200 Indian History MCQ In Bengali Pdf
আপনাদের জন্য ইতিহাসের উপর থেকে ২০০ টি ইতিহাস প্রশ্ন ও উত্তর Pdf দেওয়া হলো। Indian History GK Question Answer Pdf সিরিজে এই পর্বে ২০০ History Gk দেওয়া হলো। এর পরের পর্বে আমরা আপনাদের জন্য আরও ভারতের ইতিহাস থেকে প্রশ্ন ও উত্তর পিডিএফ নিয়ে আসব। নিচে আপনাদের জন্য কিছু Sample Question Answer দেওয়া হলো। পুরো Pdf টি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
MCQ on Indian History In Bengali
1. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল?
(A) পাটলিপুত্র
(B) রাজগৃহ
(C) কনৌজ
(C) সাঁচি
উত্তর: রাজগৃহ
2. কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল?
(A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(B) হর্ষবর্ধন
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) সমুদ্র গুপ্ত
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
3. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করে?
(A) সারনাথ
(B) বোধীগয়া
(C) লুম্বিনী
(D ) বৈশালী
উত্তর: লুম্বিনী
4. পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল?
(A) শতদ্রু নদী
(B) পাঞ্জাব
(C) বিতস্তা
(D) হিন্দুকুশ
উত্তর: হিন্দুকুশ
5. বৈদিক সমাজের আচরণবিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে?
(A) ঋকবেদ
(B) পুরাণ
(C) স্মৃতি
(D) সামবেদ
উত্তর: স্মৃতি
6. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল?
(A) পাটলিপুত্র
(B) রাজগৃহ
(C) কনৌজ
(C) সাঁচি
উত্তর: রাজগৃহ
7. কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল?
(A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(B) হর্ষবর্ধন
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) সমুদ্র গুপ্ত
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
8. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করে?
(A) সারনাথ
(B) বোধীগয়া
(C) লুম্বিনী
(D) বৈশালী
উত্তর: লুম্বিনী
9. পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল?
(A) ইউরোপ
(B) দক্ষিণ–পূর্ব এশিয়া
(C) মধ্য এশিয়া
(D) পারস্য অঞ্চল
উত্তর:মধ্য এশিয়া
10. নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত?
(A) উজ্জয়িনী
(B) গিরনার
(C) আমেদাবাদ
(D) রাজগীর
উত্তর: গিরনার
11. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ?
(A) হিন্দু
(B) বৌদ্ধ
(C) জৈন
(D) শৈব
উত্তর বৌদ্ধ
12. বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন?
(A) বুদ্ধগয়া
(B) সাঁচী
(C) কুশিনগর
(D) সারনাথ
উত্তর: কুশিনগর
13. আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল?
(A) সংস্কৃত
(B) পালি
(C) মগধী
(D) ব্রাম্ভি
উত্তর: পালি
14. 24 জৈন তীর্থঙ্কর এর মধ্যে শেষ ধর্ম গুরু কে ছিলেন?
(A) মহাবীর
(B) পার্শ্বনাথ
(C) রিশভ
(D) বসুমিত্র
উত্তর: মহাবীর
15. কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন?
(A) খনা
(B) সাবিত্রী
(C) গার্গী
(D) লীলাবতী
উত্তর: গার্গী
Link | |
---|---|
275 GK Question Answer | Click Here |
100 GK Question Answer | Click Here |
100 English Full Form | Click Here |