রাজ্যের লোকনৃত্য সমূহ || Folk Dances
বন্ধুরা,
আমাদের দেশ ভারতবর্ষ। বিশাল এই দেশ কত গুলি রাজ্যে ভাগ করা হয়েছে। যেমন এই দেশে অনেক গুলি রাজ্য আছে তেমনি এই রাজ্য গুলিতে বাস করে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের লোক। আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের লোকের ভাষার মধ্যে যেমন রয়েছে বৈচিত্র্য তেমনি রয়েছে তাদের সংস্কৃতির মধ্যেও বৈচিত্র্য। তাদের এই সাংস্কৃতিক বৈচিত্র্যের ফলে রয়েছে তাদের লোক সংস্কৃতির মধ্যে বিভিন্নতা।
বন্ধুরা আজকের এই পর্বে আপনাদের নিয়ে এসেছি ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য (Folk Dances Of States In India)। বিভিন্ন রাজ্য অনুযায়ী সেই রাজ্য গুলির লোকনৃত্য আমরা খুব সুন্দর ভাবে নিচে দিয়েছি দেখে নিন।
রাজ্যের নাম লোকনৃত্য সমূহ
➤পশ্চিমবঙ্গ 👉 ছৌ, নাচ, যাত্রা, কীর্তন, বাউল নৃত্য, গাজন, গম্ভীরা, টুসু, বৃতা, সাঁওতালি, মুন্ডরী
➤উড়িষ্যা 👉ডান্তানাটা, ঘুমর, ছৌ নাচ, গোটিপুয়া, ওডিসি, রনপা, চৈতি ঘোড়া, সম্বলপুরী, পাইকা নৃত্য, বাঘা নৃত্য
➤গুজরাট 👉গরবা, গণপতি, ভজন, ডান্ডিয়া, রাসলীলা, গাড়োয়া, টিপ্পনী, পাধার, ভাবৈ, হুদো
➤মিজোরাম 👉চেরাউ, খুয়াল্লাম, সারলামকাই
➤কেরালা 👉সারি, দাসী অট্টম, কৃষ্ণ নাট্যম, মোহিনীঅট্টম, পান্না, কুম্মাত্তি, কুথিঅট্টম, থুম্পি থুল্লাল, কথাকলি
➤অন্ধ্রপ্রদেশ 👉কোট্টাম, গীতি ভগবতম, মাথুরি, ধামাল, ভিরানাট্যম, ধীমসা, বনালু, বাথাকাম্মা, কুচিপুড়ি
➤মধ্যপ্রদেশ 👉লোটা, তুন্ডাভালি, কর্মা, মুরিয়া, লেহাঙ্গি, ফুল পাতি, গৃদা, আহিরি, যাওয়ারা, পান্ডবাণী
➤পাঞ্জাব 👉 ভাংরা, গিদ্ধা, ধুমল, ঝুমর
➤অসম 👉 ছাগবি, টোবাল, খেলগোপী, খেলগোপাল, বিহু,রাসলীলা, ক্যানোই,তা বাল চোংলি, সত্রিয়া
➤বিহার 👉 বিদেশিয়া, জটাজটিল, লাগুই, নাচেরী, কাঠপুতলি, কর্মা, ঝিঝিয়া, নাটনা, যাতা যতীন
➤উত্তরপ্রদেশ 👉 নোটাঙ্কি, আহির, থালি, কাজরি, থোরা, চাপ্পেলী, রাসলীলা, চারকুলা, সোয়াং, নাকাল, কত্থক
➤হিমাচল প্রদেশ 👉 গীরদা, কাবিয়ালা, মুতরো, লুধিডান্স, কায়েঙ্কা, থোরা, ঘুরেহী,নটি, লাহাউলি, কুল্লু,ডাঙ্গী, দান্দরাস
➤হরিয়ানা 👉 সোয়াং, ঘুমর, ঝুমর, লুর, খরিয়া, বিণ বাসুরী, ফাগ
➤ত্রিপুরা 👉 বিজু,গাজন, দাইলো, গালামুচামো, হজাগিরি, সংরাই
➤তামিলনাড়ু 👉 কুম্মী, কোলাট্টম, কারাগট্টম, ভারতনাট্যম
➤উত্তরাখন্ড 👉 হুরকা বাউল, পান্ডব নৃত্য, ঝরা, চলিয়া, ছাপেরী, চানচেলি
➤ছত্তিসগড় 👉 কর্মা, শৈল, সুয়া নাচা, গেন্দি, পান্থী
➤নাগাল্যান্ড 👉 জেলিয়াং, যুদ্ধ নাচ, সুয়া লুয়া
➤মহারাষ্ট্র 👉 তামাশা, লাবনী, দাহীকালা, ধানগারী গাজা, দিনদি
➤মেঘালয় 👉 লহো, নংক্রেম
➤মনিপুর 👉 মণিপুরী, লেহাব, বসন্ত রানা, মাইবী, খাম্বা থাইবী, নুপা, রাসলীলা, ঢোল চোলাম,
➤কর্নাটক 👉 হাতারী, উগাদী, বায়ালতা, ভূথা আরাধনা, কামসালে, কৃষ্ণ পারিজাথা, ডল্লু কুনিথা, ভারতনাট্যম
➤সিকিম 👉 লিম্বু, চি রিমু, খুকুরী, সিকমারী, মুখোশ নাচ, ধান নাচ, তোমাং সেলো, লেপচা
➤গোয়া 👉 দেখনী, ফুগরী, মান্দ, তালগারী, জাগর, ডালো, দিউলি
➤অরুনাচল প্রদেশ 👉 দামিন্দা, খামতি, বুইয়া, ওয়াংচ, পনাং
➤ঝারখন্ড 👉 কর্মা, সাঁওতাল নৃত্য, ছৌ নাচ, পাইকা