পাল সেন ও রাষ্ট্রকূট বংশের ইতিহাস | History Question Answer Part – 2

 Ancient History – Pala, Sen and Rastrakut Dynasty Question Answer

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর। পাল, সেন ও রাষ্ট্রকূট বংশ এবং ত্রিশক্তি সম্পর্কে প্রশ্ন ও উত্তর। আগের পর্বে আমরা পাল ও সেন বংশের ইতিহাসের বেশ কিছু History Question Answer দিয়েছি। এই পর্বেও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল। 

History Question and Answer In Bengali

21. উমাপতিধর কার সভাকবি ছিলেন

লক্ষণ সেন

বিজয় সেন

ব্ল্লাল সেন

সামন্ত সেন

Answer: বিজয় সেন

 

22. নিজ নামে বিজয়পুর রাজধানী কে স্থাপন করেন ?

বিজয় সেন

লক্ষণ সেন

সামন্ত সেন

বল্লাল সেন

Answer:  বিজয় সেন

 

23. বিজয় সেনের স্মৃতিতেবিজয় প্রশস্তিকে রচনা করেন ?

সন্ধ্যাকর নন্দী

বল্লাল সেন

শ্রীহর্ষ

কালিদাস

Answer:  শ্রীহর্ষ

 

24. ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ গ্রন্থের রচয়িতা হলেন-

বল্লাল সেন

জীমূতবাহন

বিজয় সেন

সন্ধ্যাকর নন্দী

Answer: বল্লাল সেন

 

25. কৌলীন্য প্রথা কে প্রবর্তন করেন ?

বিজয় সেন

লক্ষণ সেন

সামন্ত সেন

বল্লাল সেন

Answer:  বল্লাল সেন

 

26. লক্ষ্মণ সেনের রাজধানী হল

কনৌজ

পাটলিপুত্র

লক্ষণাবতী

বিজয়পুর

Answer:  লক্ষণাবতী

 

27. জয়দেব ধোয়ি কোন রাজার সভাকবি ছিলেন

বল্লাল সেন

সামন্ত সেন

লক্ষ্মণ সেন

বিজয় সেন

Answer:  লক্ষ্মণ সেন

 

28. গীতগোবিন্দকাব্যের রচয়িতা হলেন

জয়দেব

ধোয়ি

কালিদাস

সন্ধ্যাকর নন্দী

Answer: জয়দেব

 

29. ‘পবনদূত’ গ্রন্থটির রচয়িতা হলেন-

জয়দেব

বাল্মিকী

ধোয়ি

জীনসেন

Answer:  ধোয়ি

 

30. সেনযুগে বিখ্যাত শিল্পী ছিলেন

বল্লাল সেন

শূলপাণি

হলায়ুধ

কোনটিই ন্য

Answer:  শূলপাণি

 

31. ” কৈবর্ত ” কথাটির অর্থ কি?

মাঝি

কৃষক

জেলে

শ্রমিক

Answer:  জেলে

 

32. বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ?

মদন পাল

বল্লাল সেন

লক্ষণ সেন

বিজয় সেন

Answer:  লক্ষণ সেন

 

33. বক্তিয়ার খলজি কার সময় বাংলা আক্রমণ করেন ?

বল্লাল সেন

বিজয় সেন

লক্ষণ সেন

সামন্ত সেন

Answer:  লক্ষণ সেন

 

34. বাদল স্তম্ব লিপি থেকে কোন পাল রাজার কথা জানা যায় ?

ধর্মপাল

রামপাল

দেবপাল

মহিপাল

Answer:  দেবপাল

 

35. প্রতিহার রাজবংশের শ্রেষ্ট রাজা কে ছিলেন ?

হরিচন্দ্র

নাগভট্ট

বৎসরাজ

প্রথম ভোজ

Answer: প্রথম ভোজ

 

36. কোন যুদ্ধটিত্রিপাক্ষিক যুদ্ধ নামে অভিহিত ?

পালপ্রতিহারচোল সংঘর্ষ

পালচালুক্যরাষ্ট্রকূট সংঘর্ষ

চালুক্যচোলপল্লব সংঘর্ষ

পালরাষ্ট্রকূটপ্রতিহার সংঘর্ষ

Answer:  পালরাষ্ট্রকূটপ্রতিহার সংঘর্ষ

 

37. প্রতিহার বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ?

হরিচন্দ্র

নাগভট্ট

বৎসরাজ

মহেন্দ্রপাল

Answer:  মহেন্দ্রপাল

 

38. দ্বিতীয় মহিপাল এর সময় হওয়া কৈবর্ত বিদ্রোহের কথা আমরা কোথা থেকে জানতে পারি ?

রামচরিত

দানসাগর

রামচরিত মানস

গীতগোবিন্দ

Answer:  রামচরিত

 

39. “বল্লাল চরিত” এর রচয়িতা কে ?

অষ্টাধ্যায়ী

আনন্দ ভট্ট

শূলপাণি

চক্রপাণি

Answer:  আনন্দ ভট্ট

 

40. ত্রিপক্ষীয় সংগ্রাম কোন রাজ্য দখল করা নিয়ে শুরু হয়েছিল

মগধ

কনৌজ

বৈশালী

মুঙ্গের

Answer:  কনৌজ

Leave a Comment