সাধারণ বিজ্ঞান GK Question Answer Part – 5

Table of Contents

 General Science MCQ GK Question Answer In Bengali

Competitive Exam এর জন্য GK Question and Answer. প্রতিটি প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করার জন্য আমরা নতুন নতুন জিকে প্রশ্ন ও উত্তর গুলি নিয়ে এসেছি। 

Science GK Question Answer

.বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হল

(a) সিক্রেটিন 

(b) রেনিন 

(c) গ্যাস্ট্রিন 

(d) ভিলিকাইনিন

 উত্তর: রেনিন

 

.4π রোধযুক্ত তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তারটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত

(a) 4 ভোল্ট

(b) 2 ভোল্ট

(c) 8 ভোল্ট

(d) 0.5 ভোল্ট

উত্তর: 8 ভোল্ট

 

. বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল নয়?

(a) তাপমাত্রা 

(b) আদ্রতা 

(c) ঘনত্ব

(d) চাপ

উত্তর: চাপ

 

. মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম হল

(a) কর্ণ

(b) চক্ষু

(c) নাসিকা

(d) মস্তিষ্ক

উত্তর: কর্ণ

 

. বৈদ্যুতিক মেইন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজ তার একটি সংকর ধাতু এর উপাদান হলো

 (a) টিন সীসা 

(b) টিন তামা 

(c) তামা দস্তা 

(d) টিন দস্তা 

উত্তর: টিন সীসা 

 

. কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন

(a) প্রোটিন জাতীয় 

(b) স্নেহ জাতীয় 

(c) শ্বেতসার জাতীয়

(d) গ্লুকোজ

উত্তর: প্রোটিন জাতীয়

 

. ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফরমালডিহাইড এর সাথে কার বিক্রিয়ায় 

(a) ক্লোরোফর্ম 

(b) বেঞ্জিন 

(c) ফেনল 

(d) ন্যাপথলিন 

উত্তর: বেঞ্জিন

 

. নিচের কোনটি একক শর্করা

(a) ল্যাকটোজ

(b) গ্যালাকটোজ

(c) মলটোজ 

(d) সুক্রোজ

উত্তর:: ল্যাকটোজ

 

. একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হল

(a) ব্যাঙের ছাতা 

(b) সূর্যশিশির 

(c) ধান

(d) স্বর্ণলতা

উত্তর: স্বর্ণলতা

 

১০. কোন একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পায়, তাহলে বায়ুতে শব্দের বেগ

 (a):বৃদ্ধি পায়

(b) হ্রাস পায় 

(c) অপরিবর্তিত থাকে 

(d) প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়

উত্তর: প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়

 

১১. যে যন্ত্রের ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রযোজ্য সেই যন্ত্রটি হল

 (a) ডায়নামো

(b) জেনারেটর

(c) মোটর

(d) স্পিড গভর্নর

উত্তর: ডায়নামো

 

১২. নিম্নোক্ত কোন রোগটি মশার কামড়ে হয় না

(a) এনকেফেলাইটিস

(b) বার্ডস ফ্লু 

(c) ম্যালেরিয়া

(d) ডেঙ্গু

উত্তর: বার্ডস ফ্লু

  

১৩. কোন লবণটি জলে ব্যতিক্রান্ত রাবতা দেখায়?

(a) KNO3

(b) NaCI

(c) FeSO4 7H2O

(d) NH4CI

উত্তর: KNO3

 

১৪. কোন প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়?

 (a) প্রজাপতি

(b) মৌমাছি

(c) আরশোলা

(d) মশা

উত্তর: প্রজাপতি

 

১৫একটি বস্তু কণা r ব্যাসর্ধযুক্ত বৃত্তাকার পথে আবর্তন করে পূর্ব অবস্থানে ফিরে আসে বস্তুর সরণ

(a) r

(b) 2r

(c) 0

(d) 2πr

উত্তর: 0

 

১৬. একটি আলোকরশ্মি দুটি মাধ্যমের বিবেদতলে ঘন মাধ্যমে সংকট কোণে আপর্তিত হয়। তাহলে প্রতিসৃত কোণের মান কত?

(a) 0°

(b) 45°

(c) 90°

(d) 60°

উত্তর: 90°

 

১৭. ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গুলি বিদ্যুৎ উৎপাদন করে

(a) অ্যানথ্রাসাইট

(b) লিগনাইট

(c) কয়লা

(d) গ্রাফাইট

উত্তর: লিগনাইট

 

১৮. নিচের কোন মৌলের প্রকৃতিজাত   কোন আইসোটোপ নেই?

 (a) অক্সিজেন 

(b) ক্লোরিন 

(c) টিন

(d) সোডিয়াম 

উত্তর: টিন

 

১৯. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তৃতীয় শ্রেণীর লিভার

(a) ঢেঁকি

(b) মানুষের চোয়াল 

(c) হাতে টানা গাড়ি 

(d) সাধারণ তুলা যন্ত্র

উত্তর: মানুষের চোয়াল

 

২০. একটি উত্তল লেন্সের দ্বারা কোন বস্তুর সমান মাপের সদ প্রতিবিম্ব হওয়ার জন্য বস্তুটিকে রাখতে হবে লেন্সের

 (a) ফোকাসে 

(b) ফোকাসে বাইরে 

(c) দ্বিগুণ ফোকাস দূরত্বে

(d) অসীমে

উত্তর: দ্বিগুণ ফোকাস দূরত্বে

 

Leave a Comment