15 July 2021 Current Affairs -কারেন্টস অ্যাফেয়ার্স
Daily Current Affairs | Monthly Current Affairs | Yearly Current Affairs | Current Affairs In Bengali
বন্ধুরা,
আজকে থেকে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো daily current affairs। আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্টস অ্যাফেয়ার্স (15 July 2021 Current Affairs )আপনাদের জন্য নিয়ে এসেছি সেগুলো নিচে দেওয়া হল। এখন থেকে আপনারা আমাদের website এ পেয়ে যাবেন Daily Current Affairs। এই.Current Affairs গুলো আপনাদের বিভিন্ন পরীক্ষায় যেমন WBCS , WBP, UPSC, PSC, ICDS, SSC, CGL, RAIL, BANK, MTS, GOROUP C & D খুবই সাহায্য করবে। আপনারা চাইলে নিচে দেওয়া লিঙ্কে চাপ দিয়ে pdf টি ডাউনলোড করে নিতে পারেন।
কারেন্টস অ্যাফেয়ার্স | Bangla Current affairs
1. পোল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন–
উত্তর : নাগমা মোহাম্মদ মল্লিক
2. World Youth Skill Day পালন করা হয় কবে?
উত্তর : 15 July
3. সম্প্রতি কোন রাজ্য অলিম্পিক স্বর্ণপদক বিজয়ীদের ৬ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে?
উত্তর : উত্তর প্রদেশ
4. জুন মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন
উত্তর : Devon Conway
5. সম্প্রতি Amit Nayyar কোনকোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগকরলেন
উত্তর : Paytm
6. সম্প্রতি কোন দেশে BHIM UP সার্ভিস লঞ্চ করল ভারত?
উত্তর : ভূটান
7. কোন দেশ সম্প্রতি গুগলকে ৫০০ বিলিয়ন ইউরো জরিমানা করেছ?
উত্তর : ফ্রান্স
8. Wimbledon Junior Men’s Championship টাইটেল জিতলো কোন ভারতীয় বংশোদ্ভুত টেনিস খেলোয়াড়
উত্তর : সমীর ব্যানার্জি
9. ২০২৬ World Badminton Championship হোস্ট করবে কোন দেশ?
উত্তর : ভারত
10. জুনমাসে ICC Women Player of the Month হলেনSophie Ecclestone, তিনিকোন দেশের মহিলা ক্রিকেটার
উত্তর : ইংল্যান্ড
11. সম্প্রতি প্রয়াত Yashpal Sharma কে ছিলেন?
উত্তর : ক্রিকেটার
12. শেরবাহাদুর দেউবা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন
উত্তর : নেপাল
13. Tokiyo Olimpic এ প্রথম ভারতীয় জিমন্যাস্টিক বিচারক হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর : দীপক কাবরা
14. 2022 Khelo India Youth Games হোস্ট
উত্তর : হরিয়ানা
15. সম্প্রতি জুন মাসের জন্য ICC Player of The Month হিসাবে কার নাম ঘোষণা করা হ?
উত্তর : ডেভন কনওয়ে
16. Euro 2020 Golden Boot পেলেন কোন বিখ্যাত ফুটবলার
উত্তর : ক্রিস্টিয়ানো রোনাল্ডো
17. সম্প্রতি কোন দেশে গান্ধীজির মূর্তি উদ্ঘাটিত করলেন বিদেশ মন্ত্রী এস. জয়শংকর?
উত্তর : জর্জিয়া
18. The Struggle Within: A Memoir of the Emergency” শিরোনামে বই লিখলেন
উত্তর : অশোক চক্রবর্তী
19. সম্প্রতি কোন সংস্থা ১৮ জন ভারতীয় ক্রীড়াবিদকে স্বাক্ষর করেছে?
উত্তর : পুমা / PUMA
20. 2021 BKS Literary Award জিতলেন কোন সাংবাদিক ও নাট্যকার
উত্তর : ওমচেরি পিল্লাই
Related