ভারতের অর্থনীতি ও পঞ্চবার্ষিকি পরিকল্পনা | Indian Economy Question Answer Part 3

 ভারতীয় অর্থনীতি প্রশ্ন ও উত্তর 

Indian Economy GK Question and Answer পর্ব ৩। ভারতের পঞ্চবার্ষিকি পরিকল্পনা ও অর্থনীতির উপর থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন। 

Indian Economy GK In Bengali

.দুগ্ধ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত তম?

(a) চতুর্থ 

(b) তৃতীয়

(c) দ্বিতীয় 

(d) প্রথম  

 উত্তর: প্রথম

 

. কোন দেশটি ইউরোপিয়ান ইকোনমিক কমিটির সদস্য নয়?

(a) পোল্যান্ড 

(b) জার্মানি

(c) ইতালি 

(d) ইংল্যান্ড

উত্তর: পোল্যান্ড

 

. সুপার৩০১ কি?

 (a) আধুনিক কম্পিউটার

(b) নতুন ধরনের চাল

(c) আমেরিকার বাণিজ্য আইন 

(d) AIDS-এর চিকিৎসা

উত্তর: আমেরিকার বাণিজ্য আইন 

 

. জাতীয় এক্সাইজ কর দিবস কততারিখে পালন করা হয়?

(a) 26th জানুয়ারি

(b) 24th ফেব্রুয়ারি 

(c) 14th এপ্রিল 

(d) 10th জুন

উত্তর: 24th ফেব্রুয়ারি 

 

. ‘এয়ার ডেকানএর নতুন নামহল

 (a) কিংফিশাররেড

(b) জেট রেড 

(c) সাহারা রেড

(d) ইন্ডিগো রেড

উত্তর: কিংফিশার রেড

 

. পঞ্চায়েত কোন কর আদায় করে

(a) কাস্টমস ডিউটি 

(b) ভূমি কর 

(c) স্থানীয় মেলা কর

(d)  বিক্রয়কর

উত্তর: স্থানীয় মেলা কর

 

. সমবায় ইউনিটে কোন ক্ষেত্রের বৃদ্ধির হার অতি উচ্চ?

 (a) চিনি

(b) তুলা শিল্প 

(c) পাট 

(d) সিমেন্ট 

উত্তর: চিনি

 

. পেট্রোলিয়াম দ্রব্যের মূল্য এবং কর কাঠামোর জন্যকোন কমিটি গঠিত হয়েছিল?

(a) ম্যালেগ্যাম

(b) রঙ্গরাজন

(c) লাহিড়ী

(d) বৈদ্যনাথন

উত্তর: রঙ্গরাজন

 

. আন্তর্জাতিক অর্থভাণ্ডার এর কারেন্সি হলSDR.SDR-এর রূপটি হলো

(a) পেপার কারেন্সি 

(b) সোনা 

(c) সোনা এবং রুপা উভয়েই 

(d) বুককিপিং এন্ট্রি

উত্তর: বুককিপিং এন্ট্রি

 

১০. ইন্দ্রাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত

(a) মহারাষ্ট্র

(b) গুজরাট

(c) ওড়িশা 

(d) তামিলনাড়ু

উত্তর: ওড়িশা

 

১১. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

(a) দিল্লি

(b) কানপুর 

(c) মুম্বাই 

(d) নাসিক

উত্তর: মুম্বাই

 

১২. I- phone কিসের সঙ্গে যুক্ত?

(a) Nokia

(b) Reliance 

(c) BSNL

(d) Apple -Ink

উত্তর:: Apple –Ink

 

১৩. পৃথিবীতে কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি?

 (a) টোকিও 

(b) মেক্সিকো 

(c) প্যারিস

(d) নিউ ইয়র্ক

উত্তর: টোকিও 

 

১৪. শক্তি উৎপাদন বা পাওয়ার জেনারেশনএর ক্ষেত্রে নিচের কার অবদান সবচেয়ে বেশি?

(a) তাপবিদ্যুৎ 

(b) জলবিদ্যুৎ 

(c) পারমাণবিক শক্তি 

(d) বায়ু শক্তি

উত্তর: তাপবিদ্যুৎ

 

১৫. ‘Open Market Operation’-কিসের সঙ্গে যুক্ত?

(a) ইনকাম পলিসি 

(b) ফিস্ক্যাল পলিসি

(c) ক্রেডিট পলিসি 

(d) লেবার পলিসি 

উত্তর: ক্রেডিট পলিসি 

 

১৬. জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে প্রতিষ্ঠিতহয়?

(a) 1945

(b) 1948

(c) 1952

(d) 1965

উত্তর: 1952

 

১৭. কোনটি একটি ক্রেডিট রেটিং এজেন্সি?

(a) CRISIL

(b) CARE

(c) ICRA

(d) সবগুলি

উত্তর: সবগুলি

 

১৮. ট্রাই এর নির্দেশ অনুয়াযীসমগ্র ভারতবর্ষকে কটি মোবাইল পরিষেবা জোনে ভাগ করা হবে?

(a) 2 টি

(b) 4 টি

(c) 5 টি

(d) 8 টি

উত্তর: 2 টি

 

১৯. ‘ন্যানোনলেজ সিটিকোথায় প্রতিষ্ঠিত করা হয়েছে

 (a) ব্যাঙ্গালোর

(b) জয়পুর

(c) হায়দ্রাবাদ

(d) চন্ডিগড়

উত্তর: চন্ডিগড়

 

২০. কোথায় এখনো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি?

 (a) সিকিম এবং গোয়া

(b) বিহার এবং রাজস্থান

(c) সিকিম এবং অরুণাচলপ্রদেশ 

(d) নাগাল্যান্ড

উত্তর: সিকিম এবং গোয়া

Leave a Comment