Indian Economy MCQ Question Answer Pdf
Indian Economy MCQ in Bengali Pdf টি নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। পরবর্তী সময়ে আমরা আরও বেশ কিছু ভারতের অর্থনীতির প্রশ্নোত্তর পিডিএফ নিয়ে আসবো।
Economics MCQ In Bengali
1. সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সবচেয়ে বেশি উন্নতি ঘটে?
(A) ধান
(B) পাট
(C) গম
(D) তৈলবীজ
উত্তর: গম
2. কত সালে MRTP আইন চালু হয়?
(A) 1969
(B) 1965
(C) 1968
(D) 1972
উত্তর: 1969
3. কত সালে ভারত সরকার বাছাই করা শেয়ার ছাড়ে?
(A) 1990
(B) 1992
(C) 1991
(D) 1994
উত্তর: 1992
4. বিশ্ব অর্থনৈতিক ফোরামের দ্বারা প্রকাশিত অর্থনৈতিক উন্নয়নের প্রতিবেদনে ভারতের স্থান হল–
(a) 28 তম
(b) 31 তম
(c) 33 তম
(d) 36 তম
উত্তর: 31 তম
5. মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রক কোন দিনটিকে বালিকা দিবস হিসেবে ঘোষণা করেছে?
(a) 5 এপ্রিল
(b) 9 জুলাই
(c) 9 অক্টোবর
(d) 9 ডিসেম্বর
উত্তর: 9 ডিসেম্বর
6. ইন্টারনেট গভর্মেন্ট ফোরাম অনুযায়ী ভারত পৃথিবীর ___বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী দেশ?
(a) দ্বিতীয়
(b) চতুর্থ
(c) ষষ্ঠ
(d) দশম
উত্তর: চতুর্থ
7. সরকার অর্থনৈতিক মন্দার প্রভাব কমাতে ফিসক্যাল প্যাকেজে সেন ভ্যাট এর হার 14% থেকে কমিয়ে করেছে–
(a) 12%
(b) 10%
(c) 8%
(d) 6%
উত্তর: 10%
8. ” Pure Banking, Nothing Else “- কোন ব্যাঙ্কের স্লোগান
(a) ICICI
(b) HDFC
(c) SBI
(d) UTI
উত্তর: SBI
9. ভারতের কোন রাজ্য কেন্দ্রীয় সরকারের পথে পাঁচ দিনে সপ্তাহ ধারণা গ্রহণ করেছে?
(a) উত্তরপ্রদেশ
(b) রাজস্থান
(c) তামিলনাড়ু
(d) কেরল
উত্তর: রাজস্থান
10. পানিপথ তৈল শোধনাগার গড়ে উঠেছে ____ এর দ্বারা
(a) সরকারি ক্ষেত্র
(b) বেসরকারি ক্ষেত্র
(c) জয়েন্ট ক্ষেত্র
(d) সমবায় ক্ষেত্র
উত্তর: সরকারি ক্ষেত্র