ভারতের হ্রদ, অবস্থান ও তাদের প্রকৃতি | Indian Lakes And Their Locations Pdf

 হ্রদ, তাদের অবস্থান ও প্রকৃতি

Geography

Geography Question Answer | Indian Famous Lakes 

  

Indian Lakes, Nature Of Water And Their Locations : 

ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয় গুলি নিয়ে আমাদের আজকের সিরিজে আপনাদের জন্য থাকছে ভারতের বিখ্যাত হ্রদ গুলির নাম, তাদের অবস্থান এবং হ্রদ গুলির জলের প্রকৃতি। বিভিন্ন Competitive Exam এর জন্য এই পর্ব টি আমাদের অনেক টা সাহায্য করবে। ভারতের বিভিন্ন রাজ্য গুলিতে অবস্থিত বিভিন্ন হ্রদ গুলির প্রকৃতি ও অবস্থান সম্পর্কে জেনে নিন। নিচে আপনাদের জন্য দেওয়া হল।

ভারতের বিভিন্ন হ্রদের নাম

SL NOহ্রদের নামঅবস্থানপ্রকৃতি
1ভীমতাল হ্রদউত্তারাখন্ডস্বাদুজলের হ্রদ
2অষ্টমুদী হ্রদকেরলের কোলাম জেলালবনাক্ত জলের হ্রদ
3ডাল হ্রদশ্রীনগরস্বাদুজলের হ্রদ
4চিল্কা হ্রদওড়িশালবনাক্ত জলের হ্রদ
5চন্দ্রতাল হ্রদহিমাচলপ্রদেশস্বাদুজলের হ্রদ
6পুলিকট হ্রদঅন্ধ্রপ্রদেশ ও তামিল নাড়ুর সীমান্তেলবনাক্ত জলের হ্রদ
7কল্লেরু হ্রদঅন্ধ্রপ্রদেশস্বাদুজলের হ্রদ
8লোকটাক হ্রদমনিপুরস্বাদুজলের হ্রদ
9রেনুকা হ্রদহিমাচলপ্রদেশস্বাদুজলের হ্রদ
10সম্বর হ্রদজয়পুরলবনাক্ত জলের হ্রদ
11সুরাজতল হ্রদহিমাচল প্রদেশস্বাদুজলের হ্রদ
12ভেম্বানাদ হ্রদকেরললবনাক্ত জলের হ্রদ
13উলার হ্রদজন্মু ও কাশ্মীরস্বাদুজলের হ্রদ
14পংগং হ্রদজন্মু কাশ্মীরের লাদাখলবনাক্ত জলের হ্রদ
15সাতা / সাততাল হ্রদউত্তরাখন্ডস্বাদুজলের হ্রদ
16হিমায়ুত সাগর হ্রদহায়দ্রাবাদ শহরকৃত্রিম হ্রদ
17ওসমান সাগর হ্রদহায়দ্রাবাদ শহরকৃত্রিম হ্রদ
18পুস্কর হ্রদরাজস্থানকৃত্রিম হ্রদ
19তাওয়া জলাশয়মধ্যপ্রদেশকৃত্রিম হ্রদ
20সুখনা হ্রদচন্ডীগড়কৃত্রিম হ্রদ
21কালিভেলি হ্রদতামিলনাড়ুলবনাক্ত জলের হ্রদ

বি:দ্র : আপনারা যদি এই পর্বের ভারতের গিরিপথের নাম এবং তাদের অবস্থান পিডিএফ টি পেতে চান তাহলে উপরে দেওয়া Telegram এবং  Whatsapp গ্রুপে যুক্ত হোন।                             

Leave a Comment