GK IN BENGALI FOR WBCS & WBP
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ গুরুত্ব পূর্ণ GK in bengali প্রশ্ন উত্তর Set – 2। এর আগের gk Set – 1 আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছি। আজকে আপনাদের জন্য দেওয়া হল gk Set – 2 এর প্রশ্ন উত্তর। আপনারা যদি আগের প্রশ্নোত্তর গুলি না দেখ থাকেন তাহলে অবশ্যই দেখবেন, চাইলে ডাউনলোড ও করে নিতে পারেন। এই gk প্রশ্ন উত্তর গুলি পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs, এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন source সংগ্রহ করা বাছাই করা প্রশ্ন উত্তর গুলি আপনাদের জন্য তুলে ধরা হয়েছে।
আজকের Gk Set – 2 বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নোত্তর গুলি শুধু মাত্র আপনাদের জন্য তৈরী করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs এর জন্য যে gk প্রশ্ন উত্তর গুলি দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রশ্ন গুলোর কম করে 50% প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। এই প্রশ্ন উত্তর গুলির প্রায় 80% বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য Common যোগ্য। নিচে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন। আপনারা চাইলে pdf নিচের Link থেকে ডাউনলোড করে নিতে পারেন।
General Knowledge Question Answer
1) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম –?
অমর কন্টক
সারামতী
গুরুশিখর
দোদাবেতা
উত্তরঃ দোদাবেতা
2) মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল-
ধূপগড়
অমরকন্টক
গুরুশিখর
দাফাবুম
উত্তরঃ অমরকন্টক
3) সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
পশ্চিমবঙ্গ
আসাম
সিকিম
ওড়িশা
উত্তরঃ ওড়িশা
4) কফি গবেষনা কেন্দ্র অবস্থিত কোথায় ?
দেরাদুন এ
কটক এ
নাগপুর এ
কাসারগড় এ
উত্তরঃ কাসারগড় এ
(5) কেন্দ্রীয় মহাকাশ গবেষনাগার কোথায় অবস্থিত?
শ্রীহরিকোটা
কোলকাতা
থুম্বা
কচ্ছ
উত্তরঃ থুম্বা
6) বস্ত্র গবেষনাগার কোথায় অবস্থিত ?
শিলং
দিল্লী
আমেদাবাদ
পুণে
উত্তরঃ পুণে