ভারতের সংবিধান প্রশ্নোত্তর পর্ব ৪ | Indian Constitution MCQ In Bengali

Table of Contents

 Indian Constitution And Polity MCQ In Bengali

gkghor.in
Indian Constitution For wbcs | UPSC | Indian Polity GK In Bengali

   

ভারতের রাজনীতি ও সংবিধান প্রশ্নোত্তর পর্বে আপনাদের জন্য থাকছে মোট ২০ Indian Constitution MCQ Question Answer। আমরা আগের পর্ব গুলিতে অনেক গুলো জিকে প্রশ্নোত্তর দিয়েছি সেগুলো দেখে নিতে পারেন।

 

Indian Constitution Question Answer In Bengali

   . ভারতীয় নাগরিকতা আইন (Indian Citizenship Act) কোন খ্রিস্টাব্দে পাশ হয়?

 

   (A) 1950  

   (B)1955 

   (C)1967 

   (D)1952

 

 উত্তর: 1955

 

. ‘Principles of Social and Political Theory ‘ বইটির লেখক কে?

 

     (A) আরনেস্ট বার্কার 

     (B) জি. অস্টিন 

     (C) . বি. আর. আম্বেদকর

     (D) কে. সি. হোয়ার

 

উত্তর: আরনেস্ট বার্কার

 

. কে মন্তব্য করেছিলেন যে,প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি

 

     (A) জি. অস্টিন

     (B) কে. সি. হোয়ার

     (C) আরনেস্ট বার্কার

     (D) . বি. আর. আম্বেদকর

 

উত্তর:  আরনেস্ট বার্কার

 

. কে ভারতীয় সংবিধান কে মূলত সামাজিক একটি নথী (Indian Constitution is a basically a social document)  হিসাবে উল্লেখ করেছিলেন

 

      (A) জি. অস্টিন

      (B)  কে. সি. হোয়ার

      (C) . বি. আর. আম্বেদকর

      (D) ঠাকুরদাস ভার্গব 

 

উত্তর:  জি. অস্টিন

 

. কোন ভারতীয় সংবিধানকেআইনজীবিদের স্বর্গরাজ্যহিসেবে গণ্য করেছিলেন

 

(A) এম. ভি. পাইলি 

(B) ঠাকুরদাস ভার্গব

(C) দুর্গাদাস বসু

(D) . বি. আর. আম্বেদকর

 

উত্তর:  এম. ভি. পাইলি

 

. প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়

 

(A)প্রথমে 

(B)মাঝখানে 

(C)শেষে

(D)যে কোন অংশে

 

উত্তর:  প্রথমে

 

. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে?

 

(A)সামাজিক 

(B)অর্থনৈতিক 

(C)রাজনৈতিক

 (D)সবগুলোই

 

উত্তর:  সবগুলোই

 

.1995 খ্রিস্টাব্দে নাগরিকতা আইন টি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয়?

 

 (A) 2000

(B) 2001

(C) 2003

(D) 2007

 

উত্তর: 2003

 

.ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে

 

 (A)প্রস্তাবনা

(B) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি 

(C)মৌলিক অধিকার 

(D)মৌলিক কর্তব্য

 

উত্তর:  প্রস্তাবনা

 

১০.’কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলাকোন খ্রিস্টাব্দে হয়েছিল

 

(A)1973

(B)1983

(C)1995

(D)1962

 

উত্তর: 1973

 

 ১১.কোন দেশের সংবিধানকেআইনজীবিদের স্বর্গরাজ্যবলা হয়

 

 (A)ব্রিটেন 

(B)ভারত

 (C)আমেরিকা

(D) কানাডা

 

উত্তর:  ভারত

 

১২. বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাস করে

 

(A)2000

(B)2001

(C)2003

(D)2007

 

উত্তর:  2003

 

১৩. ভারতীয় সংবিধানের 5-11 ধারায় কোন বিষয়টি ব্যাখ্যাতো হয়েছে

 

(A) মৌলিক অধিকার

(B) নাগরিকত্ব

 (C)মৌলিক কর্তব্য

 (D)রাজ্যের সীমানা পরিবর্তন

 

উত্তর:  নাগরিকত্ব

 

১৪কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারবিরোধী কোন আইন কে বাতিল করতে পারে না

 

 (A)ব্রিটেন

(B)ভারত

(C)আমেরিকা

(D) ভারত ব্রিটেন

 

উত্তর:  ব্রিটেন

 

১৫.ভারতের একনাগরিকত্ব নীতিটি কোনটির বিরোধিতা করে?

 

 (A)যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার

 (B)বিচারব্যবস্থার

 (C)সংসদীয় গণতন্ত্রের

(D) মৌলিক অধিকারের

 

উত্তর:  যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার

 

১৬. ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন শর্তটি আবশ্যক

 

(A) ভারতীয় নাগরিক হতে হবে

 (B)স্নাতক হতে হবে

(C) উচ্চ বর্ণভুক্ত হতে হবে

 (D)সরকারি দলের সদস্য হতে হবে

 

উত্তর:  ভারতীয় নাগরিক হতে হবে

 

১৭. বিশ্বের কোন দেশে মৌলিক অধিকার গুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি?

 (A) ভারত

 (B)আমেরিকা

(C) ব্রিটেন

(D) চীন

 

উত্তর:  ব্রিটেন

 

১৮. ‘Unity and Integrity of the Nation’ শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে?

 

 (A)প্রস্তাবনা 

(B)রাষ্ট্রের নির্দেশমূলক নীতি

 (C)জরুরি অবস্থার

(D) মৌলিক কর্তব্য

 

উত্তর:  প্রস্তাবনা

 

১৯. আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি

 

(A) প্রস্তাবনা

(B) মৌলিক কর্তব্য

(C) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি

 (D)সবকটিই

 

উত্তর:  সবকটিই

 

২০. কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদ এর সৃষ্টি বা বিলোপ করতে পারে

 

(A) 100

(B)150

(C)169

(D)178

 

উত্তর:  169      

Leave a Comment