ভারতের সংবিধান প্রশ্নোত্তর। ভারতের গণপরিষদ। Indian Constitution GK

 Indian Constitution Question Answer In Bengali

Indian Constitution GK Question Answer

    

বন্ধুরা, 

ভারতের গণপরিষদের উপর থেকে আপনাদের জন্য এই পর্বে ২০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর দিচ্ছি। ভারতের সংবিধানের উপর থেকে এর আগেও বেশ কিছু গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। আমরা আপনাদের পরীক্ষা সফলতার জন্য সকল প্রকার বিষয়ে Notes, Pdf, Books, GK Mock Test, GK Question Answer ইত্যাদি দিয়ে থাকি। এই পর্বের Indian Constitution GK Question Answer গুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। তাই নিচে দেওয়া ভারতের সংবিধান প্রশ্নোত্তর গুলি দেখে নিন। 

Indian Constitution General Knowledge In Bengali  

1➤ ভারতের সংবিধান গৃহীত হয়েছিল –

ⓐ ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
ⓑ ইন্ডিয়ান লিগ
ⓒ ভারতীয় সংবিধান সভা
ⓓ ওপরের কোনোটিই নয়

➤ ভারতীয় সংবিধান সভা


2➤ ভারতের সংবিধান দিবস পালিত হয়-

ⓐ 3 ডিসেম্বর
ⓑ 25 অক্টোবর
ⓒ 5 জানুয়ারি
ⓓ 26 নভেম্বর

➤ 26 নভেম্বর


3➤ Constituent Assembly ‘ভারতীয় সংবিধান’ গ্রহণ করেছে-

ⓐ 15 আগস্ট,1947
ⓑ 26 জানুয়ারি, 1950
ⓒ 26 নভেম্বর,1949
ⓓ 2 অক্টোবর,1950

➤ 26 নভেম্বর,1949


4➤ ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন-

ⓐ মোহনদাস করমচাঁদ গান্ধী
ⓑ জওহরলাল নেহেরু
ⓒ ডঃ. বি. আর. আম্বেদকর
ⓓ সর্দার বল্লভভাই প্যাটেল

➤ ডঃ. বি. আর. আম্বেদকর


5➤ ভারতের 70 তম সংবিধান দিবস পালিত হয়-

ⓐ 2020
ⓑ 2017
ⓒ 2018
ⓓ 2019

➤ 2019


6➤ ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল?

ⓐ 20 নভেম্বর,1949
ⓑ 25 নভেম্বর,1949
ⓒ 26 জানুয়ারি,1950
ⓓ 26 নভেম্বর,1949

➤ 26 নভেম্বর,1949


7➤ কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়?

ⓐ রাজা গোপালাচারী
ⓑ শরৎ বসু
ⓒ মোতিলাল নেহেরুর
ⓓ শ্যামাপ্রসাদ মুখার্জী

➤ মোতিলাল নেহেরুর


8➤ ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ টি হল-

ⓐ 15 আগস্ট,1947
ⓑ 24 জুলাই,1948
ⓒ 20 জানুয়ারি,1951
ⓓ 26 জানুয়ারি,1950

➤ 26 জানুয়ারি,1950


9➤ সংবিধান সভার সভাপতি কে ছিলেন?

ⓐ ডঃ বি. আর. আম্বেদকর
ⓑ ডঃ রাজেন্দ্র প্রসাদ
ⓒ রাজা গোপালাচারী
ⓓ জওহরলাল নেহেরু

➤ ডঃ রাজেন্দ্র প্রসাদ


10➤ গণপরিষদের সদস্যরা ছিলেন –

ⓐ প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত
ⓑ প্রত্যক্ষ জনগণ কর্তৃক নির্বাচিত
ⓒ সরকার কর্তৃক মনোনীত
ⓓ একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি

➤ প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত



11➤ ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন?

ⓐ ডঃ বি. আর. আম্বেদকর
ⓑ ডঃ রাজেন্দ্র প্রসাদ
ⓒ জওহরলাল নেহেরু
ⓓ এদের কেউই নয়

➤ ডঃ বি. আর. আম্বেদকর


12➤ নিচে বর্ণিত সময়কাল গুলির মধ্যে কোন সময়ে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদ বির্তকের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে?

ⓐ নভেম্বর,1946- নভেম্বর,1949
ⓑ নভেম্বর,1947- নভেম্বর,1949
ⓒ ডিসেম্বর,1946- নভেম্বর,1949
ⓓ ডিসেম্বর,1947- নভেম্বর,1949

➤ ডিসেম্বর,1946- নভেম্বর,1949


13➤ ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল?

ⓐ 300
ⓑ 304
ⓒ 389
ⓓ 310

➤ 389


14➤ কোন আইন দ্বারা ভারতীয় সংবিধান বৈধতা লাভ করেছিল?

ⓐ The Govt. of India act, 1919
ⓑ The Govt.of India act, 1935
ⓒ The Indian Independence act,1947
ⓓ এগুলোর কোনোটি নয়

➤ The Govt.of India act, 1935


15➤ গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন?

ⓐ ডঃ রাজেন্দ্র প্রসাদ
ⓑ সচ্চিদানন্দ সিনহা
ⓒ ডঃ বি আর আম্বেদকর
ⓓ এইচ. ভি. কামাথ

➤ সচ্চিদানন্দ সিনহা


16➤ নিম্নলিখিতদের মধ্যে কে গণপরিষদের খসড়া প্রণয়ন কমিটির পরামর্শদাতা ছিলেন?

ⓐ বি. শিবারাও
ⓑ ডঃ. বি. আ. আম্বেদকর
ⓒ বি. এন. রাও
ⓓ সচ্চিদানন্দ সিনহা

➤ বি. এন. রাও


17➤ ভারতীয় গণপরিষদ কাজ করা শুরু করে-

ⓐ 9 ডিসেম্বর,1946 থেকে
ⓑ 1 জানুয়ারি,1947 থেকে
ⓒ 26 জানুয়ারি,1947 থেকে
ⓓ 15 অগাস্ট, 1947 থেকে

➤ 9 ডিসেম্বর,1946 থেকে


18➤ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না?

ⓐ সর্দার বল্লভভাই প্যাটেল
ⓑ আচার্য জে.বি. কৃপালিনী
ⓒ জয়প্রকাশ নারায়ন
ⓓ কে. এম. মুন্সি

➤ জয়প্রকাশ নারায়ন


19➤ গণপরিষদের সভাপতি কে ছিলেন?

ⓐ ডঃ. বি. আর. আম্বেদকর
ⓑ রাজা গোপালাচারী
ⓒ আবুল কালাম আজাদ
ⓓ ডঃ রাজেন্দ্র প্রসাদ

➤ ডঃ রাজেন্দ্র প্রসাদ


20➤ স্বাধীনতার সময়ে ভারতে কতগুলি দেশীয় রাজ্য বর্তমান ছিল?

ⓐ 555 টি
ⓑ 558 টি
ⓒ 560 টি
ⓓ 562 টি

➤ 562 টি


Leave a Comment