16th Mohajanpdas MCQ Question Answer In Bengali
Ancient Indian History ( 16th Mahajanapadas) MCQ Question Answer
1.খ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে 16 টি মহাজন’পদের মধ্যে কোন জনপদটি দক্ষিণ ভারতে ছিল ?
(A) মৎস্য
(B)বৎস
(C)অবন্তী
(D)অস্মক
অস্মক
2.কাশী মহাজনপদের রাজধানী কী ছিল ?
(A) ইন্দপ্রস্থ
(B)মথুরা
(C)তক্ষশীলা
(D)বারানসী
বারানসী
3.600B.C. তে 16 টি মহাজনপদের মধ্যে কয়টি গণরাজ্য ছিল ?
(A) ছয় টি
(B)ছয় টি
(C)তিনটি
(D)দুটি
দুটি
4.বৈদিক কোন গ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়?
(A) আরণ্যক
(B)শতপথ ব্রাহ্মণ
(C)ঐতরেয় ব্রাহ্মণ
(D)অথর্ববেদ
ঐতরেয় ব্রাহ্মণ
5.বর্তমানে অযোধ্যা অঞ্চলে কোন মহাজনপদ গড়ে উঠেছে ?
(A) কম্বোজ
(B)কোশল
(C)গান্ধার
(D)অঙ্গ
কোশল
6.আম্রপালি নটী কোন নগরের গনিকা ছিলেন ?
(A) কাশি
(B)পাটলিপুত্র
(C)চম্পা
(D)বৈশালী
বৈশালী
7.অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম কী ?
(A) ইন্দপ্রস্থ
(B)কৌশাম্বী
(C)চম্পা
(D) শ্রাবস্তী
চম্পা
8.মগধের প্রাচীন রাজধানীর নাম কি ছিল ?
(A) রাজগৃহ
(B)মগধ
(C)গিরি ব্রজ
(D)পাটলিপুত্র
গিরি ব্রজ
9.প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল ?
(A) অবন্তি
(B)বৈশালী
(C)সুরসেন
(D)কুরু
কুরু
10.খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কয়টি মহাজনপদের উল্লেখ জৈন গ্রন্থ ‘ভগবতী সূত্র’ অনুযায়ী পাওয়া যায়?
(A) 24 টি
(B)20 টি
(C)18 টি
(D)16 টি
16 টি
11.কোন বৌদ্ধ গ্রন্থ থেকে 16 টি মহাজনপদের অবস্থান জানা যায় ?
(A) দীপবংশ
(B)অঙ্গুত্তরনিকায়
(C)দিব্য বাদন
(D)মহাবংশ
অঙ্গুত্তরনিকায়
12.বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল?
(A) কোশল
(B)অস্মক
(C)শূরসেন
(D)শ্রাবস্তি
শূরসেন
13.প্রাচীন ভারতের ১৬ টি বিখ্যাত রাজ্যগুলির মধ্যে নীচের কোনটি আধুনিক উত্তর প্রদেশের এলাকায় ছিল না ?
(A) মগধ
(B)বৎস
(C)মালব
(D)কোশল
মগধ
14.কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত ?
(A) পাঞ্চাল
(B)কোশল
(C)সুরসেন
(D)বৎস
বৎস
15.প্রচীন রাজ্য কোশলার রাজধানী কোথায় ছিল
(A) কৌশাম্বী/p>
(B)কৌশাম্বী
(C)শ্রাবস্তী
(D)এগুলির কোনটি নয়
শ্রাবস্তী
16.মহামসাগিকা বিদ্যালয়টি নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে উত্থিত হয়েছিল ?
(A) শ্রাবস্তি
(B)বৈশালী
(C)রাজগৃহ
(D)বোধা গয়া
বৈশালী
17.গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান ?
(A) অবন্তী
(B)মগধ
(C)চেদি
(D)মল্ল
মল্ল
18.মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর কোন অঞ্চলে অবস্থিত?
(A) বুন্দেলখণ্ড
(B)পেশোয়ার
(C)জয়পুর
(D)মালওয়া
জয়পুর
19.গোদাবরি নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল?
(A) বৎস
(B)অশ্মক
(C)কম্বোজ
(D)অবন্তী
অশ্মক
20.পারস্পরিক প্রতিদ্বন্ধীতায় শেষ পর্যন্ত কোন জনপদ শ্রেষ্ঠত্ব অর্জন করেন ?
(A) মগধ
(B)কোশল
(C)বৎস
(D)অবন্তী
মগধ
21.উত্তর বিহারের প্রাচীন নাম ছিল
(A) অবন্তি
(B)সুরসেন
(C)বৃজি
(D)বৎস
বৃজি
22.জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল ?
(A) মল্ল
(B)মল্ল
(C)বৎস
(D)মৎস
বৎস
23.কোন মহাজনপদ শিশুনাগ রাজবংশ দ্বারা ধ্বংস হয়েছিল ?
(A) মগধ
(B)অবন্তী
(C)কাশী
(D)চেদি
অবন্তী
24.তক্ষশীলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল ?
(A) গান্ধার
(B)চম্পা
(C)কোশল
(D)শ্রাবস্তী
গান্ধার
25.রাজা প্রসেনজিৎ কোথাকার রাজা ছিলেন ?
(A) মগধ
(B)কোশল
(C)মৎস্য
(D)কাশী
কোশল