MCQ GK Questions Answers on Geography
ভূগোল প্রশ্নোত্তর পর্ব ৫ : আগের পর্বে Geography এর উপর থেকে অনেক গুলো জিকে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এই পর্বে আপনাদের জন্য থাকছে আরও কিছু Geography Gk Question Answer. নিচে ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি দেখে নিন।
Geography MCQ Question Answer In Bengali
১.পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায়–
(A) 500°C
(B) 1000°C
(C) 1500°C
(D) 4000°C
উত্তর: 4000°C
২. ম্যাগমা কাকে বলে?
(A) সমুদ্র তলদেশে সঞ্চিত পলি
(B) চুনাপাথর
(C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ
(D) ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খনিজ
উত্তর: ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ
৩. নিচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে?
(A) গ্রানাইট
(B) বেলে পাথর
(C) মার্বেল পাথর
(D) ব্যাসল্ট
উত্তর: বেলে পাথর
৪. বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমন্ডল প্রধানত কি উপাদানে গঠিত?
(A) লোহা ও নিকেল
(B) অ্যালুমিনিয়াম ও সিলিকন
(C) সালফার ও কার্বন
(D) অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
উত্তর: লোহা ও নিকেল
৫. নিচের কোনটি পাললিক শিলা নয়?
(A) ডলোরাইট
(B) ডলোমাইট
(C) কয়লা
(D) কংগ্লোমারেট
উত্তর: ডলোরাইট
৬. ভারতের দক্ষিণাঞ্চলে ‘ডেকানট্রাপ‘ কোন শিলায় গঠিত?
(A) গ্রানাইট
(B) ডলোমাইট
(C) ব্যাসল্ট
(D) স্লেট
উত্তর: ব্যাসল্ট
৭. পৃথিবীর কোন দেশকে ‘পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ‘ আখ্যা দেওয়া হয়?
(A) সুইজারল্যান্ড
(B) ভারত
(C) জাপান
(D) শ্রীলংঙ্কা
উত্তর: ভারত
৮. রিকটার স্কেলে কি পরিমাপ করা হয়?
(A) সমুদ্র ঢেউ এর উচ্চতা
(B) বৃষ্টিপাতের পরিমাণ
(C) বায়ুর গতির তীব্রতা
(D) ভূমিকম্পের তীব্রতা
উত্তর: ভূমিকম্পের তীব্রতা
৯. কোন সমুদ্রের মধ্যাংশ নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়?
(A) ক্যাস্পিয়ান সমুদ্র
(B) সারগোসা সমুদ্র
(C) কৃষ্ণ সাগর
(D) ক্যারিবিয়ান সাগর
উত্তর: সারগোসা সমুদ্র
১০. ‘P’ তরঙ্গ বা Primary wave নিচের কোনটির সাথে জড়িত?
(A) শীতল সমুদ্রস্রোত
B) উষ্ণ সমুদ্র স্রোত
(C) ভূমিকম্প
(D) নদীর নিম্নগতি
উত্তর: ভূমিকম্প
১১. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলার পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়?
(A) নিস
(B) কোয়ার্টজাইট
(C) স্লেট
(D) শ্বেতপাথর
উত্তর: নিস
১২. চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত?
(A) সাইক্লোন
(B) টর্নেডো
C) টাইফুন
(D)হ্যারিকেন
উত্তর: টাইফুন
১৩. ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয়?
(A) পশ্চিমবঙ্গ
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাড়ু
(D) অসম
উত্তর: তামিলনাড়ু
১৪. গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতেই মৌসুমী বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে?
(A) উত্তর–পূর্ব
(B) দক্ষিণ–পশ্চিম
(C) উত্তর
(D) দক্ষিণ
উত্তর: দক্ষিণ–পশ্চিম
১৫. পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয়–
(A) লু
(B) আশ্বিনের ঝড়
(C) কালবৈশাখি
(D) আঁধি
উত্তর: আশ্বিনের ঝড়
১৬. সিরোজেম কি?
(A) কৃষ্ণমৃত্তিকা
(B) পলিমাটি
(C) মরু অঞ্চলের মাটি
(D) পডসল
উত্তর: মরু অঞ্চলের মাটি
১৭. জোড়াফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায়?
(A) মরু অঞ্চল
(B) সুন্দরবন
(C) কচ্ছের রণ
(D) হিমালয়ের পাদদেশ
উত্তর: মরু অঞ্চল
১৮. নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ?
(A) শিশু
(B) শাল
(C) গর্জন
(D) রবার
উত্তর: শাল
১৯. এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরন্যের অপর নাম–
(A) সরলবর্গীয় অরণ্য
(B) চিরহরিৎ বনভূমি
(C) ম্যানগ্রোভ
(D) পর্ণমোচী বৃক্ষের অরণ্য
উত্তর: ম্যানগ্রোভ
২০. ঠেস মূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়?
(A) ফনিমনসা
(B) গর্জন
(C) সুন্দরী
(D) পাইন
উত্তর: সুন্দরী