Chemistry GK MCQ In Bengali Part 2
এই পর্বে আপনাদের জন্য থাকছে বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর। রাসায়ন বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর আপনাদের জন্য দেওয়া হল। আগের পর্বে Chemistry GK MCQ Question Answer Part 1 দেওয়া হয়েছে। এই পর্বে Chemistry এর উপর থেকে বিভিন্ন Competitive Exam এ আসে এমন বেশ কিছু Important MCQ Question Answer দেওয়া হল।
এই পর্বের সকল প্রশ্নোত্তর আপনাদের বিভিন্ন পরীক্ষা WBCS, PSC, SSC, WBP, RRB Railway, BANK, ICDS, Group D ইত্যাদি পরীক্ষায় সাহায্য করবে। নিচে প্রশ্ন উত্তর গুলি দেওয়া হল।
Chemistry GK MCQ Question Answer
(A) পদার্থের ভর আছে
(B) পদার্থ ইন্দ্রিয়গ্রাহ্য
(C) পদার্থ গতিশীল
(D) পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে
উত্তর: পদার্থ ইন্দ্রিয়গ্রাহ্য
২. নিচের কোনটি অসমসত্ত্ব পদার্থ?
(A) বায়ু
(B) জল
(C) CO2
(D) H2S
উত্তর: বায়ু
৩. পদার্থের ধর্মের ভিত্তিতে কত ভাগে ভাগ করা যায়?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
উত্তর: 3
৪. পৃথিবীপৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি?
(A) N2
(B) O2
(C) H2
(D) Si
উত্তর: O2
৫. নিম্নলিখিত কোন আয়নটি সমুদ্র জলে সবচেয়ে কম আছে?
(A) ক্যালসিয়াম
(B) পটাসিয়াম
(C) ম্যাগনেসিয়াম
(D) ব্রোমাইড
উত্তর: ব্রোমাইড
৬. আর্সেনিক একপ্রকার –
(A) ধাতু
(B) ধাতুকল্প
(C) অধাতু
(D) ধাতুবমল
উত্তর: ধাতুকল্প
৭. ধাতুকল্পের মধ্যে থাকে –
(A) ধাতুর বৈশিষ্ট্য
(B) অধাতুর বৈশিষ্ট্য
(C) ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য
(D) নতুন বৈশিষ্ট্য
উত্তর: ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য
৮. ক্রোমাটোগ্রাফি হল –
(A) ক্রোমোজোম আলাদা করার পদ্ধতি
(B) ঊর্দ্ধপাতন করার পদ্ধতি
(C) মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি
(D) কোনটাই নয়
উত্তর: মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি
৯. সবচেয়ে ভারী অধাতু কোনটি?
(A) Br2
(B) Cl2
(C) I2
(D) F
উত্তর: I2
১০. নিচের কোনটি অধাতু হলেও তড়িৎধনাত্মক?
(A) H2
(B) Cl2
(C) C
(D) S
উত্তর: H2
১১. সারা পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গসেমিতে কত লিটার জল রয়েছে?
(A) 260
(B) 240
(C) 293
(D) 273
উত্তর: 273
১২. লিথোস্ফিয়ার পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় কত কিমি গভীর পর্যন্ত রয়েছে?
(A) 25
(B) 30
(C) 35
(D) 40
উত্তর: 30
১৩. নিচের কোনটি চকচকে অধাতু?
(A) গ্রাফাইট
(B) ক্লোরিন
(C) গ্রাফাইট
(D) অক্সিজেন
উত্তর: গ্রাফাইট
১৪. সবচেয়ে হালকা ধাতু কোনটি?
(A) Li
(B) Na
(C) Mg
(D) Be
উত্তর: Li
১৫. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন?
(A) Mg-এর দহন
(B) Pt তারের দহন
(C) দাবানল
(D) লোহায় মরিচা পড়া
উত্তর: Pt তারের দহন
১৬. ধোয়া হল–
(A) তরল অ্যারোসল
(B) উদগ্রাহী পদার্থ
(C) জলাকর্ষী পদার্থ
(D) কঠিন অ্যারোসল
উত্তর: কঠিন অ্যারোসল
১৭. জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং ও কলকাতায় কেমন হবে?
(A) দার্জিলিং–এ কম কিন্তু কলকাতায় বেশি
(B) কলকাতায় কম, দার্জিলিং–এ বেশি
(C) দুটি জায়গাতে সমান
(D) কোনোটিই নয়
উত্তর: দার্জিলিং–এ কম কিন্তু কলকাতায় বেশি
১৮. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জলে দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় একই থাকে?
(A) NH3
(B) NaCl
(C) CaCO3
(D) কোনোটিই নয়
উত্তর: NaCl
১৯. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে কমে?
(A) চিনি
(B) খাদ্যলবন
(C) কলিচুন
(D) সোডা
উত্তর: কলিচুন
২০. রক্ত কি ধরনের মিশ্রন?
(A) প্রকৃত দ্রবণ
(B) কলয়েড দ্রবণ
(C) সাসপেনশন
(D) কোনোটিই নয়
উত্তর: কলয়েড দ্রবণ
Previous.. Next..