MCQ GK on Chemistry In Bengali
Science GK MCQ : এই পর্বে আবারো আপনাদের জন্য Chemistry MCQ Question Answer In Bengali মোট ২০ টি গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর দেওয়া হল। আপনাদের বিভিন্ন পরীক্ষায় এই সব Science GK & Chemistry Question Answer অনেকটা সাহায্য করবে।
Chemistry MCQ GK In Bengali
1➤ H2-এর নাম জ্বলন্ত বায়ু কে দেন?
ⓑ ক্যাভেন্ডিস
ⓒ রবার্ট বয়েল
ⓓ পাউলিং
2➤ নিম্নলিখিত কোনটি অনুঘটকের বিষ হিসেবে কাজ করে?
ⓑ Pt
ⓒ Mo
ⓓ Pb
3➤ কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন হীরক হল বিশুদ্ধতম কার্বন?
ⓑ নিউটন
ⓒ টেন্যান্ট
ⓓ পাউলিং
4➤ সবচেয়ে উচ্চমানের কয়লা নিম্নলিখিত কোনটি?
ⓑ বিটুমিনাস
ⓒ লিগনাইট
ⓓ পিট
5➤ 1 আন্তর্জাতিক ক্যারেট =কত গ্রাম?
ⓑ 0.200
ⓒ 0.003
ⓓ 0.300
6➤ কোন মৌলটির অন্তর্ধৃতি ক্ষমতা রয়েছে?
ⓑ O2
ⓒ H2
ⓓ S
7➤ পরা অনুঘটক কাকে বলে?
ⓑ নেগেটিভ অনুঘটক
ⓒ স্বয়ং অনুঘটক
ⓓ উদ্দীপক
8➤ অক্সি -অ্যাসিটিলিন গ্যাসের শিখার তাপমাত্রা কত হয়?
ⓑ 3000°C
ⓒ 300°C
ⓓ 2000°C
9➤ কোনটি অক্সিজেন শোষণ করে নেয়?
ⓑ সোডিয়াম পাইরোগ্যালেট
ⓒ পটাশিয়াম পাইরোগ্যালেট
ⓓ জিঙ্ক পাইরোগ্যালেট
10➤ বসের পদ্ধতি দ্বারা নিচের কোন মৌল তৈরি হয়?
ⓑ N2
ⓒ C
ⓓ H2
11➤ সমআয়তন CO ও H2এর মিশ্রণকে কি বলে?
ⓑ হাইড্রোজেন গ্যাস
ⓒ পলিউটেড গ্যাস
ⓓ লাফিং গ্যাস
12➤ অধিশোষণ পদার্থের কোন তল দ্বারা ঘটে?
ⓑ পার্শ্বতল
ⓒ নিম্নতল
ⓓ পৃষ্ঠতল
13➤ জাপান ব্ল্যাক তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয়?
ⓑ কোক
ⓒ অঙ্গার
ⓓ ঝুল
14➤ অঙ্গার জলে ভাসে কারণ-
ⓑ এটি H2 এর চেয়ে হালকা
ⓒ এটির ঘনত্ব জলের চেয়ে কম
ⓓ এটি সচ্ছিদ্র
15➤ কোন দেশে পৃথিবীর সবচেয়ে বেশি হীরা পাওয়া যায়?
ⓑ ব্রাজিলে
ⓒ রাশিয়ায়
ⓓ চিলিতে
16➤ হেবার পদ্ধতিতে কোন মৌলের শিল্প প্রস্তুতি হয়?
ⓑ O2
ⓒ H2
ⓓ C
17➤ কোন ধরনের কয়লার অন্তর্ধূম পাতনে কোক পাওয়া যায়?
ⓑ লিগনাইট
ⓒ বিটুমিনাস
ⓓ অ্যানথ্রাসাইট
18➤ গ্যাস থার্মোমিটার -এনিম্নলিখিত কোন গ্যাস থাকে?
ⓑ H2
ⓒ N2
ⓓ Cl2
19➤ নিচের কোনটি বিজারক দ্রব্য?
ⓑ Br2
ⓒ S
ⓓ H2SO4
20➤ জারক পদার্থ নিজে কি হয়?
ⓑ বিজারিত হয়
ⓒ দ্রবীভূত হয়
ⓓ কেলাসিত হয়