
500 General Knowledge Question Answer In Bengali. GK Question Answer In Bengali. আপনাদের জন্য দেওয়া হল ৫০০ জিকে প্রশ্ন ও উত্তর পিডিএফ। এর আগের আমরা বেশ কিছু বিষয়ে Question Answer Pdf দিয়েছি। নিচে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দিলাম। আপনারা যদি Full Pdf টি ডাউনলোড করতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
General Knowledge Question Answer
1. G- 15 সংস্থার সদস্য সংখ্যা কত?
(a) ১৫
(b) ১৭
(c) ১৯
(d) ২১
উত্তর: ১৯
2. ‘BSS’ কোন দেশের সংবাদ সংস্থা?
(a) কায়রো
(b) বাংলাদেশ
(c) আমেরিকা
(d) রাশিয়া
উত্তর: বাংলাদেশ
3. ‘Interpole’ -এই আন্তর্জাতিক সংস্থাটিতে বর্তমানে কতগুলি দেশ সদস্যভুক্ত আছে?
(a) ১১৮ টি
(b) ১২৭ টি
(c) ১৭৮ টি
(d) ২১৫ টি
উত্তর: ১৭৮ টি
4. সিঙ্গাপুরের পার্লামেন্টের নাম কি?
(a) কংগ্রেস
(b) মজলিস
(c) পার্লামেন্ট
(d) ন্যাশনাল অ্যাসেম্বলি
উত্তর: পার্লামেন্ট
5. কোন দেশের পার্লামেন্টের নাম ‘সোংডু’?
(a) নেপাল
(b) ভুটান
(c) মালদ্বীপ
(d) সেনেগাল
উত্তর: ভুটান
6. কোন বছরটি আন্তর্জাতিক যুববর্ষ হিসেবে পালিত হয়?
(a) ২০০১
(b) ১৯৮৩
(c) ১৯৮৫
(d) ১৯৯০
উত্তর: ১৯৮৫
7. মানব দেহে কত পরিমান হিমোগ্লোবিন থাকে?
(a) ৫০০ গ্রাম
(b) ১ লিটার
(c) ৩ লিটার
(d) ১০০ গ্রাম
উত্তর: : ১০০ গ্রাম
8. একটি স্বাভাবিক মানব শরীরে মোট কয়টি পেশী আছে?
(a) ১০০টি
(b) ৩৫০ টি
(c) ৬৩৯ টি
(d) অসংখ্য
উত্তর: ৬৩৯ টি
9. মানব দেহের কোন অঙ্গটি নিষ্ক্রিয়?
(a) পিটুইটারি গ্ল্যান্ড
(b) অ্যাপেন্ডিক্স
(c) কিডনি
(d) লিভার
উত্তর: অ্যাপেন্ডিক্স
10. পাখি বিষয়ক বিজ্ঞানচর্চা কে কি বলে?
(a) অস্টিওলজি
(b) ফাইকোলজি
(c) অরনিথোলজি
(d) ওডোনটোলজি
উত্তর: অরনিথোলজি
11. কাটুম কুটুম -এর সৃষ্টিকর্তা কে?
(a) অবনীন্দ্রনাথ ঠাকুর
(b) হেমেন গাঙ্গুলী
(c) যামিনী রায়
(d) রবি বর্মা
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর
12. ‘ভেনাসের জন্ম’ চরিত্রটি চিত্রকর কে?
(a) রাফাইল
(b) পাবলো পিকাসো
(c) লিওনার্দো দ্য ভিঞ্চি
(d) মাইকেল অ্যাঞ্জোলো
উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চি
👉 Know about Best Relationship Goals to Strong Your Partnership and Love life – Click Here
👉 Download Pdf – Click Here