ভারতের হ্রদ, অবস্থান ও তাদের প্রকৃতি | Indian Lakes And Their Locations Pdf

 হ্রদ, তাদের অবস্থান ও প্রকৃতি

Geography

gkghor.in
Geography Question Answer | Indian Famous Lakes 

  

Indian Lakes, Nature Of Water And Their Locations : 

ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয় গুলি নিয়ে আমাদের আজকের সিরিজে আপনাদের জন্য থাকছে ভারতের বিখ্যাত হ্রদ গুলির নাম, তাদের অবস্থান এবং হ্রদ গুলির জলের প্রকৃতি। বিভিন্ন Competitive Exam এর জন্য এই পর্ব টি আমাদের অনেক টা সাহায্য করবে। ভারতের বিভিন্ন রাজ্য গুলিতে অবস্থিত বিভিন্ন হ্রদ গুলির প্রকৃতি ও অবস্থান সম্পর্কে জেনে নিন। নিচে আপনাদের জন্য দেওয়া হল।

ভারতের বিভিন্ন হ্রদের নাম

SL NO হ্রদের নাম অবস্থান প্রকৃতি
1 ভীমতাল হ্রদ উত্তারাখন্ড স্বাদুজলের হ্রদ
2 অষ্টমুদী হ্রদ কেরলের কোলাম জেলা লবনাক্ত জলের হ্রদ
3 ডাল হ্রদ শ্রীনগর স্বাদুজলের হ্রদ
4 চিল্কা হ্রদ ওড়িশা লবনাক্ত জলের হ্রদ
5 চন্দ্রতাল হ্রদ হিমাচলপ্রদেশ স্বাদুজলের হ্রদ
6 পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ ও তামিল নাড়ুর সীমান্তে লবনাক্ত জলের হ্রদ
7 কল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ স্বাদুজলের হ্রদ
8 লোকটাক হ্রদ মনিপুর স্বাদুজলের হ্রদ
9 রেনুকা হ্রদ হিমাচলপ্রদেশ স্বাদুজলের হ্রদ
10 সম্বর হ্রদ জয়পুর লবনাক্ত জলের হ্রদ
11 সুরাজতল হ্রদ হিমাচল প্রদেশ স্বাদুজলের হ্রদ
12 ভেম্বানাদ হ্রদ কেরল লবনাক্ত জলের হ্রদ
13 উলার হ্রদ জন্মু ও কাশ্মীর স্বাদুজলের হ্রদ
14 পংগং হ্রদ জন্মু কাশ্মীরের লাদাখ লবনাক্ত জলের হ্রদ
15 সাতা / সাততাল হ্রদ উত্তরাখন্ড স্বাদুজলের হ্রদ
16 হিমায়ুত সাগর হ্রদ হায়দ্রাবাদ শহর কৃত্রিম হ্রদ
17 ওসমান সাগর হ্রদ হায়দ্রাবাদ শহর কৃত্রিম হ্রদ
18 পুস্কর হ্রদ রাজস্থান কৃত্রিম হ্রদ
19 তাওয়া জলাশয় মধ্যপ্রদেশ কৃত্রিম হ্রদ
20 সুখনা হ্রদ চন্ডীগড় কৃত্রিম হ্রদ
21 কালিভেলি হ্রদ তামিলনাড়ু লবনাক্ত জলের হ্রদ

বি:দ্র : আপনারা যদি এই পর্বের ভারতের গিরিপথের নাম এবং তাদের অবস্থান পিডিএফ টি পেতে চান তাহলে উপরে দেওয়া Telegram এবং  Whatsapp গ্রুপে যুক্ত হোন।                             

Leave a Comment