Bengali Gk for wbcs wbp SI
GK IN BENGSLI
1. সংবিধানের অষ্টম তফসিলে আলোচ্য বিষয় কী?
উত্তরঃ আঞ্চলিক ভাষা সমূহ
2. পন্ডিচেরি ভারত এর একটি কেন্দ্র শাসিত অঞ্চল, পন্ডিচেরী শব্দটির অর্থ হল –
উত্তরঃ নতুন শহর ( New Town )
3. To India My Native Land এই বিখ্যাত কবিতাটির রচনাকার কে?
উত্তরঃ ডিরোজিও
4. ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার কে?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল
5. ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
উত্তরঃ পাকিস্তান ও আফগানিস্তান
6. The Black Death কোন রোগটিকে বলা হয়ে থাকে ?
উত্তরঃ প্লেগ
7. ভারতের কোন শহরে প্রথম বেসরকারি মিসাইল বানানোর কারখানা তৈরী হয়েছে?
উত্তরঃ হায়দ্রাবাদ
8. ফেলুদা চরিত্রের স্রষ্টা হলেন-
উত্তরঃ সত্যজিৎ রায়
9. গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
উত্তরঃ সংগীত
10. কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয়?
উত্তরঃ নারকেল
11. পাকিস্তানের মাদার টেরিজা নাম কে পরিচিত?
উত্তরঃ রুথ ফাউ ( Ruth Pfau )
12. ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য?
উত্তরঃ তামিলনাড়ু
13. হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বিভাগে বিখ্যাত?
উত্তরঃ বাঁশি
.14. হৃদপেশী ক্লান্ত হয় না কেন?
উত্তরঃ প্রচুর পরিমানে মাইট্রকনড্রিয়া থাকার জন্য
15. ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?
উত্তরঃ করমন্ডল
16. কাঠপুতলি কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য?
উত্তরঃ রাজস্থান
17. প্রথম অলিম্পিকের আসর কোথায় বসেছিল?
উত্তরঃ গ্রীস
18. কোন গাছ কে জীবন বৃক্ষ বলা হয়?
উত্তরঃ খেজুর গাছ
19. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী কোন নদীর তীরে হর্ষবর্ধনকে যুদ্ধে হারিয়েছিলেন?
উত্তর : নর্মদা
20. “মঙ্গলকাব্য” গ্রন্থটি কার রচিত?
উত্তরঃ বিজয় গুপ্ত
21. ফল এবং ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞান কে কি বলা হয়?
উত্তরঃ Pomology
22. ভারতের কোন রাজ্য কে “সমুদ্রের দান” বলা হয়?
উত্তরঃ কেরালা
23. A Nation In Making গ্রন্থটি কার আত্মজীবনী?
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
24. “ভদ্রা পরিকল্পনা” – কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক
25. “চন্দ্রপ্রভা অভয়ারণ্য” – কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তর প্রদেশ
26. মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি ?
উত্তরঃ যকৃৎ
27. আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকায় কতগুলি তারা রয়েছে?
উত্তর : ৫০ টি ( 50 টি তারা 50 টি State এর প্রতীক)
28 “যৌথ তালিকা” – বিষয়টি কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে?
উত্তরঃ অস্ট্রেলিয়া
29. নিচের কোনটি তাপ এবং তড়িৎ এর কুপরিবাহী পদার্থ
উত্তরঃ অভ্র
30. Waiting for a Visa একটি 20 পাতার হাতের লেখা আত্মজীবনী, যেটি এখনো কলম্বিয়াই উনিভার্সিটিতে পড়ানো হয়, এটি কার আত্মজীবনী?
উত্তরঃ বি. আর. আম্বেদকর
PREVIOUS NEXT
👉GK MOCK TEST– Click Here
👉Modern History – Click Here