ভারতীয় নাগরিকতা ও বৈশিষ্ট্য | ভারতের সংবিধান Question Answer

Table of Contents

 Question and Answer on Indian Constitution

Indian Constitution
Indian Constitution MCQ Question Answer In Bengali

  

এই পর্বে ভারতের সংবিধানের চ্যাপ্টার ভিত্তিক পর্যায়ে ভারতীয় নাগরিকতা ও বৈশিষ্ট্য বিষয়ে বেশ কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল। Indian Constitution এর উপর থেকে বিভিন্ন বিষয়ে Gk Question Answer আমরা দিচ্ছি। এই প্রশ্নোত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। 

GK Question Answer on Indian Constitution 

          

1➤ ভারতীয় নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিন্মের কোন বিষয়টি প্রযোজ্য নয়?

ⓐ জন্মসূত্র
ⓑ নথিভুক্তকরণ
ⓒ দেশীয়করণ
ⓓ সম্পত্তি ক্রয়

➤ সম্পত্তি ক্রয়


2➤ ভারতীয় নাগরিকতা আইন প্রবর্তিত হয়-

ⓐ 1953 সালে
ⓑ 1954 সালে
ⓒ 1955 সালে
ⓓ 1956 সালে

➤ 1955 সালে


3➤ ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা হলো-

ⓐ 24 বছর
ⓑ 20 বছর
ⓒ 19 বছর
ⓓ 18 বছর

➤ 18 বছর


4➤ রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য কমপক্ষে কতদিন ভারতবর্ষে বসবাস করতে হয়?

ⓐ 7 বছর
ⓑ 10 বছর
ⓒ 15 বছর
ⓓ 20 বছর

➤ 7 বছর


5➤ কোনো বিদেশি ব্যক্তি দেশীয় নাগরিকদের ন্যায় যে অধিকার লাভ থেকে বঞ্চিত থাকেন তা হল-

ⓐ সামাজিক
ⓑ রাজনৈতিক
ⓒ সামাজিক ও পৌর
ⓓ পৌর

➤ রাজনৈতিক


6➤ ভারতীয় সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত ধারণা গুলি হল-

ⓐ 8-11 নং
ⓑ 5-11 নং
ⓒ 6-11 নং
ⓓ 3-11 নং

➤ 5-11 নং


7➤ ভারতীয় সংবিধানে বর্ধিত নাগরিকত্ব হল-

ⓐ বহুনাগরিকত্ব
ⓑ দ্বি- নাগরিকত্ব
ⓒ একনাগরিকত্ব
ⓓ কোনোটিই নয়

➤ একনাগরিকত্ব


8➤ সংবিধানের ভারতীয় নাগরিকত্ব অবসানের যে ক’টি কারণ উল্লেখিত আছে সেগুলি হল-

ⓐ একটি
ⓑ দুইটি
ⓒ তিনটি
ⓓ চারটি

➤ তিনটি


9➤ ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার শর্তাবলী প্রয়োগ করে থাকে-

ⓐ নির্বাচন কমিশন
ⓑ রাষ্ট্রপতি
ⓒ প্রধানমন্ত্রী
ⓓ সংসদ

➤ সংসদ


10➤ ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণাটি যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে-

ⓐ গ্রেট ব্রিটেন
ⓑ আমেরিকা
ⓒ কানাডা
ⓓ সুইডেন

➤ গ্রেট ব্রিটেন


11➤ ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা বিষয়ক ধারা গুলি উল্লেখ রয়েছে?

ⓐ চতুর্থ অংশ
ⓑ তৃতীয় অংশ
ⓒ দ্বিতীয় অংশ
ⓓ প্রথম অংশ

➤ দ্বিতীয় অংশ



12➤ 1955 সালের নাগরিকত্ব আইন উল্লেখিত বিদেশিদের অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভের পদ্ধতিটি প্রযোজ্য হয় না-

ⓐ কমনওয়েলথভুক্ত দেশ গুলির নাগরিকদের ক্ষেত্রে
ⓑ দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ক্ষেত্রে
ⓒ লিগ অফ নেশনস অন্তভুক্ত রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে
ⓓ ইউ এন ও -এর সদস্য দেশ গুলির নাগরিকদের ক্ষেত্রে

➤ লিগ অফ নেশনস অন্তভুক্ত রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে


13➤ ভারতের নাগরিকত্ব গ্রহণ এবং বর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে-

ⓐ ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে
ⓑ 1935 সালের ভারত শাসন আইনে
ⓒ 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনে
ⓓ 1955 সালের ভারতীয় নাগরিকতা আইনে

➤ 1955 সালের ভারতীয় নাগরিকতা আইনে


14➤ কোন একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব পেতে পারে-

ⓐ যুদ্ধকালীন সময়ে ভারতের শত্রু পক্ষের সঙ্গে যোগাযোগের লিপ্ত থাকলে
ⓑ যদি কোনো নাগরিক স্বেচ্ছায় ভারতীয় নাগরিকত্ব পরিত্যাগ করে অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে
ⓒ অসৎ উপায়ে ভারতের নাগরিকত্ব অর্জন করে থাকলে
ⓓ উপরোক্ত সবগুলো

➤ উপরোক্ত সবগুলো


15➤ 2003 সালে কোন কমিটির সুপারিশ অনুযায়ী নাগরিকতা আইন সংশোধন করা হয়?

ⓐ জে এম লিংডো কমিটি
ⓑ এল এম সিংভি কমিটি
ⓒ ভি আর চোপড়া কমিটি
ⓓ লোধা কমিটি

➤ এল এম সিংভি কমিটি


16➤ ভারত সরকার বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন কবে পাস করে?

ⓐ 1958
ⓑ 2000
ⓒ 2003
ⓓ 2014

➤ 2003


17➤ 1955 সালের ভারতীয় নাগরিকতা আইনে নাগরিকতা অর্জনের ক-টি পদ্ধতির কথা বলা হয়েছে?

ⓐ 2
ⓑ 3
ⓒ 5
ⓓ 7

➤ 5


18➤ পিপল অফ ইন্ডিয়ান অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত বলতে বোঝায়-

ⓐ যে ব্যক্তির নিজস্ব ভারতীয় পাসপোর্ট আছে
ⓑ ব্যক্তি নিজে অথবা পিতা-মাতার কোন একজন ভারতে জন্মগ্রহণ করেছে
ⓒ এমন কোন ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করেছেন
ⓓ উপরোক্ত সবকটি সঠিক

➤ উপরোক্ত সবকটি সঠিক


Leave a Comment