Geography GK Question Answer in Bengali Pdf
Upcoming WBCS এবং অন্যান্য Competitive পরীক্ষা গুলির জন্য আপনাদের প্রাকটিসের জন্য দেওয়া হচ্ছে কিছু Important Geography MCQ Question Answer Pdf. উদাহরণ স্বরুপ কিছু ভূগোল প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হয়েছে দেখে নিতে পারেন। Full Geography GK Pdf টি Download করতে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করুন।
Geography MCQ
1. নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ?
(A) শিশু
(B) শাল
(C) গর্জন
(D) রবার
উত্তর: শাল
2. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়?
(A) নিস
(B) কোর্য়াটজাইট
(C) স্লেট
(D) শ্বেত পাথর
উত্তর: শ্বেত পাথর
3. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায়–
(A) 500°C
(B) 1000°C
(C) 1500°C
(D) 4000°C
উত্তর: 4000°C
4. পর্বতের গায়ে সীমারেখার ওপর সারাবছর তুষার বা বরফ জমে তাকে কী বলে?
(A) হিমরেখা
(B) গ্রাবরেখা
(C) হিমশৈল
(D) এরিটি
উত্তর: হিমরেখা
5. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
(A) সুপিরিয়র
(B) ডালহ্রদ
(C) বৈকাল হ্রদ
(D) মানস সরোবর
উত্তর: বৈকাল হ্রদ
6. পৃথিবীর বৃহত্তম ব–দ্বীপের নাম –
(A) মাদাগাস্কার
(B)গ্রেট ব্রিটেন
(C)গ্রীনল্যান্ড
(D)সুমাত্রা
উত্তর: গ্রীনল্যান্ড
7. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
(A) গঙ্গোত্রী
(B) বাতুরা
(C)হিসপার
(D) সিয়াচেন
উত্তর: সিয়াচেন
8. নিচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে?
(A) গ্রানাইট
(B) বেলে পাথর
(C) মার্বেল পাথর
(D) ব্যাসল্ট
উত্তর: বেলে পাথর
9. বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমন্ডল প্রধানত কি উপাদানে গঠিত?
(A) লোহা ও নিকেল
(B) অ্যালুমিনিয়াম ও সিলিকন
(C) সালফার ও কার্বন
(D) অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
উত্তর: লোহা ও নিকেল
10. নিচের কোনটি পাললিক শিলা নয়?
(A) ডলোরাইট
(B) ডলোমাইট
(C) কয়লা
(D) কংগ্লোমারেট
উত্তর: ডলোরাইট