ভারতের সংবিধান ও গন পরিষদ | Indian Constitution MCQ in Bengali

 Indian Constitution | Indian Polity | MCQs

ভারতের সংবিধান  

gkghor.in
Indian Constitution | Indian Polity | Question Answer | MCQs

 

সুপ্রিয় শিক্ষার্থীগন, 

আজকে আমরা আপনাদের জন্য ভারতের সংবিধান ও গন পরিষদের উপর থেকে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি। ভারতীয় রাজনীতি তথা ভারতীয় গন পরিষদ ও সংবিধানের এই প্রশ্ন উত্তর গুলি আপনাদের জন্য খুবই উপযোগী। আগামী পরীক্ষা গুলোতে আমাদের দেওয়া ভারতীয় সংবিধানের এই প্রশ্নোত্তর গুলি আপনাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাহায্য করবে। নিচে আমরা ভারতের রাজনীতি তথা সংবিধানের প্রশ্ন উত্তর গুলি দিয়ে দিলাম। 

ভারতের রাজনীতি, গন পরিষদ ও সংবিধান


1. 1946 সালেগণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে

a) জওহরলালনেহেরু

b) ডঃরাজেন্দ্রপ্রসাদ

c) ডঃবি আর আম্বেদকর

d) ডঃসচিদানন্দ সিনহা

উত্তরঃ ডঃ সচিদানন্দ সিনহা


2. ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল তারিখটি হল

a) 15 আগস্ট, 1947

b) 24 জুলাই, 1948

c) 20 জানুয়ারি, 1951

d) 26 জানুয়ারি, 1950

উত্তরঃ 15 আগস্ট, 1947

3. গণপরিষদেরপ্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল কারণ তিনি ছিলেন

 a) মহতমাগান্ধীর সমর্থিত

b) কংগ্রেসেরসমর্থিত

c) কংগ্রেসএবং মুসলিম লীগের সমর্থিত

d) গণপরিষদেরপ্রবীণতম সদস্য

 উত্তরঃ গণপরিষদের প্রবীণতম সদস্য


4. ভারতবর্ষেরসংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে?

 a) গণপরিষদ

b) সংসদ

c) রাষ্ট্রপতি

d) লোকসভা

 উত্তরঃ গণপরিষদ

5. কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠনের দাবি প্রথম উপস্থাপিত হয়েছিল ?

 a) 1935

b) 1938

c) 1943

d) 1944

 উত্তরঃ 1935

6. গণপরিষদেরপ্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন?

 a) ডঃসচিদানন্দ সিনহা

b) ডঃরাজেন্দ্র প্রসাদ

c) বিআর আম্বেদকর

d) জওহরলালনেহেরু

 উত্তরঃ  ডঃ সচিদানন্দ সিনহা


7. 1946 সালের11 ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন?

 a) জওহরলালনেহেরু

b) বিআর আম্বেদকর

c) বিএন রাও

d) রাজেন্দ্রপ্রসাদ

 উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ


8. ভারতবর্ষেরসংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল?

 a) 13

b) 9

c) 17

d) 7

উত্তরঃ  13

9. কাকেভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়?

 a) জওহরলালনেহেরু

b) বিআর আম্বেদকর

c) রাজেন্দ্রপ্রসাদ

d) বিএন রাও

 উত্তরঃ বি আর আম্বেদকর


10. ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত –

 a) 372

b) 375

c) 380

d) 389

 উত্তরঃ 389

11. গণপরিষদেরসদস্যরা ছিলেন

 a) প্রত্যক্ষভাবেভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত

b) প্রাদেশিকআইন সভার সদস্যগণ দ্বারা নির্বাচিত

c) সরকারকর্তৃক মনোনীত

d) একমাত্রসামন্ত রাজ্যগুলির প্রতিনিধি

 উত্তরঃ প্রাদেশিক আইন সভার সদস্যগণ দ্বারা নির্বাচিত


12. ভারতীয়সংবিধান গৃহীত হয় কখন?

 a) 1950 সালের26 শে জানুয়ারি

b) 1949 সালের26 শে জানুয়ারি

c) 1949 সালের26 শে নভেম্বর

d) 1949 সালের31 শে ডিসেম্বর

 উত্তরঃ 1949 সালের 26 শে নভেম্বর


13. কতসালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে?

 a) 1949

b) 1950

c) 1951

d) 1952

 উত্তরঃ 1950

14. কবেঅনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা?

 a) 9 ডিসেম্বর1947

b) 9 ডিসেম্বর1948

c) 9 ডিসেম্বর1946

d) 9 ডিসেম্বর1949

 উত্তরঃ ডিসেম্বর 1946

15. কেকোন পরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন?

 a) বিআর আম্বেদকর

b) ডঃরাজেন্দ্র প্রসাদ

c) বিএন রাও

d) জওহরলালনেহেরু

 উত্তরঃ বি এন রাও


16. কেগণপরিষদের উদ্দেশ্য মূলক প্রস্তাবটি উত্থাপন করেন?

 a) ডঃএস রাধাকৃষ্ণণ

b) ডঃরাজেন্দ্র প্রসাদ

c) মতিলালনেহেরু

d) জওহরলালনেহরু

 উত্তরঃ জওহরলাল নেহরু


17. ভারতবর্ষেরসংবিধান

 a) পৃথিবীরবৃহত্তম সংবিধান

b) পৃথিবীরবৃহত্তম অলিখিত সংবিধান

c) পৃথিবীরবৃহত্তম লিখিত সংবিধান

d) পৃথিবীরদ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান

উত্তরঃ পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান


18. নীচেরকোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ?

 a) ক্যাবিনেটমিশন পরিকল্পনা, 1946

b) ভারতীয়স্বাধীনতা আইন, 1947

c) ভারতশাসন আইন, 1935

d) উপরেরকোনটিই সঠিক নয়

 উত্তরঃ ক্যাবিনেট মিশন পরিকল্পনা, 1946

19. কেগণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন?

 a) মহাত্মাগান্ধী

b) বিএন রাও

c) ডঃসচিদানন্দ সিনহা

d) ডঃরাজেন্দ্র প্রসাদ

 উত্তরঃ ডঃ সচিদানন্দ সিনহা


20. কতসালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়?

 a) 1946

b) 1947

c) 1948

d) 1950

 উত্তরঃ 1948

21. কত সালে জওহরলালনেহেরু গণপরিষদের উদ্দেশ্য মূলক প্রস্তাবটি উত্থাপন করেছিল ?

 a) 1947 সালের22 শে জানুয়ারি

b) 1947 সালের15 আগস্ট

c) 1949 সালের26 শে জানুয়ারি

d) 1949 সালের26 শে নভেম্বর

 উত্তরঃ 1947 সালের 22 শে জানুয়ারি


22. 1949 সালের26 শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি কার্যকরী হয়?

 a) নাগরিকতাসংক্রান্ত বিধিব্যবস্থা

b) নির্বাচন

c) কার্যনির্বাহীসংসদ

d) উপরোক্তসবকটি

 উত্তরঃ  উপরোক্ত সবকটি


  23. ভারতেরসংবিধান রচনা করেছে

 a) ব্রিটিশপার্লামেন্ট

b) ভারতেরগণপরিষদ

c) তৎকালীনপ্রদেশগুলোর প্রাদেশিক আইনসভার সদস্যগণ

d) ভারতেরজনগণ

উত্তরঃ ভারতের গণপরিষদ


24. নিম্নলিখিতসময়কাল গুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে?

 a) নভেম্বর1946 – নভেম্বর 1949

b) নভেম্বর1947 – নভেম্বর 1949

c) ডিসেম্বর1946 – নভেম্বর 1949

d) ডিসেম্বর1947 – নভেম্বর 1949

উত্তরঃ ডিসেম্বর 1946 – নভেম্বর 1949

25. ভারতের সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির মূখ্য ব্যক্তি কে ছিলেন?

 a) জওহরলালনেহেরু

b) ডঃরাজেন্দ্র প্রসাদ

c) ডঃবি আর আম্বেদকর

d) ওপরেরকোনোটিই নয়

 উত্তরঃ ডঃ বি আর আম্বেদকর


26. গণপরিষদেরসভাপতি কে ছিলেন?

 a) জওহরলালনেহেরু

b) বল্লভভাই প্যাটেল

c) মৌলানাআবুল কালাম আজাদ

d) রাজেন্দ্রপ্রসাদ

 উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ


27. নিম্নলিখিতকোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ?

 a) মাউন্টব্যাটেনপ্ল্যান

b) ক্যাবিনেটমিশন প্লান

c) ভারতীয়স্বাধীনতা আইন, 1947

d) ওয়েভেলপ্ল্যান

 উত্তরঃ ক্যাবিনেট মিশন প্লান


28. কবে ভারতেরসংবিধান ঘোষণা করা হয়?

 a) 26 শেজানুয়ারি 1952

b) 26 শেজানুয়ারি 1953

c) 26 শেজানুয়ারি 1951

d) 26 শেজানুয়ারি 1950

 উত্তরঃ 26 শে জানুয়ারি 1950

29. নিম্নলিখিত কোন দিন থেকে ভারতের শাসনতন্ত্র  কার্যকর করা হয়?

 a) 9 ডিসেম্বর, 1946

b) 26 জানুয়ারি, 1949

c) 26 জানুয়ারি, 1950

d) 26 নভেম্বর, 1951

 উত্তরঃ 26 জানুয়ারি, 1950

30. গণপরিষদেরমোট কত জন সদস্য বিশিষ্ট নৃপতিদের মাধ্যমে মনোনীত ছিলেন?

 a) 13 জন

b) 83 জন

c) 93 জন

d) 97 জন

  উত্তরঃ 93 জন


31. গণপরিষদগঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

 a) মার্চ1946

b) এপ্রিল1946

c) নভেম্বর1946

d) ডিসেম্বর1946

  উত্তরঃ মার্চ 1946

32. কোনব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন?

 a) মহাত্মাগান্ধী

b) মতিলালনেহেরু

c) এমএন রায়

d) মৌলানাআবুল কালাম আজাদ

  উত্তরঃ এম এন রায়


33. ভারতেরগণপরিষদের কত সময় লেগেছিলভারতীয় সংবিধান রচনার জন্য?

 a) প্রায়দুবছর

b) প্রায়তিন বছর

c) প্রায়চার বছর

d) প্রায়পাঁচ বছর

  উত্তরঃ প্রায় তিন বছর


34. গণপরিষদেরপ্রাথমিক সদস্যপদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য?

 a) 78

b) 88

c) 56

d) 98

  উত্তরঃ 78



👉 Bengali GK

                                      

Leave a Comment