Geography MCQ GK Questions Answers
ভূগোল প্রশ্নোত্তর পর্ব ৪ এ আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা ভূগোলের উপর থেকে Geography Mcq Questions Answers Part 3 তে মোট ২০ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছি। এই পর্বেও আপনাদের জন্য দেওয়া হল মোট ২০ টি ভূগোল প্রশ্নোত্তর।
Geography MCQ Question Answer In Bengali
১. ‘P’ তরঙ্গ বা Primary wave নিচের কোনটি সাথে জড়িত?
(A) শীতল সমুদ্রস্রোত
(B) উষ্ণ সমুদ্রস্রোত
(C)ভূমিকম্প
(D)নদীর নিম্নগতি
উত্তর: ভূমিকম্প
২. নিরক্ষরেখার ওপর 1° অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে রৈখিক ব্যবধান কত?
(A) 100 কিমি
(B) 111.1 কিমি
(C) 1200 কিমি
(D) শূন্য
উত্তর: 111.1 কিমি
৩. ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে?
(A) স্থানীয় সময়
(B) গ্রীনিচের সময়
(C) প্রমাণ সময়
(D) আন্তর্জাতিক তারিখ রেখার সময়
উত্তর: গ্রীনিচের সময়
৪. নিচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়?
(A) গ্রানাইট মার্বেল
(B) বেলে পাথর
(C) মার্বেল পাথর
(D) ব্যাসলট
উত্তর: বেলে পাথর
৫. এশিয়ার আদ্র অঞ্চলের উপকূলীয় অরন্যের অপর নাম –
(A)সরলবর্গীয় অরণ্য
(B)চিরহরিৎ বনভূমি
(C) ম্যানগ্রোভ
(D) পর্ণমোচী বৃক্ষের অরণ্য
উত্তর: ম্যানগ্রোভ
৬. কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে?
(A) জিব্রাল্টার প্রণালী
(B) হাডসন প্রণালী
(C) কুক প্রণালী
(D) বেরিং প্রণালী
উত্তর: বেরিং প্রণালী
৭. “ম্যাগমা” কাকে বলে?
(A) সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি
(B) চুনাপাথর
(C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ
(D) ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খনিজ
উত্তর: ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ
৮. পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত?
(A) 4 মিনিট
(B) 24 ঘন্টা
(C) 12 ঘন্টা
(D) কোন ব্যবধান নেই
উত্তর: 12 ঘন্টা
৯.পর্বতের গায়ে সীমারেখার ওপর সারাবছর তুষার বা বরফ জমে তাকে কী বলে?
(A) হিমরেখা
(B) গ্রাবরেখা
(C) হিমশৈল
(D) এরিটি
উত্তর: হিমরেখা
১০. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
(A) সুপিরিয়র
(B) ডালহ্রদ
(C) বৈকাল হ্রদ
(D) মানস সরোবর
উত্তর: বৈকাল হ্রদ
৩১. পৃথিবীর বৃহত্তম ব–দ্বীপের নাম –
(A) মাদাগাস্কার
(B)গ্রেট ব্রিটেন
(C)গ্রীনল্যান্ড
(D)সুমাত্রা
উত্তর: গ্রীনল্যান্ড
১২. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
(A) গঙ্গোত্রী
(B) বাতুরা
(C)হিসপার
(D)সিয়াচেন
উত্তর: সিয়াচেন
১৪. জোজিলা গিরিপথ–
(A) শিবালিক
(B) হিমাচল
(C) হিমাদ্রি
(D) ট্রাস্ন হিমালয়ের অবস্থিত
উত্তর: হিমাদ্রি
১৫. লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) অসম
(B) অরুণাচল প্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) মনিপুর
উত্তর: মনিপুর
১৬. কোন পর্বত শ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির?
(A) পামির
(B)কুনলুন
(C)কারাকোরাম
(D) হিন্দুকুশ
উত্তর: হিন্দুকুশ
১৭. নিচের কোন নদীটি পূর্বদিকে প্রবাহিত নয়?
(A) নর্মদা
(B) কৃষ্ণা
(C) মহানদী
(D) কাবেরী
উত্তর: নর্মদা
১৮. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
(A) যোগ
(B) হুড্রু
(C) বেদাঘাট
(D) বিশপ
উত্তর: যোগ
১৯. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
(A) 12,757 কিমি
(B) 6,369 কিমি
(C) 10,500 কিমি
(D) 14,900 কিমি
উত্তর: 12,757 কিমি
2০. ভারতের প্রাচীনতম পর্বতের নাম –
(A) হিমালয়
(B) সাতপুরা
(C) আরাবল্লী
(D) বিন্ধ্যা
উত্তর: আরাবল্লী
Part | Link |
---|---|
ভূগোল প্রশ্নোত্তর পর্ব – 1 | Click Here |
ভূগোল প্রশ্নোত্তর পর্ব – 2 | Click Here |
ভূগোল প্রশ্নোত্তর পর্ব – 3 | Click Here |
গিরিপথ ও তাদের অবস্থান | Click Here |
হ্রদ, তাদের অবস্থান ও প্রকৃতি | Click Here |