Life Science MCQ Question Answer In Bengali
জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ২ তে আপনাদের স্বাগতম। Competitive Exam এর জন্য Biology এর গুরুত্বপূর্ণ Gk প্রশ্নোত্তর গুলি আপনাদের জন্য দেওয়া হল। নিচে Life Science এর MCQ গুলি দেওয়া হল।
Biology GK MCQ Question Answer
১. ভূতাত্ত্বিকের মতানুসারী জীবনের সূচনা হয়েছিল–
(A) প্যালিওজোয়িক যুগে
(B) মেসোজোয়িক যুগে
(C) প্রোটোজোয়িক যুগে
(D) সিনোজোয়িক যুগে
উত্তর: মেসোজোয়িক যুগে
২. জীবন সূচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল–
(A) অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টি
(B) কার্বোহাইড্রেটের সৃষ্টি
(C) জিব্বেরেলিক অ্যাসিডের সৃষ্টি
(D) নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি
উত্তর: নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি
৩. নিম্নেরকোনটি জীবন সৃষ্টির আগে পারে প্রথমে উৎপন্ন হয়েছিল?
(A) প্রোক্যারিওটিক কোশ
(B) ইউক্যারিওটিক কোশ
(C) উভয়ই A এবং B
(D) কোনোটিই নয়
উত্তর: প্রোক্যারিওটিক কোশ
৪. বর্তমানকালে জীবনের সূচনার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদটি হল–
(A) আধুনিক রাসায়নিক উদবর্তন
(B) বিশেষভাবে সৃষ্টিতত্ত্ব
(C) কোনোটিই নয়
(D) সবই
উত্তর: আধুনিক রাসায়নিক উদবর্তন
৫. কে এই ধারণাটি দেন যে ‘Hotdilute Soup’?
(A) ফক্স
(B) কেলভিন
(C) কোপারনিকাস
(D) গল্ডেন
উত্তর: গল্ডেন
৬. প্রথম জীবন সৃষ্টি হয়েছিল–
(A) জল
(B) স্থল
(C) বায়ু
(D) কোনোটিই নয়
উত্তর: জল
৭. কোন রাশিয়ান বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন ‘ Origin of Species’?
(A) তাকতাজান
(B) ডারউইন
(C) নিধাম
(D) গ্যাগারিন
উত্তর: ডারউইন
৮. ভূতাত্ত্বিক দের মত অনুসারে পৃথিবী সৃষ্টি হয়েছিল আনুমানিক –
(A) 3.6 লক্ষ
(B) 4.6 বিলিয়ন বছর
(C) 5.6 লক্ষ
(D) 6.6 লক্ষ বছর আগে
উত্তর: 4.6 বিলিয়ন বছর
৯. কেমোজেনি কি?
(A)ভৌত উদবর্তন
(B) যৌগিক উদবর্তন
(C) রাসায়নিক উদবর্তন
(D) মৌলিক উদবর্তন
উত্তর: রাসায়নিক উদবর্তন
১০. ওপারিন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেন?
(A) 1928
(B) 1940
(C) 1941
(D) 1942
উত্তর: 1928
১১. কোশ কথাটি প্রবর্তন করেন?
(A) রবার্ট হুক
(B) রবার্ট ব্রাউন
(C) পারকিনজি
(D) স্লেইডেন ও স্বোয়ান
উত্তর: রবার্ট হুক
১২. গাছের যে অংশ সূর্যালোক পায়–
(A) ক্লোরোপ্লাস্টিড
(B) ক্রোমোপ্লাস্টিড
(C) লিউকোপ্লাস্টিড
উত্তর: ক্লোরোপ্লাস্টিড
১৩. সেন্ট্রোজোম থাকে –
(A) উদ্ভিদ কোশে
(B) প্রাণী কোশে
(C) আদি কোশে
(D) আদর্শ কোশে
উত্তর: প্রাণী কোশে
১৪. আয়তনে বৃহত্তম প্রাণীকোশ–
(A) নার্ভকোশ
(B) রেমি উদ্ভিদের তন্তু
(C) উটপাখির ডিম
(D) মাইকোপ্লাজমা
উত্তর: উটপাখির ডিম
১৫. পদার্থবিহীন কোশীয় অঙ্গাণু হল–
(A) লাইসোজোম
(B) সেন্ট্রোজোম
(C) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
(D) গলগিবডি
উত্তর: সেন্ট্রোজোম
১৬. কোশের শক্তিঘর বলা হয় –
(A) লাইসোজোম
(B) গলগিবডি
(C) রাইবোজোম
(D) মাইটোকনড্রিয়া
উত্তর: মাইটোকনড্রিয়া
১৭. পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়–
(A) কঠিন খাদ্য
(B) তরল খাদ্য
(C) কঠিন তরল খাদ্য
(D) অর্ধ তরল খাদ্য
উত্তর: তরল খাদ্য
১৮. কোয়ান্টোজোম থাকে –
(A) ক্রোমোপ্লাস্টে
(B) ক্লোরোপ্লাস্টে
(C) লিউকোপ্লাস্টে
(D) জ্যান্হোপ্লাস্টে
উত্তর: ক্লোরোপ্লাস্টে
১৯. কোশের মস্তিষ্ক বলা হয় –
(A) নিউক্লিয়াস
(B) রাইবোজোম
(C) মাইটোকনড্রিয়া
(D) প্লাস্টিড
উত্তর: নিউক্লিয়াস
২০. RNA- এর একটি বেস হল–
(A) অ্যাডেনাইন
(B) ইউরাসিল
(C) গুয়ানিন
(D) সাইটোসিন
উত্তর: ইউরাসিল