Question and Answer on Indian Constitution
এই পর্বে ভারতের সংবিধানের চ্যাপ্টার ভিত্তিক পর্যায়ে ভারতীয় নাগরিকতা ও বৈশিষ্ট্য বিষয়ে বেশ কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল। Indian Constitution এর উপর থেকে বিভিন্ন বিষয়ে Gk Question Answer আমরা দিচ্ছি। এই প্রশ্নোত্তর গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে।
GK Question Answer on Indian Constitution
1➤ ভারতীয় নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিন্মের কোন বিষয়টি প্রযোজ্য নয়?
ⓑ নথিভুক্তকরণ
ⓒ দেশীয়করণ
ⓓ সম্পত্তি ক্রয়
2➤ ভারতীয় নাগরিকতা আইন প্রবর্তিত হয়-
ⓑ 1954 সালে
ⓒ 1955 সালে
ⓓ 1956 সালে
3➤ ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা হলো-
ⓑ 20 বছর
ⓒ 19 বছর
ⓓ 18 বছর
4➤ রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য কমপক্ষে কতদিন ভারতবর্ষে বসবাস করতে হয়?
ⓑ 10 বছর
ⓒ 15 বছর
ⓓ 20 বছর
5➤ কোনো বিদেশি ব্যক্তি দেশীয় নাগরিকদের ন্যায় যে অধিকার লাভ থেকে বঞ্চিত থাকেন তা হল-
ⓑ রাজনৈতিক
ⓒ সামাজিক ও পৌর
ⓓ পৌর
6➤ ভারতীয় সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত ধারণা গুলি হল-
ⓑ 5-11 নং
ⓒ 6-11 নং
ⓓ 3-11 নং
7➤ ভারতীয় সংবিধানে বর্ধিত নাগরিকত্ব হল-
ⓑ দ্বি- নাগরিকত্ব
ⓒ একনাগরিকত্ব
ⓓ কোনোটিই নয়
8➤ সংবিধানের ভারতীয় নাগরিকত্ব অবসানের যে ক’টি কারণ উল্লেখিত আছে সেগুলি হল-
ⓑ দুইটি
ⓒ তিনটি
ⓓ চারটি
9➤ ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার শর্তাবলী প্রয়োগ করে থাকে-
ⓑ রাষ্ট্রপতি
ⓒ প্রধানমন্ত্রী
ⓓ সংসদ
10➤ ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণাটি যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে-
ⓑ আমেরিকা
ⓒ কানাডা
ⓓ সুইডেন
11➤ ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা বিষয়ক ধারা গুলি উল্লেখ রয়েছে?
ⓑ তৃতীয় অংশ
ⓒ দ্বিতীয় অংশ
ⓓ প্রথম অংশ
12➤ 1955 সালের নাগরিকত্ব আইন উল্লেখিত বিদেশিদের অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভের পদ্ধতিটি প্রযোজ্য হয় না-
ⓑ দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ক্ষেত্রে
ⓒ লিগ অফ নেশনস অন্তভুক্ত রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে
ⓓ ইউ এন ও -এর সদস্য দেশ গুলির নাগরিকদের ক্ষেত্রে
13➤ ভারতের নাগরিকত্ব গ্রহণ এবং বর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে-
ⓑ 1935 সালের ভারত শাসন আইনে
ⓒ 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনে
ⓓ 1955 সালের ভারতীয় নাগরিকতা আইনে
14➤ কোন একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব পেতে পারে-
ⓑ যদি কোনো নাগরিক স্বেচ্ছায় ভারতীয় নাগরিকত্ব পরিত্যাগ করে অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে
ⓒ অসৎ উপায়ে ভারতের নাগরিকত্ব অর্জন করে থাকলে
ⓓ উপরোক্ত সবগুলো
15➤ 2003 সালে কোন কমিটির সুপারিশ অনুযায়ী নাগরিকতা আইন সংশোধন করা হয়?
ⓑ এল এম সিংভি কমিটি
ⓒ ভি আর চোপড়া কমিটি
ⓓ লোধা কমিটি
16➤ ভারত সরকার বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন কবে পাস করে?
ⓑ 2000
ⓒ 2003
ⓓ 2014
17➤ 1955 সালের ভারতীয় নাগরিকতা আইনে নাগরিকতা অর্জনের ক-টি পদ্ধতির কথা বলা হয়েছে?
ⓑ 3
ⓒ 5
ⓓ 7
18➤ পিপল অফ ইন্ডিয়ান অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত বলতে বোঝায়-
ⓑ ব্যক্তি নিজে অথবা পিতা-মাতার কোন একজন ভারতে জন্মগ্রহণ করেছে
ⓒ এমন কোন ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করেছেন
ⓓ উপরোক্ত সবকটি সঠিক