Daily Current Affairs | Today Current Affairs
Daily Current Affairs পেতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। 16 May 2022 Current Affairs দেখে নিন।
Current Affairs 16 May, 2022
1. কোন রাজ্যের মূখ্যমন্ত্রী সম্প্রতি পদ ত্যাগ করেছেন?
উত্তর : ত্রিপুরা
2. আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৫ই মে
3. বিশ্বব্যাপী ফোর্বসের সর্বশেষ গ্লোবাল ২০০০ তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির স্থান কত?
উত্তর: ৫৩
4. সম্প্রতি গাড়ি দূর্ঘটনায় মৃত ক্রিকেটার Andrew Symonds কোন দেশের Cricketer?
উত্তর: অষ্ট্রেলিয়া
5. ‘গগণ যান মানব মিশন’ এর জন্য ISRO সম্প্রতি একটি হিউম্যান সলিড বুস্টার রকেট এর টেস্ট সফল ভাবে সম্পন্ন করেছেন, রকেটটির নাম কি?
উত্তর: HS 200
6. জাতিসংঘে হিন্দি ভাষার Promote করতে ৮ লাখ ডলার খরচ করলো কোন দেশ?
উত্তর: ভারত
7. Confederation of Indian Industry এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
উত্তর: সঞ্জীব বজাজ
8. কেন্দ্র সরকার অবিলম্বে কোন পণ্যের রপ্তানি বন্ধ করছে?
উত্তর: গম
৯. ‘Trade NXT’ নামে অনলাইন Platform লঞ্চ করলো কোন ব্যান্ক?
উত্তর: Union Bank of India
10. Italian Cup 2022 টাইটেল কোন ফুটবল ক্লাব জিতলো?
উত্তর: ইন্টার মিলান।