Indian Constitution GK Question Answer In Bengali
এই পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian Constitution and It’s Preamble এর উপর থেকে Important Question and Answer. আমরা Competitive Exam এর ভারতের সংবিধানের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব দেওয়া শুরু করেছি। Indian Constitution এর সকল Chapter থেকে সকল প্রকার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এই সকল প্রশ্নোত্তর আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে।
Indian Constitution GK Question Answer In Bengali
1➤ নিম্মোক্ত কোন আইন কে মডেল করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে?
ⓑ ইন্ডিয়ান কাউন্সিল আইন,1909
ⓒ ভারতশাসন আইন,1935
ⓓ ভারতশাসন আইন,1858
2➤ ভারতীয় সংবিধানের কোন অংশকে ‘রত্নসম্ভার’ বলেও উল্লেখ করা হয়?
ⓑ মৌলিক কর্তব্য
ⓒ মৌলিক অধিকার
ⓓ নির্দেশমূলক নীতি
3➤ ভারতীয় সংবিধানে বর্ণিত ‘মৌলিক কর্তব্য’- এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
ⓑ সোভিয়েত রাশিয়া
ⓒ আমেরিকা
ⓓ ব্রিটেন
4➤ ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হল-
ⓑ একনায়কতান্ত্রিক
ⓒ কোনোটিই নয়
ⓓ সামরিক
5➤ সার্বভৌম’ শব্দটির সঠিক ব্যাখ্যা হল-
ⓑ অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত
ⓒ সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত
ⓓ কোন আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত
6➤ ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান অনুসৃত?
ⓑ কানাডা
ⓒ সুইডেন
ⓓ মার্কিন যুক্তরাষ্ট্র
7➤ ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেন
ⓑ ডঃ রাজেন্দ্র প্রসাদ
ⓒ ডঃ রাধাকৃষ্ণন
ⓓ সচ্চিদানন্দ সিনহা
8➤ ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
ⓑ আমেরিকা
ⓒ দক্ষিণ আফ্রিকা
ⓓ আয়ারল্যান্ড
9➤ সাম্প্রতিককালে ভারতবর্ষের বিচারসংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয় ‘জনস্বার্থ মামলা’-র ধারণাটি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত?
ⓑ ব্রিটেন
ⓒ সুইডেন
ⓓ পাকিস্তান
10➤ ভারতীয় সংবিধানে বর্ণিত ‘পাবলিক একাউন্ট কমিটি’-র ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
ⓑ গ্রেট ব্রিটেন
ⓒ কানাডা
ⓓ সোভিয়েত রাশিয়া
11➤ মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
ⓑ ব্রিটেন
ⓒ দক্ষিণ আফ্রিকা
ⓓ নেপাল
12➤ শক্তিশালী কেন্দ্র-সহ যুক্তরাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো ধারণাটি যে দেশের সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে-
ⓑ সুইডেন
ⓒ কানাডা
ⓓ আমেরিকা
13➤ ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি টি হল-
ⓑ বহুদলীয় ও সংসদীয়
ⓒ রাষ্ট্রপতি প্রধান সরকার
ⓓ ওপরের কোনোটিই নয়
14➤ ভারতীয় সংবিধান প্রণীত ‘জরুরি অবস্থা’-র ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
ⓑ সুইডেন
ⓒ দক্ষিণ আফ্রিকা
ⓓ গ্রেট ব্রিটেন
15➤ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে সংবিধানের উৎস হল-
ⓑ ভারতবর্ষের জনগণ
ⓒ সংবিধান রচনার খসড়া কমিটি
ⓓ সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সদস্যগণ
16➤ ভারতীয় সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়?
ⓑ সরকারি ভাষা
ⓒ রাজনৈতিক দল
ⓓ প্রস্তাবনা
17➤ কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে উল্লেখিত ‘বিচারবিভাগীয় পুনঃবিবেচনা’- ধারণাটি গৃহীত হয়েছে?
ⓑ ফ্রান্স
ⓒ কানাডা
ⓓ গ্রেট ব্রিটেন
18➤ ভারতীয় সংবিধানের কোন অংশকে ‘সংবিধানের প্রাণ’ বলে উল্লেখ করা হয়েছে?
ⓑ প্রস্তাবনা
ⓒ সুপ্রিম কোর্ট
ⓓ মৌলিক অধিকার
19➤ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকারের ন্যায় বিচার সুনিশ্চিতকরণ এর কথা বলা হয়েছে?
ⓑ অর্থনৈতিক
ⓒ রাজনৈতিক
ⓓ উল্লেখিত সবগুলি
20➤ কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা’ কত সালে হয়েছিল?
ⓑ 1973
ⓒ 1979
ⓓ 1980