ভারতের অর্থনীতি প্রশ্নোত্তর পর্ব ২ | Indian Economy MCQ In Bengali

Table of Contents

 Indian Economy Question Answer

Indian Economy MCQ Question Answer In Bengali

   

Indian Economy MCQ Question Answer In Bengali Part – 2 তে আপনাদের স্বাগতম। আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা ভারতের অর্থনীতি প্রশ্নোত্তর সিরিজ শুরু করেছি। এই পর্বে আমরা ভারতের অর্থনীতি পর্ব ২ টি দিলাম। আগের পর্বে আমরা আপনাদের জন্য Indian Economy Part – 1 টি দিয়েছি আপনারা সেই পর্বটি না দেখে থাকলে দেখে নিন। নিচে ভারতের অর্থনীতির প্রশ্নোত্তর গুলি দেওয়া হল।

Indian Economy MCQ Question Answer 


1. ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হল

[A] বেশি কাঁচা টাকার লেনদেন

[B] বেশি ব্যাংক লেনদেন।

[C] বেশি দ্রব্যবিনিময় লেনদেন

[D] বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন

উত্তর : বেশি দ্রব্যবিনিময় লেনদেন

 

2. ভারতে রেপো হার ঘোষণা করেন

[A] ভারত সরকারের অর্থদপ্ত

[B] ভারতের প্রধানমন্ত্ৰী

[C] ভারতীয় রিজার্ভ ব্যাক

[D] ভারতের রাষ্ট্রপতি

উত্তর : ভারতীয় রিজার্ভ ব্যাক


3. ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে

[A] সংগঠিতক্ষেত্রে

[B] অসংগঠিতক্ষেত্রে

[C] সংগঠিতএবং অসংগঠিত ক্ষেত্রে

[D] বৈদেশিকবানিজ্য ক্ষেত্রে

উত্তর : সংগঠিতএবং অসংগঠিত ক্ষেত্রে

 

4. বিশ্বউন্নয়ন রিপোর্ট প্রকাশ করে

[A] রাষ্ট্রসংঘ

[B] এশিয়ারউন্নয়ন ব্যাক

[C] বিশ্বব্যাক

[D] বিশ্ববাণিজ্য সংস্থা

উত্তর : বিশ্বব্যাক

 

5. অর্থনীতি সম্পদের বিজ্ঞান এই কথাটি কে বলেছিলেন?

[A] অ্যাডামস্মিথ

[B] পলস্যামুয়েলসন

[C] রবিনস্

[D] জেমস্বুকানন

উত্তর : অ্যাডামস্মিথ

 

6. একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয়

[A] প্রথমক্ষেত্রে

[B] দ্বিতীয়ক্ষেত্রে

[C] তৃতীয়ক্ষেত্রে

[D] চতুর্থক্ষেত্রে

উত্তর : তৃতীয়ক্ষেত্রে

 

7. শহরাঞ্চলের দারিদ্র দূরীকরণের জন্য কোন পরিকল্পনা গৃহীত হয়েছিল?

[A] নেহরুরোজগার যোজনা

[B] জওহররোজগার যোজনা

[C] রাজীবগান্ধি রোজগার যোজনা

[D] হাহারোজগার যোজনা

উত্তর : নেহরুরোজগার যোজনা

 

8. জওহরলাল নেহরুর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?

[A] 1948 সালে

[B] 1950 সালে

[C] 1952 সালে

[D] 1955 সালে

উত্তর : 1950 সালে

 

9. নীচের কোন্ প্রতিষ্ঠানটি দারিদ্রতার হার নির্ধার করার জন্য দায়বদ্ধ?

[A] জাতীয়পরিকল্পনা কমিশন

[B] অর্থকমিশন

[C] খাদ্যসরবরাহ মন্ত্রী

[D] গ্রামীণউন্নয়ণ অধিকর্তা

উত্তর : জাতীয়পরিকল্পনা কমিশন

 

10. দেশের অধিকাংশ নাগরিক কাজ করে

[A] পরিসেবাক্ষেত্রে

[B] শিল্পক্ষেত্রে

[C] প্রাথমিকক্ষেত্রে

[D] কোনোটিইনয়

উত্তর : প্রাথমিকক্ষেত্রে

 

11. প্রথম কোন ব্যাঙ্ক ভারতে ক্রেডিট কার্ড চালু করে?

[A] কানাড়াব্যাঙ্ক

[B] স্টেটব্যাঙ্ক

C] অ্যাক্সিসব্যাঙ্ক

[D] ইউনিয়নব্যাঙ্ক

উত্তর : কানাড়াব্যাঙ্ক


12. ভারতের সবুজ বিপ্লব প্রথমে শুরু হয়

[A] ধানউৎপাদনকারী পশ্চিমবঙ্গের অঞ্চলগুলিতে

[B] গমউৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে

[C] মিলেটউৎপাদনকারী পশ্চিমঘাটের অঞ্চলগুলিতে

[D]ইক্ষুউৎপাদনকারী বিহারের অঞ্চলগুলিতে

উত্তর : গমউৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে

 

13. রাষ্ট্রপতি ফিনান্স কমিশন গঠন করেন

[A] 5 বছরেরজন্য

[B] 2 বছরেরজন্য

[C] 4 বছরেরজন্য

[D] 3 বছরেরজন্য

উত্তর : 5 বছরেরজন্য

 

14. আর্থিক পলিসিগুলি নিয়ন্ত্রণ করে

[A] অর্থমন্ত্রী

[B] অর্থদপ্তর

[C] আর.বি.আই

[D] সেবি

উত্তর : আর.বি.আই


15.ভারতীয়অর্থনীতি হল

[A] সম্পূর্ণনিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকাহীন অর্থনীতি

[B] মিশ্রঅর্থনীতি

[C] ধনতান্ত্রিকঅর্থনীতি

[D] উপরেরকোনটিই নয়

উত্তর : মিশ্রঅর্থনীতি  

Previous..                Next..        

Leave a Comment