Bengali GK For Competitive Exam Part – 5 | MCQ Question Answer

Table of Contents

 Bangla GK Questions Answers For Competitive Exam Part 5

gkghor.in

Bengali GK | Bangla GK | General Knowledge | GK Mock Test In Bengali

     

আপনাদের জন্য নিয়ে এসেছি  Bengali GK MCQs Question Answer  For competitive Exam Part-5। আজকের পর্বের সমস্ত GK প্রশ্নোত্তর গুলি আপনাদের বিভিন্ন রকম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষার জন্য খুবই সাহায্য করবে। বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC, UPSC, SSC, CGL, RAIL, WBP SI, WBP constable, ICDS, Group c & D এছাড়াও অন্য পরীক্ষার জন্য উপযোগী। 

আমাদের এই Website এ বিভিন্ন বিষয়ে chapter ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হয়। সকল প্রতার প্রশ্নোত্তর পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করুন। 

Bengali GK Question Answer    

1. আপেক্ষিকতাপ সবচেয়ে বেশি যে তরলের?

অ্যালকোহল

কেরোসিন

পারদ

জল

➤ Answer : জল


2. মুখ্যনির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ করেন কে?

রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী

উপরাষ্ট্রপতি

রাজ্যপাল

➤ Answer : রাষ্ট্রপতি


3. কুইনাইনপাওয়া যায়?

ইউক্যালিপটাসথেকে

সিঙ্কনাথেকে

নিমথেকে

আমথেকে


➤ Answer : সিঙ্কনা থেকে


   

4. বিশ্বউন্নয়ন রিপোর্ট টি কে প্রকাশকরেন

বিশ্বব্যাংক

বিশ্ববাণিজ্য সংস্থা

রাষ্ট্রসংঘ

ইউনেস্কো

➤ Answer : বিশ্বব্যাংক


5. মানবদেহেরসর্ববৃহৎ অঙ্গ কোনটি?

লিভার

কিডনী

চামড়া

হৃদপিন্ড

➤ Answer : চামড়া


6. ভারতেরপ্রথম উপগ্রহ কোনটি ?

আর্যভট্ট

ভাস্কর

রোহিণী-1

অ্যাপেলো

➤ Answer : আর্যভট্ট


7. যেমহাকাশযান ভেঙে কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল, সেই মহাকাশযান টির নাম কি

স্কাইল্যাব

কলম্বিয়া

সয়ুজ8

সয়ুজ11

➤ Answer : কলম্বিয়া


8. আলথিংকোন দেশের পার্লামেন্ট?

আয়ারল্যান্ড

আলবেনিয়া

আইসল্যান্ড

শ্রীলংকা

➤ Answer : আইসল্যান্ড

9. পলাশীরযুদ্ধ কত সালে হয়েছিল?

১৫৬৬

১৫৬৭

১৭২৭

১৭৫৭

➤ Answer : ১৭৫৭

 

10. কোনবিদ্রোহের অপর নাম উলগুলান

মুন্ডাবিদ্রোহ

পাইকবিদ্রোহ

সাঁওতালবিদ্রোহ

ফকিরবিদ্রোহ

➤ Answer : সাঁওতাল বিদ্রোহ


11. ভারতেরদুধের বালতি বলা হয়

মেঘালয় 

পশ্চিমবঙ্গ 

কেরালা 

হরিয়ানা 

➤ Answer : হরিয়ানা 

12. এশিয়ারসর্বোচ্চ হ্রদটির নাম কী?

বিসি

নামসো

সিটিনো

➤ Answer : নামসো


13. আরবসাগরের রানী নামে পরিচিত

কলকাতা

কোচি

কোহিমা

চন্ডিগড়

➤ Answer : কোচি


14. দিল্লিকেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পায়

1956 সালে

1954 সালে

1957 সালে

1856 সালে

➤ Answer : 1956 সালে


15. মানবদেহের কোন অংশে টিবিয়া নামক হাড় থাকে?

মাথারখুলি

পা

মুখ

হাত

➤ Answer : পা


16. পশ্চিমবঙ্গেরপ্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক কে

সত্যজিৎরায়

মমতাব্যানার্জি

বিধানচন্দ্ররায়

কেউইনন

➤ Answer : বিধানচন্দ্র রায়


17. ভারতেরবৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য কোনটি ?

দিল্লি

দাদরানগর হাভেলি

দমন দিউ

আন্দামাননিকোবর

➤ Answer : আন্দামাননিকোবর


18. সমুদ্রউপকূলে অবস্থিত হিমবাহ উপাত্যকাকে কি বলে

ফিয়র্ড

কোরি

ঝুলন্তউপত্যকা

হিমদ্রোণী

➤ Answer : ফিয়র্ড


19. নাগার্জুনসাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?

কাবেরী

কৃষ্ণা

গোদাবরী

নর্মদা

➤ Answer : কৃষ্ণা


20. সোলকোন দেশের মুদ্রার নাম?

ফ্রান্স

পেরু

চীন

চিলি

➤ Answer : পেরু


21. সোনালীপশমের দেশ কোনটি ?

নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া

জাপান

চীন

➤ Answer : অস্ট্রেলিয়া


22. ভারতেরআইনস্টাইন কাকে বলা হয়

নাগার্জুন

চরক

আর্যভট্ট

বরাহমিহির

➤ Answer : নাগার্জুন


23. প্রথমমহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে?

গান্ধীজি

জে. সি. কুমারাপ্পা

কেশভকার্ভে

➤ Answer : কেশভ কার্ভে


24. ভারতেররেলপথ প্রথম বিদ্যুৎ চালিত হয়?

দিল্লিআগ্রা

কলকাতাপাটনা

বোম্বেপুনা

কোনোটিইনয়

➤ Answer : বোম্বে –পুনা


25. 2010 সালেকতজন পদস্রী খেতাব পেয়েছেন?

100 জন

130 জন

150 জন

85 জন

➤ Answer : 130 জন


26. বায়ুরচাপ যে যন্ত্রের সাহায্যেমাপা হয় সেটি কি?

ব্যারোমিটার

থার্মোমিটার

ফ্যাদোমিটার

কোনোটিইনয়

➤ Answer : ব্যারোমিটার


27. নায়াগ্রাজলপ্রপাত কোথায় অবস্থিত?

ফ্রান্স

ইতালি

সুইডেন

আমেরিকা

➤ Answer : আমেরিকা


28. বীরবলকার ছদ্মনাম

সুভাষমুখোপাধ্যায়

সুধীন্দ্রনাথদত্ত

বীরেন্দ্রচট্টোপাধ্যায়

প্রমথচৌধুরী

➤ Answer : প্রমথ চৌধুরী


29. কোনসালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল?

1948 খ্রি.

1949 খ্রি.

1950 খ্রি.

➤ Answer : 1948 খ্রি.

30. জয়জওয়ানজয় কিষান উক্তিটিকার?

মহত্মাগান্ধী

জওহরলালনেহেরু

লালবাহাদুরশাস্ত্রী

বল্লবভাইপ্যাটেল

➤ Answer : লালবাহাদুর শাস্ত্রী


31. পশ্চিমবঙ্গবিধানসভা তে কতগুলো আসনআছে?

275

290

294

292

➤ Answer : 294

32. 2017 সালেরইকোনমিক ফ্রিডম ইনডেক্স অনুযায়ী ভারতের স্থান কত

120

133

143

151

➤ Answer : 143

33. কেন্দ্রশাসিতঅঞ্চলের শাসনকর্তারা কার কাছে দায়বদ্ধ থাকেন?

স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি

লোকসভা

সংসদ

➤ Answer : লোকসভা


34. অমৃতসরেজলিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে?

1916 খ্রি.

1918 খ্রি.

1919 খ্রি.

➤ Answer : 1919 খ্রি.

35. কোনঅ্যাসিড কে উত্তপ্ত করলেবাদামী বর্ণের গ্যাস নির্গত হয় ?

নাইট্রিকঅ্যাসিড

নাইট্রোজেনডাইঅক্সাইড

সালফিউরিকঅ্যাসিড

হাইড্রোক্লোরিকঅ্যাসিড

➤ Answer : নাইট্রিক অ্যাসিড


36. ছত্রিশগড়েররাজধানীর নাম কি?

রায়পুর

পাটনা

দেরাদুন

লখনউ

➤ Answer : রায়পুর


37. কোননদীর গতি বেগে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?

কৃষ্ণা

কাবেরী

সুবর্ণরেখা

মহানদী

➤ Answer : সুবর্ণরেখা


38. প্রথমশীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়?

ফ্রান্স

সুইটজারল্যান্ড

আমেরিকা

ফিনল্যান্ড

➤ Answer : ফ্রান্স


39. পশ্চিমবঙ্গেরকোন অরণ্যে গন্ডার সংরক্ষিত হয় ?

গরুমারাঅরণ্য

জলদাপাড়াঅভয়ারণ্য

কাজিরাঙাঅভয়ারণ্য

➤ Answer : গরুমারা অরণ্য


40. নিম্নলিখিতেরমধ্যে কোন দেশের সীমান্ত দীর্ঘতম?

ভারত

ফ্রান্স

রাশিয়া

জিম্বাবোয়ে

➤ Answer : রাশিয়া


41. পুতুলনাচের ইতিকথা কার রচনা?

বিভূতিভূষণবন্দ্যোপাধ্যায়

শরৎচন্দ্রচট্টোপাধ্যায়

মানিকবন্দ্যোপাধ্যায়

তারাশঙ্করবন্দ্যোপাধ্যায়

➤ Answer : মানিক বন্দ্যোপাধ্যায়


42. ভেনিজুয়েলাররাজধানী হল?

লিমা

নাইরোবি

কারাকাস

বেলগ্রেড

➤ Answer : কারাকাস


43. 56 তমজাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন

জুহিচাওলা

কঙ্কনাসেন শর্মা

ঐশ্বর্যরাই

প্রিয়াঙ্কাচোপড়া

➤ Answer : ঐশ্বর্য রাই


44. হৃৎপিণ্ডেরআবরণকে কি বলা হয়?

পেরিকার্ডিয়াম

প্লাসেন্টা

রেটিকুলাম

➤ Answer : পেরিকার্ডিয়াম



Previous..                        Next

Leave a Comment