ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর
Indian Constitution এর উপর থেকে ভারতীয় অঙ্গ রাজ্য গুলির পুনর্গঠনের ওপর বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও উত্তর। ভারতের সংবিধানের উপর থেকে বিভিন্ন Chapter Wise আমরা GK Question Answer দেওয়া শুরু করেছি। এই পর্বের Indian Constitution GK Question Answer গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।
Indian Constitution GK In Bengali
1➤ রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলি পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল?
ⓑ 1955
ⓒ 1956
ⓓ 1957
2➤ স্বাধীনোত্তর ভারতবর্ষে কত সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন হয়?
ⓑ 1954
ⓒ 1955
ⓓ 1956
3➤ কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গ রাজ্যের মর্যাদা প্রদান করা হয়?
ⓑ 23
ⓒ 36
ⓓ 42
4➤ ভারতীয় সংবিধান অনুসারে নতুন অঙ্গরাজ্য গঠন বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকারী হলো-
ⓑ রাষ্ট্রপ্রতি
ⓒ প্রধানমন্ত্রী
ⓓ সংসদ
5➤ সংবিধানের কত নং ধারা অনুযায়ী জম্বু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল?
ⓑ 360
ⓒ 370
ⓓ 371
6➤ ভারতবর্ষের নবীনতম রাজ্য টি হল-
ⓑ ছত্রিশগড়
ⓒ তেলেঙ্গানা
ⓓ উত্তরাখণ্ড
7➤ সিকিম ভারতের কততম অঙ্গরাজ্য রূপে স্বীকৃতি পায়?
ⓑ 23
ⓒ 24
ⓓ 26
8➤ কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়?
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ বিহার
ⓓ উত্তরপ্রদেশ
9➤ ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন এর বিষয়ে বিচার বিবেচনার জন্য 1948 সালে প্রথম যে কমিশন গঠিত হয়-
ⓑ ভাগবতী কমিশন
ⓒ দার কমিশন
ⓓ কোনটাই নয়
10➤ ভারতের 29 তম রাজ্য তেলেঙ্গানা যে অঙ্গরাজ্য ভেঙ্গে গঠিত হয় তা হল-
ⓑ কর্ণাটক
ⓒ কেরল
ⓓ অন্ধপ্রদেশ
11➤ রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল?
ⓑ 1954
ⓒ 1955
ⓓ 1963
12➤ কত সালে রাজ্য পুনর্গঠন আইনটি পাশ হয়?
ⓑ 1961
ⓒ 1963
ⓓ 1972
13➤ বর্তমানে ভারতে ইউনিয়নের অন্তর্ভুক্ত রাজ্যের সংখ্যা হল-
ⓑ 28
ⓒ 27
ⓓ 26
14➤ ভারতের দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল-
ⓑ তেলেঙ্গানা
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ অন্ধপ্রদেশ
15➤ নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল?
ⓑ দিল্লি
ⓒ ত্রিপুরা
ⓓ পুদুচেরি
16➤ কত নং ধারা অনুযায়ী বিদেশি রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় এবং নতুন রাজ্য গঠন করা যায়?
ⓑ 2
ⓒ 3
ⓓ 4
17➤ কত সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়?
ⓑ 1982
ⓒ 1975
ⓓ 1978
18➤ কার নেতৃত্বে দেশীয় রাজ্যগুলির সংযুক্তি করা সম্ভব হয়েছিল?
ⓑ গান্ধীজি
ⓒ নেহেরু
ⓓ আবুল কালাম আজাদ
19➤ ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভূখণ্ড সংক্রান্ত সীমা সম্পর্কে সংবিধানের যে অংশে বলা হয়েছে-
ⓑ দ্বিতীয়
ⓒ তৃতীয়
ⓓ চতুর্থ
20➤ সংবিধানে রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে বিস্তারিত উল্লেখ পাওয়া যায়-
ⓑ 1-4 নং ধারায়
ⓒ 5-8 নং ধারায়
ⓓ 6-10 নং ধারায়