ভারতের সংবিধান ও রাজনীতি প্রশ্নোত্তর। Indian Constitution and Polity Question Answer | Part – 9

Table of Contents

 MCQ Question Answer on Constitution and Polity

Indian Polity GK
Indian Constitution and Polity GK Question Answer

    

বন্ধুগণ, 

আগের পর্বের ন্যায় এই পর্বেও আমরা দিচ্ছি ভারতের রাজনীতি ও সংবিধানের মোট ২০ টি গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর। আমাদের দেওয়া Indian Constitution GK Question Answer পর্ব গুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। Important Question Answer পেতে আমাদের ওয়েবসাইট টি ভিসিট করুন।

Indian Constitution GK Question Answer

 

1➤ কেন্দ্রীয় সরকারের যাবতীয় শাসনকার্য সম্পাদিত হয়

ⓐ প্রধানমন্ত্রীর নামে
ⓑ রাষ্ট্রপতির নামে
ⓒ লোকসভার স্পিকারের নামে
ⓓ স্বরাষ্ট্রমন্ত্রীর নামে

➤ রাষ্ট্রপতির নামে


2➤ কেন্দ্রশাসিত অঞ্চল এবং উপজাতি অধ্যুষিত অঞ্চল সমূহের প্রধান প্রশাসক হিসেবে কে গণ্য হন?

ⓐ রাজ্যপাল
ⓑ রাষ্ট্রপতি
ⓒ প্রধানমন্ত্রী
ⓓ উপরাষ্ট্রপতি

➤ রাষ্ট্রপতি


3➤ জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব কে পালন করেন?

ⓐ রাষ্ট্রপতি
ⓑ প্রধানমন্ত্রী
ⓒ প্রতিরক্ষা মন্ত্রী
ⓓ বিদেশ মন্ত্রী

➤ রাষ্ট্রপতি


4➤ রাজ্য বিধানসভায় গৃহীত কোন বিল কার বিবেচনা ও সম্মতির জন্য ধরে রাখতে পারেন?

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ রাষ্ট্রপতি
ⓒ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
ⓓ মুখ্যমন্ত্রী

➤ রাষ্ট্রপতি


5➤ কার সুপারিশ ছাড়া কোন ব্যয় মঞ্জুরি প্রস্তাব পার্লামেন্টে পেশ করা যায় না?

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ অর্থমন্ত্রী
ⓒ রাষ্ট্রপতি
ⓓ লোকসভার স্পিকার

➤ রাষ্ট্রপতি


6➤ ৬. নিচের কোন বিষয়টি রাষ্ট্রপতির সুপারিশ বা পূর্ব সম্মতি ছাড়া পার্লামেন্টে উত্থাপন করা যায় না?

ⓐ অর্থ বিল
ⓑ কোন রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন
ⓒ ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের প্রস্তাব
ⓓ উপরের সবগুলি

➤ উপরের সবগুলি


7➤ আকস্মিক ব্যয় ও সঙ্কুলান তহবিল এর তত্ত্বাবধানের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে?

ⓐ আকস্মিক ব্যয় ও সঙ্কুলান তহবিল এর তত্ত্বাবধানের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে?
ⓑ পার্লামেন্ট
ⓒ রাষ্ট্রপতি
ⓓ স্পিকার

➤ রাষ্ট্রপতি


8➤ কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন এর জন্য নিচের কোনটি গঠন করা হয়?

ⓐ অর্থ কমিশন
ⓑ পরিকল্পনা কমিশন
ⓒ জাতীয় উন্নয়ন পরিষদ
ⓓ নির্বাচন কমিশন

➤ অর্থ কমিশন


9➤ জরুরি অবস্থা ঘোষণার ( 352 ধারা) কত মাসের মধ্যে সেটি পার্লামেন্টে কর্তৃক অনুমোদিত হতে হবে?

ⓐ এক মাস
ⓑ দুই মাস
ⓒ তিন মাস
ⓓ ছয় মাস

➤ এক মাস


10➤ রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা রাষ্ট্রপতি শাসন( 356 ধারা) ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হবে?

ⓐ এক মাস
ⓑ দুই মাস
ⓒ তিন মাস
ⓓ ছয় মাস

➤ দুই মাস



11➤ কেন্দ্রীয় সরকারের অধঃস্তন কর্মচারীদের বাছাই করার দায়িত্ব-

ⓐ কেন্দ্রীয় জনপালন কৃত্যক কমিশন(UPSC)
ⓑ কর্মচারী নির্বাচন কমিশন(SSC)
ⓒ কর্মচারী নির্বাচন কমিশন(SSC)
ⓓ নির্বাচন কমিশন

➤ কর্মচারী নির্বাচন কমিশন(SSC)


12➤ কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ জনপালন কর্তৃক কর্মচারীদের বাছাই করার দায়িত্ব-

ⓐ কেন্দ্রীয় জনপালন কৃত্যক কমিশন(UPSC)
ⓑ কর্মচারী নির্বাচন কমিশন(SSC)
ⓒ A ও B উভয়েরই
ⓓ নির্বাচন কমিশন

➤ কেন্দ্রীয় জনপালন কৃত্যক কমিশন(UPSC)


13➤ কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন কাকে পরামর্শ দিয়ে থাকে?

ⓐ রাষ্ট্রপতিকে
ⓑ প্রধানমন্ত্রীকে
ⓒ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে
ⓓ কাউকেও নয়

➤ রাষ্ট্রপতিকে


14➤ কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন কার নিকট রিপোর্ট পেশ করে থাকে?

ⓐ পার্লামেন্ট
ⓑ প্রধানমন্ত্রী
ⓒ রাষ্ট্রপতি
ⓓ সুপ্রিমকোর্ট

➤ রাষ্ট্রপতি


15➤ ৯১ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিচের কোনটির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়?

ⓐ মন্ত্রিসভার সদস্য সংখ্যা
ⓑ মন্ত্রীদের বেতন
ⓒ মন্ত্রীদের বিদেশ সফর
ⓓ রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা

➤ মন্ত্রিসভার সদস্য সংখ্যা


16➤ ভারতের সংবিধান ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্টপতির পর কার স্থান?

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ লোকসভার স্পিকার
ⓒ দেশের প্রধান বিচারপতি
ⓓ উপরাষ্ট্রপতির

➤ উপরাষ্ট্রপতির


17➤ সরকারি ভাষা কমিশন কে গঠন করেন?

ⓐ প্রধানমন্ত্রী
ⓑ রাষ্ট্রপতি
ⓒ লোকসভার স্পিকার
ⓓ স্বরাষ্ট্রমন্ত্রী

➤ রাষ্ট্রপতি


18➤ রাজ্যে রাষ্ট্রপতি শাসন এর সর্বোচ্চ মেয়াদ কত বছর?

ⓐ এক বছর
ⓑ দু বছর
ⓒ তিন বছর
ⓓ চার বছর

➤ তিন বছর


19➤ দেশে আর্থিক জরুরি অবস্থা (360 ধারা) ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে?

ⓐ এক মাস
ⓑ দুই মাস
ⓒ তিন মাস
ⓓ ছয় মাস

➤ দুই মাস


20➤ বর্তমানে ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর?

ⓐ 5 বছর
ⓑ 6 বছর
ⓒ 4 বছর
ⓓ 2 বছর

➤ 6 বছর


Leave a Comment