Indian Geography GK Question Answer
Geography MCQ Question Answer Part – 7 : আপনাদের বিভিন্ন পরীক্ষায় সফলতার জন্য ভূগোলের উপর থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জিকে প্রশ্নোত্তর, জিকে মক টেস্ট, জিকে পিডিএফ দিয়ে থাকি। এই পর্বে আপনাদের সহযোগিতার জন্য ভূগোল Question Answer দেওয়া হল। আগের পর্বের ভুগোল জিকে প্রশ্নোত্তর গুলি দেখে নিতে আমাদের টপিক পেজটি দেখুন। ভূগোলের সকল প্রশ্নোত্তর পেয়ে যাবেন।
GK MCQ on Geography In Bengali
1➤ ‘যোগ’ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ⓑ তামিলনাড়ু
ⓒ মনিপুর
ⓓ ঝাড়খন্ড
2➤ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী নিচের কোনটি?
ⓑ গ্রেট নিকোবর
ⓒ পোর্ট লুইস
ⓓ পোর্ট ব্লেয়ার
3➤ নিউ ম্যাঙ্গালোর ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ⓑ অন্ধপ্রদেশ
ⓒ কর্ণাটক
ⓓ তামিলনাড়ু
4➤ লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত?
ⓑ যমুনা
ⓒ সরস্বতী
ⓓ গোমতী
5➤ পানাজি কোন রাজ্যের রাজধানী?
ⓑ লাক্ষাদ্বীপ
ⓒ মনিপুর
ⓓ গোয়া
6➤ চন্দ্রভাগা কোন নদীর একটি উপনদী?
ⓑ ব্রহ্মপুত্র
ⓒ মহানদী
ⓓ সিন্ধু
7➤ কোন নদীর একটি উপনদীর নাম ঘর্ঘরা?
ⓑ ব্রহ্মপুত্র
ⓒ যমুনা
ⓓ শোন
8➤ কোন নদীর উৎস তিব্বতের কৈলাস পর্বতে?
ⓑ বিপাশা
ⓒ ব্রহ্মপুত্র
ⓓ সিন্ধু
9➤ কোন নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত?
ⓑ ব্রহ্মপুত্র
ⓒ রামগঙ্গা
ⓓ মহানন্দা
10➤ সাবেক কলকাতায় গ্যাসের আলো সরবরাহ করত কোন কোম্পানি?
ⓑ ওয়ার্ল্ডফোর্ড কোম্পানি
ⓒ মার্টিন বার্ন কোম্পানি
ⓓ ফেয়ারলি ব্রাদার্স
11➤ কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রাম এর প্রচলন হয় কত খ্রিস্টাব্দে?
ⓑ 1899
ⓒ 1900
ⓓ 1903
12➤ কলকাতায় সর্বপ্রথম বিদ্যুৎ এর প্রচলন হয় কত খ্রিস্টাব্দে?
ⓑ 1899
ⓒ 1900
ⓓ 1903
13➤ কয়ালী কি?
ⓑ একটি জলপ্রপাত
ⓒ একটি তৈলশোধনাগার
ⓓ একটি বন্দর
14➤ নিচের কোন নদীটি জোয়ারের জলে পুষ্ট?
ⓑ মাতলা
ⓒ অজয়
ⓓ ব্রাহ্মণী
15➤ ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়?
ⓑ কর্ণাটক
ⓒ গোয়া
ⓓ অসম
16➤ জাফনা শহরটি ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের অবস্থিত?
ⓑ নেপাল
ⓒ শ্রীলংকা
ⓓ পাকিস্তান
17➤ কলকাতায় প্রথম কত খ্রিস্টাব্দে হাতে টানা রিক্সার চলন হয়?
ⓑ 1898 খ্রিস্টাব্দে
ⓒ 1900 খ্রিস্টাব্দে
ⓓ 1912 খ্রিস্টাব্দে
18➤ কলকাতার কোথায় প্রথম ভারতে নির্মিত কম্পিউটার চালু হয়?
ⓑ যাদবপুর বিশ্ববিদ্যালয়
ⓒ আলিপুর আবহাওয়া অফিস
ⓓ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
19➤ কলকাতার কোথায় গেলে একটি প্রাচীন প্যাগোডা দেখতে পাওয়া যাবে?
ⓑ চায়না টাউনে
ⓒ ইডেন গার্ডেনে
ⓓ বরানগরে
20➤ কোন তারিখটিকে কলকাতা নগরীর পত্তন- এর তারিখ হিসেবে ধরা হয়?
ⓑ 1690 খ্রিস্টাব্দের 24আগস্ট
ⓒ 1692 খ্রিস্টাব্দের 15মার্চ
ⓓ 1705 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি