Indian History MCQ Question Answer
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব ৫ এ আপনাদের স্বাগত। আপনাদের Competitive Exam এর জন্য আমরা ইতিহাসের উপর থেকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে থাকি আজকে Indian History Question Answer Part 5 তে আপনাদের জন্য থাকছে নতুন আরও ২০ টি প্রশ্নোত্তর।
Indian History Question Answer In Bengali
১. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল?
(A) পাটলিপুত্র
(B) রাজগৃহ
(C) কনৌজ
(C) সাঁচি
উত্তর: রাজগৃহ
২. কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল?
(A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(B) হর্ষবর্ধন
(C)চন্দ্রগুপ্ত মৌর্য
(D)সমুদ্র গুপ্ত
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
৩. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করে?
(A)সারনাথ
(B) বোধীগয়া
(C)লুম্বিনী
(D)বৈশালী
উত্তর: লুম্বিনী
৪.পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল?
(A) ইউরোপ
(B)দক্ষিণ–পূর্ব এশিয়া
(C) মধ্য এশিয়া
(D)পারস্য অঞ্চল
উত্তর: মধ্য এশিয়া
৫. কোন বেদে যাগ–যজ্ঞ ও ক্রিয়া–কলাপ এর নির্দেশদেওয়া আছে?
(A)ঋগ্বেদ
(B) যজুর্বেদ
(C) সামবেদ
(D)অথর্ববেদ
উত্তর: যজুর্বেদ
৬. নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত?
(A) উজ্জয়িনী
(B) গিরনার
(C)আমেদাবাদ
(D) রাজগীর
উত্তর: গিরনার
৭. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ?
(A) হিন্দু
(B) বৌদ্ধ
(C) জৈন
(D) শৈব
উত্তর: বৌদ্ধ
৮. বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন?
(A) বুদ্ধগয়া
(B) সাঁচী
(C)কুশিনগর
(D)সারনাথ
উত্তর: কুশিনগর
৯. নিচের কোনটি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎসব বলা যেতে পারে?
(A) সামবেদ
(B)যজুবেদ
(C)অথর্ববেদ
(D) ঋকবেদ
উত্তর: সামবেদ
১0.কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল?
(A) অজাতশত্রু
(B)অশোক
(C)হর্ষবর্ধন
(D)কনিষ্ক
উত্তর: অজাতশত্রু
১১. আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল?
(A)সংস্কৃত
(B) পালি
(C)মগধী
(D) ব্রাম্ভি
উত্তর: পালি
১২. 24 জৈন তীর্থঙ্কর এর মধ্যে শেষ ধর্ম গুরু কে ছিলেন?
(A) মহাবীর
(B)পার্শ্বনাথ
(C)রিশভ
(D)বসুমিত্র
উত্তর: মহাবীর
১৩. কোন অঞ্চলে আর সাথে আরও দেশে প্রথম বসবাস শুরু করে?
(A) গুজরাট
(B) কাশ্মীর
(C)পাঞ্জাব
(D) সিন্ধু
উত্তর: পাঞ্জাব
১৪. জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
(A) বৈশালী
(B)রাজগৃহ
(C)সারনাথ
(D)শ্রাবস্তী
উত্তর: বৈশালী
১৫. সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
(A)অশ্বঘোষ
(B) উপগুপ্ত
(C)বসুমিত্র
(D) নাগার্জুন
উত্তর: উপগুপ্ত
১৬. নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বর এর মধ্যে পার্থক্য রয়েছে?
(A)ধর্মগ্রন্থ
(B) ঈশ্বরের অস্তিত্ব
(C) ধর্মতত্ত্ব
(D)বস্ত্র পরিধান
উত্তর: বস্ত্র পরিধান
১৭. ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়ে ছিলেন?
(A)বিম্বিসার
(B)চন্দ্রগুপ্ত
(C)অশোক
(D)অজাত শত্রু
উত্তর: চন্দ্রগুপ্ত
১৮. কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতার সর্বপ্রথম ভারত এবং ভারতের বাইরে সুপ্রসারিত?
(A) হর্ষবর্ধন
(B) চন্দ্রগুপ্ত
(C) কনিষ্ক
(D)অশোক
উত্তর: অশোক
১৯. পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল?
(A)শতদ্রু নদী
(B) পাঞ্জাব
(C) বিতস্তা
(D)হিন্দুকুশ
উত্তর: হিন্দুকুশ
২০. বৈদিক সমাজের আচরণবিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে?
(A) ঋকবেদ
(B)পুরাণ
(C)স্মৃতি
(D) সামবেদ
উত্তর: স্মৃতি