General Science GK Question Answer In Bengali
General Science এর ুউপর থেকে Important GK Question Answer দেওয়া হলো। আগের পর্বের সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি না দেখলে দেখে নিতে পারেন। বিজ্ঞানের সব প্রশ্ন গুলি আপনাদের সাহায্য করবে।
Science Question Answer In Bengali
১. MRI- এর পুরো কথাটিকি?
(a) ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং
(b) মাল্টি রিফ্রাক্টিভ ইন্ডেক্স
(c) মেমোরি এন্ড রিফ্লেক্স ইন্ডেক্স
(d) ম্যাগনেটিক রেজিস্টেন্স ইমেজ
উত্তর: ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং
২. বৈদ্যুতিক রোধের একক কি?
(a) কুলম্ব
(b) ওহম
(c) ওয়াট
(d) অ্যাম্পিয়ার
উত্তর: ওহম
৩. প্রাকৃতিক মৌলের মোট সংখ্যা কত?
(a) 92
(b) 105
(c) 81
(d) 87
উত্তর: 92
৪. গে লুসাকের নামকিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
(a) গ্যাসের আয়তন
(b) তড়িৎ বিশ্লেষণ
(c) শীতাতপ নিয়ন্ত্রণ
(d) চুম্বক শক্তি
উত্তর: গ্যাসেরআয়তন
৫. বাতাসের আদ্রতা মাপার জন্য কি যন্ত্র ব্যবহারকরা হয়?
(a) হাইড্রোমিটার
(b) হাইগ্রোমিটার
(c) হিউমিডিফায়ার
(d) ভিস্কোমিটার
উত্তর: হাইগ্রোমিটার
৬. ‘সেফটিরেজার‘ কে আবিষ্কার করেন?
(a) লীড ফরেস্ট
(b) জিলেট
(c) ওয়াটারম্যান
(d) চার্লস ব্যাবেজ
উত্তর: জিলেট
৭. ক্যালকুলাসের জনক কাকে বলা হয়? (a) আইজাক নিউটন
(b) ইউক্লিড
(c) কোপার্নিকাস
(d) মেন্ডেলিফ
উত্তর: আইজাকনিউটন
৮. পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার?
(a) ওপেনহাইমার
(b) রাদারফোর্ড
(c) জন ডাল্টন
(d) প্লাঙ্ক
উত্তর: রাদারফোর্ড
৯. বিদ্যুতের মূল হিসেবে ‘ইলেকট্রন‘ এককে কে প্রথম পরিচিতকরেন?
(a) কার্ল সেগবান
(b) মরিচ ব্রগলি
(c) জর্জ স্টোনি
(d) উইলিয়াম রস
উত্তর: জর্জস্টোনি
১০. কোন সুইডিশ রসায়নবিদ ও শিল্পপতি ডিনামাইটআবিষ্কার করেন?
(a) ইমানুয়েল সুইডেনবার্গ
(b) আলফ্রেডনোবেল
(c) চার্লস গিয়ার
(d) অলৌস রুডবেক
উত্তর: আলফ্রেডনোবেল
১১. বহুতল বাড়িতে ওঠানামা করার জন্য যে লিফট ব্যবহারকরা হয়, তার আবিষ্কর্তা কে?
(a) এলিশা ওটিস
(b) গুস্তাভা আইফেল
(c) জর্জ পুলম্যান
(d) জন বেয়ার্ড
উত্তর: এলিশা ওটিস
১২. x-ray আবিষ্কার করেন কে?
(a) মাদাম কুরি
(b) উইলহেম রঞ্জেন
(c) ম্যাক্স প্লাঙ্ক
(d) কার্ল পিয়ারসন
উত্তর: উইলহেম রঞ্জেন
১৩. কে প্রথম কোয়ান্টামতত্ত্বের সাহায্যে পারমাণবিক গঠন এর ব্যাখ্যা করেন?
(a) রাদারফোর্ড
(b) আর্নেস্ট লরেন্স
(c) নিয়েলস বোহর
(d) আর্থার কম্পটন
উত্তর: নিয়েলস বোহর
১৪. প্রথম টেলিস্কোপ এর সাহায্যে চাঁদদর্শন করেন?
(a) গ্যালিলিও
(b) কোপার্নিকাস
(c) হ্যারল্ড জেফ্রিস
(d) কেপলার
উত্তর: গ্যালিলিও
১৫. কোয়ান্টাম তত্ত্বের জনক কে?
(a) আলবার্ট আইনস্টাইন
(b) আইজ্যাক নিউটন
(c) ম্যাক্স প্লাঙ্ক
(d) সি ভি রমন
উত্তর: আলবার্টআইনস্টাইন
১৬. এরোপ্লেন এর আবিষ্কর্তা হলেন?
(a) কার্ল বেজ
(b) রাইট ব্রাদার্স
(c) জেমস ওয়ার্ল্ড
(d) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
উত্তর: রাইট ব্রাদার্স
১৭. বোলোমিটার কিসের জন্য ব্যবহৃত হয়?
(a) সমুদ্রে জাহাজের অবস্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য
(b) তাপ বিকিরণ মাপার জন্য
(c) শব্দের তীব্রতা মাপার জন্য
(d) জলের নিচে শব্দের দিক নির্ণয় জন্য
উত্তর: তাপবিকিরণ মাপার জন্য
১৮. বিখ্যাত ভর– শক্তি সমীকরণ কে উদ্ভাবন করেছিলেন?
(a) অ্যালবার্টআইনস্টাইন
(b) আইজ্যাক নিউটন
(c) রবার্ট ব্রাউন
(d) ম্যাক্স বর্ন
উত্তর: অ্যালবার্টআইনস্টাইন
১৯. মহাকাশের আলোকচিত্র গ্রহণের জন্য উপযোগী টেলিস্কোপ কে প্রথম নির্মাণকরেন?
(a) লিউইস রাদারফোর্ড
(b) গ্যালিলিও
(c) কেপলার
(d) জর্জ ইস্টম্যান
উত্তর: লিউইসরাদারফোর্ড
২০. পৃথিবীর আবহমন্ডলের কোন গায়ের সূর্য থেকে আসা অতিবেগুনী রশ্মিকে শুষে নেয়?
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) ওজোন
(d) কার্বন ডাই অক্সাইড
উত্তর: ওজোন