ

➤ রুদ্রদামন


9➤ পার্থিয়ান/পল্লবরা কোথা থেকে ভারতে আসেন ?

ⓐ চীন
ⓑ জাপান
ⓒ ইরান
ⓓ মিশর

➤ ইরান


10➤ গান্ধার শিল্পের পৃষ্ঠপোষক হলেন-

ⓐ ব্যাকট্রিয় গ্রিকরা
ⓑ কুশানরা
ⓒ শক’রা
ⓓ পল্লবরা

➤ ব্যাকট্রিয় গ্রিকরা



11➤ গান্ধার শিল্পরীতি হল- ‘গ্রীক, রোমান ও ভারতীয় শিল্পের সমন্বয়’ একথা কে বলেছেন ?

ⓐ জদুনাথ সরকার
ⓑ রমেশ চন্দ্র মজুমদার
ⓒ দয়ারাম সাহানি
ⓓ ডি. ডি. কোশাম্বী

➤ রমেশ চন্দ্র মজুমদার


12➤ কুষান রা কোন জাতির শাখা ?

ⓐ নানকর
ⓑ শক
ⓒ আন্সি
ⓓ ইউ-চি

➤ ইউ-চি


13➤ কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?

ⓐ বিম কদফিসেস
ⓑ কুজুল কদফিসেস
ⓒ গৌতমি বলশ্রী
ⓓ কণিষ্ক

➤ কণিষ্ক


14➤ কণিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন-

ⓐ জৈন ধর্ম
ⓑ বৌদ্ধ ধর্ম
ⓒ শৈব ধর্ম
ⓓ বইদিক ধর্ম

➤ বৌদ্ধ ধর্ম


15➤ শকাব্দ কে প্রবর্তন করেন ?

ⓐ বিম কদফিসিস
ⓑ ভদ্রবাহু
ⓒ কণিষ্ক
ⓓ চরক

➤ কণিষ্ক


16➤ কনিষ্ক কবে শকাব্দ প্রবর্তন করেন ?

ⓐ ৭০ খ্রিষ্টাব্দ
ⓑ ৭২ খ্রিষ্টাব্দ
ⓒ ৭৬ খ্রিষ্টাব্দ
ⓓ ৭৮ খ্রিষ্টাব্দ

➤ ৭৮ খ্রিষ্টাব্দ


17➤ চরক কোন সম্রাটের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ?

ⓐ অশোক
ⓑ নাগানন্দ
ⓒ কনিষ্ক
ⓓ কোনটিই নয়

➤ কনিষ্ক


18➤ ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ?

ⓐ কদফিসিস
ⓑ কনিস্ক
ⓒ ভীমা
ⓓ রুদ্রদমন

➤ কদফিসিস


19➤ ভিনসেন্ট স্মিথ কাকে ‘দ্বিতীয় আকবর’ বলে অভিহিত করেছেন-

ⓐ কনিস্ক
ⓑ অশোক
ⓒ মিনান্দার
ⓓ বিন্দুসার

➤ কনিস্ক


20➤ কার সময়কালে বৌদ্ধরা হীনযান ও মহাযান দুটি ভাগে ভগ হয়ে যায়-

ⓐ মিনান্দার
ⓑ অশোক
ⓒ কালাশোক
ⓓ কণিষ্ক

➤ কণিষ্ক


Leave a Comment