বৈদিক সভ্যতা | VEDIC CIVILIZATION
বন্ধুরা,
এই পর্বে আমরা বৈদিক সভ্যতা বা Vedic Civilization এর উপর থেকে বিশ্লেষণ করবো এবং সঙ্গে আপনাদের প্রস্তুতির জন্য দেওয়া হল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
বৈদিক সভ্যতা :
সিন্ধু সভ্যতার পতনের পর আর্যদের দ্বারা ভারতে বৈদিক সভ্যতার সূচনা হয়। বস্তুত, আর্য এক ধরনের ভাষা শব্দ, মুলত এটি একটি ভারোপীয় ভাষার সমূহ। আর্য কথার অর্থ হল বৈদিক প্রতিভা সম্পন্ন শ্রেষ্ঠ পুরুষ | সমাজের উচ্চ বর্গ, সমাজের প্রভু। কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে যে আর্যদের দাস বানানো সম্ভব নয় | ঋকবেদে আর্য শব্দটি 33 অথবা 36 বার পাওয়া যায় |
বৈদিক সাহিত্য: বেদ ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ ক্রমশ বৈদিক সাহিত্যের অন্তর্গত হয়েছে | এরপর সূত্র সাহিত্য আসে যা বৈদিক সাহিত্যের ভাগ নয়। কিন্তু বৈদিক সাহিত্য কে বোঝার জন্য এর গুরুত্ব অপরিসীম। ডঃ আনন্দ কুমার স্বামী তার বইয়ে আ নিউ অ্যাপ্রচ টু দা বেদাস বেদের বাণীকে Mystic বাণী বলে।
ঋকবেদ: ঋকবেদের প্রাচীনতম পান্ডুলিপি সারদা লিপিতে পাওয়া যায়। ইরানি গ্রন্থ আবেস্তা সঙ্গে ঋকবেদের সমনতা আছে। ঋকবেদে এবং আবেস্তা ভারতীয় ভাষার দুটি প্রাচীনতম গ্রন্থ। ঋকবেদের শুরু অগ্নির উপাসনা দিয়ে। এদের ভাষা সংস্কৃত এবং লিপি ব্রাম্নী | ঋকবেদের প্রথম এবং দশম মন্ডল প্রাচীনতম মন্ডল | সর্বাধিক পরিমাণে সুক্ত দশম মণ্ডলে এবং প্রথম মনে আছে | সবচেয়ে কম মন্ত্র দ্বিতীয় মন্ডলে আছে |