Bengali GK Questions Answers For Group D
প্রিয় পাঠক,
আসন্ন গ্রুপ সি ও ডি পরীক্ষার জন্য আপনাদের জন্য GK MCQ In Bengali Part 3। আমাদের এই Website এ শুধুমাত্র শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনাদের Competitive Exam এর যাবতীয় বিষয় GK Questions Answers, GK Pdf, Notes, Gk Mock Test, এই বিষয়ে আমরা সাহায্য করে থাকি। আশা করি আপনারা আমাদের দেওয়া প্রশ্নোত্তর গুলি পেয়ে খুশি হবেন।
Important General Knowledge MCQs
১. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ‘ম্যাগনা কার্টা‘ রূপে পরিচিত?
(A) চার্টার অ্যাক্ট,1813
(B) ইন্ডিয়ান এডুকেশন কমিশনের প্রতিবেদন,1882
(C) ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট,1904
(D) এডুকেশনাল ডেসপাচ,1854
উত্তর: এডুকেশনাল ডেসপাচ,1854
২.ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?
(A) ডাব্লু সি ব্যানার্জি
(B) এস এন ব্যানার্জি
(C) জি কে গোখলে
(D) এ ও হিউম
উত্তর: ডাব্লু সি ব্যানার্জি
৩. ‘ইন্ডিকা‘-র প্রণেতা কে?
(A) হেরোডোটাস
(B) মেগাস্থিনিস
(C) স্ট্রবো
(D) প্লুর্টাক
উত্তর: মেগাস্থিনিস
৪. দাদাভাই নওরোজি কর্তৃক প্রণোদিত সম্পদ নির্মাণ তথ্যকে বিস্তারিত করেছিলেন কে?
(A) মহাদেব গোবিন্দ রানাডে
(B) বালগঙ্গাধর তিলক
(C) গোপালকৃষ্ণ গোখলে
(D) ফিরোজ শাহ মেহতা
উত্তর: মহাদেব গোবিন্দ রানাডে
৫. H+ এ উপস্থিতইলেকট্রনের সংখ্যা কত?
(A) শূন্য
(B) এক
(C) দুই
(D) তিন
উত্তর: শূন্য
৬. অলিভার স্টোন হলেন একজন–
(A) অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা
(B) অভিনেতা
(C) গীতিকার
(D) উপন্যাসিক
উত্তর: অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা
৭. লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরয় হন?
(A) লর্ড ওয়াভেল
(B) লর্ড রিডিং
(C) লর্ড উইলিংডন
(D) লর্ড লিনলিথগো
উত্তর: লর্ড উইলিংডন
৮. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হল–
(A) প্রতিসরণ
(B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(C) বিক্ষিপ্ত
(D) প্রতিফলন
উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
৯. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) আলেকজান্ডার ডাফ
(B) এইচ ভি ডিরোজিও
(C) উইলিয়াম জোন্স
(D) ডেভিড হেয়ার
উত্তর: উইলিয়াম জোন্স
১০. নিম্নলিখিত কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত?
(A) আত্মশক্তি
(B) ক্রান্তি
(C) সারথি
(D) সন্ধ্যা
উত্তর: ক্রান্তি
১১. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন?
(A) সিন্ধু
(B) ঝিলাম
(C) রাভি
(D) ইরাবতী
উত্তর: ঝিলাম
১২. একটি আইসোটোপের অর্ধায়ু হলো 2 ঘন্টা। 6 ঘন্টা পর আইসোটোপেরকত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে?
(A) 1/6
(B) 1/3
(C) 1/8
(D) ¼
উত্তর: 1/8
১৪. কুয়ালালামপুর থেকে কোথায় যাওয়ার পথে MH370 বিমানটি রাভার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়?
(A) বেজিং
(B) জাকার্তা
(C) নিউ দিল্লি
(D) পার্থ
উত্তর: জাকার্তা
১৫. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) ক্যানিং
(B) ডালহৌসি
(C) এলগিন
(D) রিপন
উত্তর: ক্যানিং
১৬. ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন– এর(1870) প্রতিষ্ঠাতা কে?
(A) রামমোহন রায়
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) কেশবচন্দ্র সেন
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: কেশবচন্দ্র সেন
১৭. বৈদেশিক বিনিয়োগ বিষয়ে বর্তমান শিল্পনীতির মনোভাব হল–
(A) বৈদেশিক বিনিয়োগ সম্পূর্ণভাবে বাতিল
(B) বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো
(C) বৈদেশিক বিনিয়োগের অংশ কমানো
(D) ওপরের কোনোটিই নয়
উত্তর: বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো
১৮. ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল–
(A) কোচিন
(B) কালিকট
(C) বিজয়পুর
(D) গোয়া
উত্তর: গোয়া
১৯. ধোলাই করার সোডা কোনটির চলতি নাম –
(A) সোডিয়াম কার্বনেট
(B) ক্যালসিয়াম কার্বনেট
(C) সোডিয়াম বাই কার্বনেট
(D) সোডিয়াম হাইড্রোক্সাইড
উত্তর: সোডিয়াম কার্বনেট
২০. স্ত্রীশিক্ষার হার বৃদ্ধি জন্মহার কে এই ভাবে প্রভাবিত করতে পারে–
(A) জন্মহার বৃদ্ধি পায়
(B) জন্মহার হ্রাস পায়
(C) এই হার অপরিবর্তিত থাকে
(D) উপরের কোনোটিই নয়
উত্তর: জন্মহার হ্রাস পায়