Pre History mcq in bengali | indian history gk in bengali | প্রাক-ইতিহাস প্রশ্নোত্তর

 PRE-HISTORY MCQ QUETION ANSWER

 
gkghor.in

Ancient Indian History | Indian History Question Answer | History MCQ 

Hello,
        বন্ধুরা আপনাদের জন্য হাজির হয়েছি প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যায় ভিত্তিক ইতিহাস প্রশ্নোত্তর নিয়ে। এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাক ঐতিহাসিক যুগের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই pre- history mcq question answer খুবই গুরুত্বপূর্ণ। এই gk বা mcq questions answers গুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। gk ghor এর তরফ থেকে আপনাদের জন্য আরও ইতিহাসের অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আসা হবে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন।  ইতিহাসের আরও mcq questions answers পেতে আমাদের website ফলো করতে থাকুন। প্রাচীন ভারতের ইতিহাসের প্রাক ঐতিহাসিক যুগের প্রশ্নোত্তর গুলি দেখে নিন।

প্রাক ঐতিহাসিকযুগ

 
প্রাক ঐতিহাসিকযুগ (Pre-History) ইংরেজি শব্দ “HISTORY” গ্রিক শব্দ “Historia” থেকে নেওয়া হয়েছে। সর্ব প্রথম অথর্ববেদ এ ইতিহাস শব্দের ব্যবহার করা হয়েছে। ইতিহাস হল অথর্ববেদের উপবেদ। ইতিহাসের মহত্ব থেকেই কৌটিল্য বলছেন – “রাজাকে প্রতিদিন কিছু সময় ইতিহাস শ্রবণে নিজেকে নিয়োজত করা উচিত”। Bakon এর মতে- ইতিহাস মানুষকে বুদ্ধিমান বানাতে সাহায্য করে। বরনি ইতিহাসকে বিজ্ঞানের রানী বলে অভিহিত করেছেন। সর্ব প্রথম রোমান সম্রাট অগাস্টাস ইতিহাস লেখায় প্রতিবন্ধকতা লাগিয়ে ছিলেন। একইভাবে মধ্যকালে ঔরঙ্গজেব ইতিহাস লেখায় প্রতিবন্ধকতা জারি করেছিলেন।

প্রস্তর যুগ : Robert Brushfoot কে ভারতের প্রাক ইতিহাসের জনক বলা হয়।13th may 1863 তে রবার্টব্রুস ফুট পল্লবপুরমে সর্বপ্রথম প্রস্তর যুগের উপকরণ হিসাবে Coarzite বা স্ফটিক পাথরের উপকরণ পেয়েছিলেন।
প্রস্তর কাল :প্রস্তর যুগে মানুষের দ্বারা তৈরী হাতিয়ার যেহেতু পাথর দিয়ে তরী তাই এই যুগকে প্রস্তর যুগ অ্যাখ্যা দেওয়া হয়েছে। সর্বপ্রথম 1865 সালে জন লুবক পাষাণ যুগকে পূর্ব প্রস্তর এবং নব্য প্রস্তর যুগে ভাগ করেছেন। পূর্ব প্রস্তর এবং নব্যপ্রস্তর (Neolithic) এই শব্দগুলি Jonh Loobak সর্বপ্রথম 1865 সালে তার প্রকাশিত বই Pre-Historic টাইমসে তুলে ধরেছেন। প্রচীন প্রস্তর ( Palaeolithic) যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা – নিম্ন পূর্ব-প্রস্তর যুগ, মধ্য পূর্ব প্রস্তর যুগ, এবং উচ্চ পূর্ব প্রস্তর যুগ। 
 
 
 
প্রস্তর যুগের বিভাগ : প্রস্তর যুগ কে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথা প্রাচীন প্রস্তর যুগ (Palaeolithic Age), মধ্য প্রস্তর যুগ (Mesolithic Age) এবং নব্য প্রস্তর যুগ (Neolithic Age)।
প্রচীন প্রস্তর যুগ (Palaeolithic Age) : প্রচীন প্রস্তর যুগের তিনটি ভাগ নিচে বিস্তারিত আলোচনা করা হল
 
 
নিম্ন পূর্ব প্রস্তর যুগ : নিম্ন পূর্ব প্রস্তর যুগকে উপকরণের উপর ভিত্তি করে দু-ভাগে ভাগ করা যায়।
১. চপার চপিং সংস্কৃতি এবং
২. এশ্যুলিয়ন বা Hand axe and Cliber সংস্কৃতি।
চপার চপিং সর্ব প্রথম সোহান নদী ঘাটি এলাকায় পাওয়া যায় | তাই এই সংস্কৃতিকে সোহান সংস্কৃতিও বলা হয়। এই যুগের সমস্ত হাতিয়ার স্ফটিক দিয়ে তৈরী।
মধ্য পূর্ব প্রস্তর যুগ : এই যুগের কালবিধি 150,000 – 35,000 খ্রীস্টপূর্ব ধরে নেওয়া হয়। কেডি ব্যানার্জি এই কালকে নেবাসিয় সংস্কৃতি, তথা এ কে ঘোষ এই যুগকে ফলক সংস্কৃতি বলে উল্লেখ করেছেন।
  উচ্চ পূর্ব প্রস্তর যুগ : এই কালকে শ্রেষ্ঠ যুগ  Leptolithic বলে মনে করা হয়। এই যুগের কালবিধি 35,000 – 10000 খ্রীস্টপূর্ব ধরে নেওয়া হয়ে থাকে। এই যুগের মূখ্য উপকরণ হল ব্লেড। এই জন্য এই যুগকে ব্লেড প্রধান যুগ বলা হয়।  জ্ঞানী মানব হোমোস্যাপিয়েন্স এর আবির্ভাব সর্ব প্রথম এই যুগেই হয়েছে। কর্নুল এবং মুচ্ছতলা থেকে সর্ব প্রথম এই যুগের হাড়ের তৈরি উপকরণ পাওয়া গেছে। উচ্চ পূর্ব প্রস্তর যুগের উল্লেখযোগ্য স্থান গুলি হল – বেলান ঘাটি-এই স্থান থেকেই সর্ব প্রথম উচ্চ পূর্ব প্রস্তর যুগের প্রমান পাওয়া যায়। এছাড়াও বাঘোর, থেকেও এই যুগের গুরুত্বপূর্ণ উপকরণ পাওয়া গেছে।

Read more

Gk in bengali | SET – 2 | wbcs | পশ্চিমবঙ্গ পুলিশ | bengali gk mcq

GK IN BENGALI FOR WBCS & WBP

gkghor.in
 
Hello বন্ধুরা,

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ গুরুত্ব পূর্ণ GK in bengali প্রশ্ন উত্তর Set – 2। এর আগের gk Set – 1 আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছি। আজকে আপনাদের জন্য দেওয়া হল gk Set – 2 এর প্রশ্ন উত্তর। আপনারা যদি আগের প্রশ্নোত্তর গুলি না দেখ থাকেন তাহলে অবশ্যই দেখবেন, চাইলে ডাউনলোড ও করে নিতে পারেন। এই gk প্রশ্ন উত্তর গুলি পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs, এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন source সংগ্রহ করা বাছাই করা প্রশ্ন উত্তর গুলি আপনাদের জন্য তুলে ধরা হয়েছে। 

আজকের Gk Set – 2 বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নোত্তর গুলি শুধু মাত্র আপনাদের জন্য তৈরী করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs এর জন্য যে gk প্রশ্ন উত্তর গুলি দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রশ্ন গুলোর কম করে 50% প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। এই প্রশ্ন উত্তর গুলির প্রায় 80% বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য  Common যোগ্য। নিচে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন। আপনারা চাইলে pdf নিচের Link থেকে ডাউনলোড করে নিতে পারেন।  

 

   

General Knowledge Question Answer

1)  নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম –?

অমর কন্টক  

সারামতী

গুরুশিখর  

 দোদাবেতা

উত্তরঃ দোদাবেতা

 

2) মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল-

ধূপগড়

 অমরকন্টক

 গুরুশিখর 

 দাফাবুম

উত্তরঃ অমরকন্টক

 

3) সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

পশ্চিমবঙ্গ

 আসাম

 সিকিম

 ওড়িশা

উত্তরঃ ওড়িশা

 

4)  কফি গবেষনা কেন্দ্র  অবস্থিত কোথায় ?

দেরাদুন এ

 কটক এ

 নাগপুর  এ

কাসারগড় এ

উত্তরঃ কাসারগড় এ

(5)  কেন্দ্রীয় মহাকাশ গবেষনাগার কোথায় অবস্থিত?

 শ্রীহরিকোটা

 কোলকাতা

 থুম্বা  

 কচ্ছ  

উত্তরঃ থুম্বা

 

6)  বস্ত্র গবেষনাগার কোথায় অবস্থিত ?

 শিলং

দিল্লী

আমেদাবাদ  

পুণে  

উত্তরঃ পুণে

Read more

Gk in bengali | wbp wbcs gk mcq | পশ্চিমবঙ্গ পুলিশ বাংলা gk question answer in bengali

GK FOR WBCS & WBP & GROUP C

20210629 230548 Gk in bengali | wbp wbcs gk mcq | পশ্চিমবঙ্গ পুলিশ বাংলা gk question answer in bengali

GK QUESTIONS ANSWERS  

Hello বন্ধুরা,

            আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ গুরুত্ব পূর্ণ GK প্রশ্ন উত্তর। এই gk প্রশ্ন উত্তর গুলি পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs, এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন sourse সংগ্রহ করা বাছাই করা প্রশ্ন উত্তর গুলি আপনাদের জন্য তুলে ধরা হয়েছে।

আমরা আজকে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং wbcs এর জন্য যে gk প্রশ্ন উত্তর গুলি দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রশ্ন গুলোর কম করে ৫০% প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। এই প্রশ্ন উত্তর গুলির প্রায় ৮০% বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য  কমন যোগ্য। নিচে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন। আপনারা চাইলে pdf নিচের লিন্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

GK Question Answer   

1) ভারতের কোন রাজ্যের সীমানা (Border) সবচেয়ে বেশি সংখ্যায় রাজ্যের সীমানার মধ্যে আছে ?

অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)

বিহার (Bihar)

মধ্যপ্রদেশ (Madhya Pradesh)

উত্তর প্রদেশ (UP)

উত্তর:  উত্তর প্রদেশ (UP)

2) কবে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল ?

1956 সালে

1995 সালে

2000 সালে

2005 সালে

উত্তর : 1995 সালে

3) নিম্ন লিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি   রেখা গেছে ?

অন্ধ্রপ্রদেশ

উত্তর প্রদেশ

মহারাষ্ট্র

মধ্যপ্রদেশ

উত্তর :  মধ্যপ্রদেশ

4)  কোন ভারতীয় ব্যাক্তি সম্প্রতি কালে দক্ষিণ কোরিয়ার Seoul Peace Prize পেয়েছেন ?

রামনাথ কোবিন্দ

নরেন্দ্র দামোদার দাস মোদি

বেঙ্কাইয়া নাইডু

নির্মলা সীতারমনা

উত্তর : নরেন্দ্র দামোদার দাস মোদি

5) কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন ?

বাবর

শেরশাহ

আকবর

শাহজাহান

উত্তর : শেরশাহ

Read more