General Knowledge Short Question Answer In Bengali
Competitive Exam এর জন্য Important GK Questions answers Part – 19। বিভিন্ন বিষয়ের উপর থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর পর্ব গুলি আপনাদের জন্য তৈরি করা হয়েছে। নিচে GK Questions Answers গুলি দেখে নিন।
General Knowledge In Bengali
প্রশ্ন : আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করেউত্তর :
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ।
প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র
উত্তর : ট্যাকোমিটার।
প্রশ্ন : এনজিও প্লাষ্টি হচ্ছে
উত্তর : হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।
প্রশ্ন : কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য
উত্তর : লৌহ।
প্রশ্ন : কম্পিউটার আবিষ্কার করেন
উত্তর : হাওয়ার্ড এইকিন।
প্রশ্ন : কর্কটক্রান্তি রেখা
উত্তর : বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে।
প্রশ্ন : কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে
উত্তর : পেট্রোল ইঞ্জিনে।
প্রশ্ন : ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে
উত্তর : চুম্বক ক্ষেত্র হিসাবে।
প্রশ্ন : ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম
উত্তর : ডলি।
প্রশ্ন : ‘গ্যালিলিও’ হলো
উত্তর : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
প্রশ্ন : গ্লিসারিন দ্রবীভূত হয় না
উত্তর : পানিতে।
প্রশ্ন : চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ
উত্তর : চাঁদে বায়ুমণ্ডল নেই।
প্রশ্ন : জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক
উত্তর : বায়ু কুঠুরী থাকে।
প্রশ্ন : জোয়ার ভাটার তেজকটাল হয়
উত্তর : অমাবস্যায়।
প্রশ্ন : টুথপেষ্টের প্রধান উপাদান
উত্তর : সাবান ও পাউডার।
প্রশ্ন : ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি
উত্তর : সিলিকন চিপ।
প্রশ্ন : তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয়
উত্তর : দস্তা (জিঙ্ক)।
প্রশ্ন : দিনরাত্রি সর্বত্র সমান
উত্তর : নিরক্ষরেখায়।
প্রশ্ন : পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ
উত্তর : আলোর প্রতিসরণ।
প্রশ্ন : ‘পিসি কালচার’ বলতে বুঝায়
উত্তর : মৎস্য চাষ।